মুখ্যমন্ত্রীর মালদহ সফরের জন্য শনিবার ও রবিবারও জেলার ভূমিরাজস্ব দফতর খোলার রাখার নির্দেশকে কেন্দ্র করে কর্মী ও আধিকারিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আগামী ২৯ অগস্ট মুখ্যমন্ত্রী মালদহে যাবেন। মুখ্যমন্ত্রীর মালদহ সফরের সময়ে বিপিএল তালিকাভুক্তদের কিছু পাট্টা এবং নিজ ভূমি নিজ বাড়ি প্রকল্পে জমি বিলি করার সূচি রয়েছে। ওই সমস্ত জমি বিলির জন্য প্রয়োজনীয় সরকারি কাগজপত্র তৈরির প্রয়োজনেই ভূমি রাজস্ব দফতরের ছুটি বাতিল করা হয়েছে। ১৭ অগস্ট জেলা ভূমি রাজস্ব আধিকারিক খগেন্দ্রনাথ দিউ নিজেই এই ব্যাপারে সমস্ত ব্লক ও মহকুমা দফতরে চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর মালদহ সফর শেষ না হওয়া পর্যন্ত কোনও কর্মী ও অফিসার ছুটি নিতে পারবেন না। ছুটির দিনেও অফিস খোলা রেখে কাজ করতে হবে। কর্মীদের বক্তব্য, এমন ঘটনা আগে কখনও হয়নি। তবে শাস্তির ভয়ে মুখ খুলতে রাজি নন কোনও কর্মীই। ওই নির্দেশ জারির ব্যাপারে জেলা ভূমিরাজস্ব আধিকারিক খগেন্দ্রনাথ ডিউ বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি জেলার সমস্ত ব্লক, মহকুমা ভূমি রাজস্ব দফতরের ছুটি বাতিল করে অফিস করার নির্দেশ পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯ অগষ্ট মালদহে আসছেন। জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে দারিদ্রসীমার নিচে বসবাসকারী ১৫০টি পরিবারের হাতে ৫০ একর জমির পাট্টার কাগজ ও ২০০টি গৃহহীন পরিবারের হাতে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে বিনে পয়সায় ৯ একর জমির কাগজ তুলে দেওয়া হবে। জমির পাট্টা, নিজ গৃহ ও নিজ ভূমি প্রকল্পে বকেয়া কাজ দ্রুত শেষ করার জন্য কর্মী ও অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত বকেয়া কাজ তোলার নির্দেশ দেওয়া হয়েছে।” সরকারি কর্মী সংগঠনগুলিও ওই ঘটনায় ক্ষুব্ধ। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের জেলা কমিটির সদস্য রমাকান্ত যাদব বলেন, “ডিসেম্বর ও মার্চ মাসের কালেকশনের সময় আমরা ছুটির দিনেও অফিসে কাজ করেছি। মুখ্যমন্ত্রী জেলা সফরের জন্য ছুটি বাতিল করে ছুটির দিন অফিস খোলা রাখার ঘটনা এই প্রথম। জেলা ভূমি রাজস্ব আধিকারিকের ওই নিদের্শ জারি নিয়ে সংগঠনে আলোচনা হবে।” কোঅডিনেশন কমিটির জেলা সম্পাদক রমাপদ চট্টোপাধ্যায়ের মতে, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলা ভূমি রাজস্ব আধিকারিক যে সাকুর্লার জারি করেছেন তা নজিরবিহীন। অতীতে বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রী মালদহে এসেছেন। এই ধরনের সার্কুলার অতীতে কোনওদিন কেউ জারি করেননি। রমাপদবাবু বলেন, “জাতীয় বিপযর্য় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে এই ধরনের সার্কুলার কোনওদিন জারি হয়নি। আসলে বতর্মান সরকার হচ্ছে ধরে আনতে বলে বেঁধে আনছে। বতর্মান সরকারের কাজকর্মে কর্মী থেকে অফিসার সবাই আতঙ্কে রয়েছেন। ওই আতঙ্কে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।” জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৯ অগস্ট রাতে মালদহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাতে মালদহে পাওয়ার গ্রিডের গেষ্ট হাউজ গৌড়ভবনে থাকবেন। ৩০ অগস্ট মালদহ কলেজ অডিটোরিয়ামে জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক ও সংখ্যালঘু উন্নয়ন ভবনের শিলান্যাস করবেন। পরে দারিদ্র সীমার নিচে বসবাসকারী কয়েকটি পরিবারর হাতে জমির পাট্টা ও নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পের জমি তুলে দেবেন। ওই দিন রাতেই বালুরঘাটে যাবেন তিনি। |