রাস্তা জুড়ে মরণফাঁদ, দাবি সংস্কারের |
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
রাস্তা সংস্কার-সহ একগুচ্ছ দাবিতে সোমবার গলসি ১ ব্লকের বিডিও-কে স্মারকলিপি দিল বুদবুদ চেম্বার অফ কমার্স।
সংগঠনের সভাপতি রতন সাহার অভিযোগ, “বুদবুদ-মানকর রাস্তা বেহাল। তাছাড়া পুরনো জিটি রোডেরও অবস্থা খারাপ। রাস্তা সংস্কার, মানকর বাসস্ট্যান্ডের কাছে একটি পুরুষ ও মহিলা শৌচাগার তৈরি-সহ বেশ কয়েকটি দাবিতে বিডিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।” বিডিও নিরঞ্জন কর জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বাসিন্দারা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে গুসকরা, কাটোয়ার অনেক বাস যাতায়াত করে। তাছাড়া অনেক ছোট বড় গাড়ি, ট্রাক, মোটরবাইকের ভিড়ও কিছু কম নয়। বাসিন্দাদের মতে, এই রাস্তার সবথেকে খারাপ অবস্থা বুদবুদ থেকে মানকর গ্রাম পর্যন্ত। তাঁদের আশঙ্কা, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বাস মালিকেরা যে কোনও সময়ে বাস বন্ধ করে দিতে পারেন। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরাও। |
বুদবুদ চেম্বার অফ কমার্সের সভাপতি রতন সাহার দাবি, “রাস্তার বেহাল দশার জন্য ব্যবসা-বাণিজ্য মার খাচ্ছে। বাইরে থেকে বুদবুদ বাজারে লোকজন আসতে ভয় পাচ্ছেন।”
চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বুদবুদ বাজারে রাস্তার দু’পাশে হাইড্রেন তৈরির আর্জিও জানানো হয়েছে। তাদের অভিযোগ, রাস্তার দু’পাশে ড্রেন থাকলেও তা ছোট এবং অসম্পূর্ণ। অল্প বৃষ্টি হলেই জল উপচে দোকানে ঢুকে পড়ে। সমস্যায় পড়েন বিক্রেতারা। এছাড়া জমা জলে মশা ও সাপের উপদ্রব বাড়ছে। তাই দ্রুত একটি হাইড্রেন তৈরির আবেদন করেছে তারা। এছাড়া বাজার এলাকায় একটি ‘ডাম্পিং গ্রাউন্ড’ তৈরির দাবিও জানানো হয়।
চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বুদবুদ এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও আবেদন করা হয়েছে। তাঁদের অভিযোগ, আগে জনস্বাস্থ্য করিগরি দফতরের পানীয় জলের পাইপলাইন ছিল। কিন্তু বতর্মানে তা বন্ধ হয়ে গিয়েছে। রতনবাবুর দাবি, “আমরা বিডিও-র কাছে আশ্বাস পেয়েছি। যদি দ্রুত সমস্যা সমাধান না হয় তাহলে আমরা মহকুমাশাসক এবং জেলাশাসকের কাছেও আবেদন করব।” গলসি ১ ব্লকের বিডিও নিরঞ্জন কর জানান, তিনি বণিকসভার পক্ষ থেকে একটি আবেদনপত্র পেয়েছেন। তিনি বলেন, “রাস্তাটি পূর্ত দফতর ইতিমধ্যেই আংশিক সংস্কার করার চেষ্টা করছে। পূর্ণ সংস্কারের জন্য পূর্ত দফতর টেন্ডার ডাকবে। অন্য সমস্যাগুলি সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
|