ঋণদাতার ভয়ে ভুয়ো ফোন, ধৃত চিনা যুবক |
ধার নিয়েছিলেন বেশ কিছু ডলার। আর তা ফেরত নেওয়ার জন্য ঋণদাতা নিজেই আসছিলেন তাঁর কাছে। ২৯ বছরের জিয়ং ই সে খবর জানতে পেরেই এঁটে ফেলেছিলেন এক ফন্দি। যে বিমানে সেই ঋণদাতার আসার কথা, সেই বিমানে বোমা রাখা আছে বলে ফোন করে ফেললেন তিনি। চিনের গুয়াংডং প্রদেশের ডংগুয়াং শহরের ঘটনা। গত কাল জিয়াংগাং থেকে শেনজেনগামী বিমানে বোমা রাখা আছে বলে খবর পান বিমানচালক। সঙ্গে সঙ্গে ইউহান বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান তিনি। ৩০টি গাড়িতে প্রায় দু’শো জন মিলে তল্লাশি চালানো হয় বিমানটিতে। হাজির ছিল পুলিশ, দমকলও। বিমানে যথারীতি কিছুই মেলেনি। পুলিশ তদন্ত শুরু করে। তখনই স্পষ্ট হয় জিয়ংয়ের পরিকল্পনা। পুলিশকে জিয়ং জানিয়েছেন, ৩৮ হাজার ডলার ধার করেছিলেন তিনি। শোধ করতে পারছিলেন না। হঠাৎ খবর পান ঋণদাতা বিমানে করে আসছেন টাকা নিতে। সঙ্গে সঙ্গেই ভুয়ো ফোনের সিদ্ধান্ত নেন। জিয়ংয়ের বক্তব্য, মদ্যপ অবস্থায় তিনি ওই ফোনটা করে ফেলেছিলেন। বুঝতে পারেননি তার জন্য এত মানুষের হয়রানি হবে। ওই বিমানেই যে ঋণদাতা আসছিলেন, সে বিষয়ে খুব একটা নিশ্চিতও ছিলেন না তিনি। শুধুমাত্র ধার শোধ দেওয়ার হাত থেকে বাঁচতেই তিনি ভুয়ো ফোন করেছিলেন। জিয়ংয়ের বক্তব্যে যদিও চিঁড়ে ভিজছে না। পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। সন্ত্রাসের খবর ছড়ানো ও জনজীবন ব্যাহত করার দায়ে তাঁর পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাও খরচের হিসেব গুনছেন।
|
সোমবার সকালে কেঁপে উঠল ফিলিপিন্সের একাংশ। রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ওই কম্পনে এক মহিলার মৃত্যু হয়।
|
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হিমবাহ গলে উদ্ধার হয়েছে দু’শোর বেশি অস্ত্রশস্ত্র। প্রথম বিশ্বযুদ্ধে ইতালির বিরুদ্ধে অস্ট্রিয়া-হাঙ্গেরির সেনা এগুলো ব্যবহার করেছিল।
|
তুরস্কের সেনা ছাউনিতে কুর্দ জঙ্গিরা হামলা চালানোয় ২৯ জন নিহত হয়েছেন। অন্য এক সংঘর্ষের ঘটনায় সেনার গুলিতে ২০ কুর্দ জঙ্গি নিহত হয়েছে।
|
চিনের এক কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাঁচ জন গুরুতর আহত। এখনও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন দুই শ্রমিক।
|
১২ মিনিটে ১৯১টি ‘চিকেন উইং’ খেয়ে রেকর্ড গড়লেন জোয়ি চেস্টনাট নামে এক মার্কিন নাগরিক। জোয়ি ১০ হাজার জনকে হারিয়ে প্রথম হয়েছেন।
|
পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধে চাপ দিলেও ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেন বারাক ওবামা। তবে ইরানকে অস্ত্র পরীক্ষা বন্ধ করতে জোর দেন তিনি।
|
সংবাদসংস্থা • লস অ্যাঞ্জেলেস |
আধ্যাত্মিক মতে অতিরিক্ত ভক্তির কারণেই নাকি বিবাহবিচ্ছেদ হয়েছে টম ক্রুজের। শোনা যাচ্ছে এ বার নতুন বৌ খুঁজতে সেই মতেরই শরণাপন্ন হয়েছেন টম।
|
বাড়িতে থেকে যাঁরা চাকরি করেন তাঁরা অন্যদের থেকে কাজে ভাল হন বলে দাবি করলেন স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা। বাড়ির শান্ত পরিবেশেই এর জন্য ‘দায়ী’। |