ফের আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ার। আরও এক বার হামলার লক্ষ্য হল মার্কিন দূতাবাসের গাড়ির কনভয়। আজকের এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিন জনের। আহত ১৯ জন। আহতদের মধ্যে দুই শিশু ও দুই মহিলাও আছেন। তবে বিস্ফোরণে কোনও মার্কিন নাগরিক মারা গিয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফলে নিহতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ তখন সবে মার্কিন দূতাবাস থেকে বেরিয়েছে কনভয়টি। আবদারা রোডে রাষ্ট্রপুঞ্জের একটি দফতরের অতিথি নিবাসের সামনে কনভয়টি পৌঁছনোর সময় হঠাৎই তার মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই সেই গাড়িটি। সজোরে ধাক্কা মারে কনভয়ের একটি গাড়িতে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় জঙ্গি-সহ তিন জনের।
বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে মাইল খানেক দূর থেকেও। পেশোয়ার পুলিশ সূত্রে খবর, প্রায় ১১০ কেজি বিস্ফোরক ছিল আত্মঘাতী জঙ্গির গাড়িতে। আহতদের মধ্যে দু’জন মার্কিন নাগরিক রয়েছেন। রয়েছেন মার্কিন দূতাবাসে কর্মরত দুই পাকিস্তানি নাগরিকও। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। কারণ আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। |
বিস্ফোরণে দুমড়ে যাওয়া গাড়ি। সোমবার পেশোয়ারে। ছবি: এ এফ পি। |
তবে আজকের বিস্ফোরণে নিহতদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রথমে প্রাদেশিক তথ্যমন্ত্রী মিয়াঁ ইফতিকার হুসেন জানিয়েছিলেন, নিহত দু’জনই মার্কিন নাগরিক। কিন্তু পরে মার্কিন বিদেশ দফতর থেকে একটি বিবৃতিতে জানানো হয়, এই হামলায় তাদের দেশের কোনও নাগরিকের মৃত্যু হয়নি। কারণ মার্কিন নাগরিকরা ছিলেন অন্য একটি সুরক্ষিত বড় গাড়িতে। তবে দুই মার্কিন নাগরিক যে আহত হয়েছেন সে বিষয়ে নিশ্চিত করেছে মার্কিন বিদেশ দফতর।
পুলিশ জানিয়েছে, প্রায় ছাই হয়ে যাওয়া গাড়িটি থেকে একটি মার্কিন পাসপোর্ট উদ্ধার হয়েছে। সেটি কার, সে বিষয়েও এখনই নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি পুলিশ।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার প্রকৃতি দেখে পুলিশের ধারণা, পাক তালিবানই এর পিছনে রয়েছে। যদিও পাকিস্তানে মার্কিন দূতাবাসের কনভয়ের উপর হামলার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিক বার জঙ্গি হামলার নিশানা হয়েছে মার্কিন দূতাবাসের দফতর বা কনভয়। |