রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুক |
কাজ বন্ধের নোটিস, বিক্ষোভ শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানায় ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-য়ের বিজ্ঞপ্তি দেওয়ার প্রতিবাদে সিটু এবং আইএনটিটিইউসির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। সোমবার দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের ঘটনা। কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “আমরা এই সিদ্ধান্ত মানছি না।” বিষয়টি লিখিতভাবে শ্রম দফতরে জানাবেন বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে কাজে যোগ দিতে গিয়ে কর্মীরা দেখেন কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা নিজেদের সংগঠনের নেতৃত্বকে খবর দেন। একজোট হয়ে কারখানার গেটে বিক্ষোভ দেখান তাঁরা। |
কারখানার গেটের সামনে বিক্ষোভ। সোমবারের নিজস্ব চিত্র। |
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে গড়ে ওঠে কারখানাটি। বর্তমানে কারখানায় প্রায় ৪০০ জন শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে ৩০০ জনই ঠিকা শ্রমিক। পুজোর মুখে কারখানা বন্ধের কথা শুনে ভেঙে পড়েছেন তাঁরা। কারখানা সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে উৎপাদনের হার বেশ ভালো ছিল। কিন্তু গত ৩ বছর ধরে উৎপাদনের হার কমেছে। শেষ পর্যন্ত সোমবার ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-য়ের সিদ্ধান্তের কথা জানান কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ২০০৯ সাল থেকে ফেরো অ্যালয়ের বাজার পড়তির দিকে। ২০ ফেব্রুয়ারি কারখানায় একটি ১২ এমভিএ ফার্নেস পুড়ে যায়। তার বীমার টাকা আজও মেলেনি। পরে ৬ এমভিএ ফার্নেসটিও বিকল হয়ে যায়। উৎপাদন কমলেও প্রায় এক বছর ধরে কর্মীদের বেতন দেওয়া হয়েছে। কিন্তু আর তা সম্ভব হচ্ছে না। অন্য দিকে শ্রমিক নেতারা জানান, কারখানা বন্ধের সিদ্ধান্ত মানবেন না তাঁরা। সিটু ও আইএনটিটিইউসি-দুই পক্ষই দাবি করে, আগাম আলাপ-আলোচনা না করে কারখানা বন্ধের এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।
|