|
|
|
|
ক্লাবের জন্য জমির দাবিতে ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
ক্লাব তৈরির জন্য জমির দাবিতে খাটাল ও বাড়িতে ভাঙচুর চালাল একদল যুবক। হামলায় আহত হন চারজন দুগ্ধ ব্যবসায়ী। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি বাড়ি মহিলারাও। বাদ যায়নি গবাদি পশু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পুরসভার ৭নং ওয়ার্ডের চকবাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়া থানার চকবাজার ফাঁড়ির কাছে কয়েক কাঠা জমিতে ১১টি পরিবার-সহ কয়েকটি খাটাল রয়েছে। প্রত্যেক পরিবারই দুগ্ধ ব্যবসায়ের সাথে যুক্ত। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকার কিছু যুবক বহিরাগত কয়েকজনকে নিয়ে তাঁদের খাটাল ও বাড়ি সংলগ্ন এলাকা ছাড়া কিছু জমি ছেড়ে দিতে হবে বলে হুমকি দিচ্ছিল। কারণ, সেখানে তারা ক্লাব ঘর তৈরি করবে। সেইমত রবিবার সন্ধ্যায় ৮০-৯০ জন যুবক হাতে লাঠি ও রড নিয়ে হইহই করতে করতে খাটালে ঢুকে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা। ঘরে ঢুকে মহিলাদেরও মারধর করা হয়। |
|
ছবি: তাপস ঘোষ। |
আহতদের চুঁচুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। বাসিন্দারা জানান, পাঁচ পুরুষ ধরে এখানে বসবাস করছি। এরকম অত্যাচার ও জুলুমবাজি কোনওদিন হয়নি। এলাকার বাসিন্দা সত্যনারায়ণ যাদব বলেন, “ব্রিটিশ আমল থেকে পাঁচ পুরুষ ধরে আমরা এখানে বসবাস করছি। কেউ কোনওদিন এরকম দাবি ও হামলা চালায়নি। এখন হঠাৎ বাইরে থেকে ছেলে নিয়ে এসে আমাদের উপর হামলা হল। ভাবতে পারছি না।”
প্রত্যেক পরিবারের পক্ষ থেকে চুঁচুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশের এক পদস্থ কর্তা জানান, ভাঙচুর এবং মারধরের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |
|
|
|
|
|