স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী পালনের সূত্রে সম্প্রতি হুগলির চন্দননগর রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠিত হল সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। প্রায় দু’শো প্রতিযোগী অংশ নেন এই অনুষ্ঠানে। প্রথম হন হুগলির প্রসেনজিৎ দাস, রানার্স হন হাওড়ার অভিজিৎ মণ্ডল। বেস্ট পোজার হন পশ্চিম মেদিনীপুরের ইন্দ্রনীল সাউ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারতশ্রী দুর্গাদাস চট্টোপাধ্যায়। পঃ বঙ্গ বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের পরিচালনা ও চন্দননগর ওয়েলজিমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বামী অরুণাত্মানন্দ দেশের যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ দস্তিদার ও বিশ্বশ্রী মনোহর আইচ। মনোহরবাবুকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
|
হাবরার কইপুকুর মিলন সঙ্ঘের পরিচালনায় ১২ দলের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বুঁদোরহাটির উদীয়মান সঙ্ঘ। রবিবার ফাইনালে টাইব্রেকারে তারা স্থানীয় নগরথুবার অগ্রদূত সঙ্ঘকে ৩-২ গোলে হারায়। ফাইনালের সেরা খেলোয়াড় হন উদীয়মানের নিত্য অধিকারী। ওই দলের দীপঙ্কর শীল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এবং দীবেন্দু সাহা সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন। ২০০০ সাল থেকে এই প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা শুরু হয়েছিল ২৯ জুলাই। ফাইনালে উপস্থিত ছিলেন হাবরা পুরসভার ভাইস-চেয়ারম্যান তপন সেনগুপ্ত, আইসি অনিল রায় প্রমুখ। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
|
বনগাঁ স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেট প্রশিক্ষণ শিবির। বনগাঁ ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে ২৮ অগস্ট থেকে শুরু হওয়া ওই শিবির চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার প্রশিক্ষণ দিতে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার গোপাল বসু। শিবিরের প্রশিক্ষক অপু সেনগুপ্ত জানান, ৫০ জন শিক্ষার্থীকে এই শিবিরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
|
হুগলির শিয়াখালার শ্রীপতিপুর দুর্গা সমিতির উদ্যোগে এবং শ্রীপতিপুর-ইলিপুর পঞ্চায়েতের সহযোগিতায় সম্প্রতি ফুটবল প্রতিযোগিতা হয়। ১২ দলের ওই প্রতিযোগিতায় দুর্গা সমিতিই চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা হারায় বিপ্রপুর গীতাঞ্জলি ক্লাবকে। নির্ধারিত সময়ে দু’দলই ১টি করে গোল করে। টাইব্রেকারেও উভয় দল ২টি করে গোল করে। টসে জিতে চ্যাম্পিয়ন হয় দুর্গা সমিতি। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। |