|
|
|
|
মাছ চুরির অভিযোগ তুলে যুবককে মারধর |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
‘চুরি করে’ মাছ ধরেছেন, এই অভিযোগ তুলে এক দিনমজুরকে বেধড়ক মারধর করলেন এক পুকুর-মালিক। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার জামগ্রাম পঞ্চায়েতের মণ্ডলাই গ্রামে। মাধব মালিক নামে আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দাবি, ‘মিথ্যা’ অভিযোগে তাঁকে মারধর করা হয়েছে। অভিযুক্ত পুকুর মালিক মেহের আলি পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাধবদের বাড়ির কাছেই একটি পুকুরে মাছ চাষ করেন স্থানীয় পশ্চিমপাড়ার বাসিন্দা মেহের আলি। রবিবার বিকেলে মাধবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মেহের। অভিযোগ, পুকুর পাড়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাধবকে প্রচণ্ড মারধর করেন তিনি। |
|
হাসপাতালে মাধব মালিক। —নিজস্ব চিত্র। |
মাধবের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তিনি পালান। তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর থাকায় সেখান থেকে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের দাদা গৌতম মালিক মেহের আলির নামে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার হাসপাতালের বিছানায় শুয়ে মাধব বলেন, “মেহের আমার বুকে-পেটে এলোপাথাড়ি লাথি মারছিল। আর বলছিল, আমি নাকি ওর পুকুর থেকে মাছ চুরি করেছি। কিন্তু ওই পুকুর থেকে আমি মাছ ধরিইনি।” তদন্তকারী অফিসার বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।” |
|
|
|
|
|