দুর্ঘটনায় আহত ছাত্র, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হল বোলপুরে। ক্ষুব্ধ এলাকাবাসী বোলপুর-সাঁইথিয়া রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিতে প্রায় ঘণ্টা দু’য়েক অবরোধ করেন। ফলে সোমবার সকাল থেকে বোলপুর-সাঁইথিয়া ও বোলপুর-লাভপুর রুটের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সকাল ১০টা নাগাদ বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি ঘটনাস্থলে গিয়ে রাস্তা সারানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
মহকুমাশাসক বলেন, “অবিলম্বে ওই রাস্তা সংস্কার করা-সহ জল জমা রাস্তায় নিকাশির ব্যবস্থা করা হচ্ছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ৭টা নাগাদ পারুলডাঙার একাদশ শ্রেণির ছাত্র সোমনাথ ঘোষ সাইকেলে করে টিউশনি পড়তে বেরিয়েছিলেন। বোলপুর-সাঁইথিয়া রাস্তায় উপর শহরের এক নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায় একটি লরি সোমনাথকে পেছন থেকে ধাক্কা মারে। |
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বোলপুর মহকুমা হাসপাতালের সুপার সুদীপ মণ্ডল বলেন, “ওই ছাত্রের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আভ্যন্তরীণ চোটও রয়েছে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় বর্ধমানে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশ সকাল ৮টা থেকে বোলপুর-সাঁইথিয়া ও বোলপুর-লাভপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় বাসিন্দা দীপালি দাস, নবকুমার দাস, বিশ্বরূপ ঘোষ, সোমনাথ চট্টোপাধ্যায়দের অভিযোগ, “এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। সংস্কারের অভাবে প্রায় দুর্ঘটনা ঘটছে। শহরের অন্যতম ব্যস্ত এই সড়কের করুণ দশা নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি।” ওই রাস্তায় দুর্ঘটনার ঘটনা বাড়তে থাকায় এ দিনের দুর্ঘটনার পর বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ শুরু করেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত তিন মাসের মধ্যে ওই রাস্তায় কমবেশি ৪৫টি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর, তৃণমূলের মণিমালা বটব্যাল বলেন, “ওই রাস্তা নিয়ে সমস্যার কথাটি ঠিক। ইতিমধ্যেই পুর কর্তৃপক্ষ, প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দফতরকে বিষয়টি জানিয়েছি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হবে।” |