পোলিও প্রচারে জোর ফরাক্কায় |
পবিত্র ঈদ উৎসবকেই পোলিও প্রচারের হাতিয়ার করল পিছিয়ে পড়া ফরাক্কা। গত ৪ দিন ধরে ফরাক্কার তিন গ্রাম পঞ্চায়েত - অর্জুনপুর, মহেশপুর ও মহাদেবনগরের গ্রামগুলিতে একটি বেসরকারি সংস্থার সাহায্যে পোলিও ও টীকাকরণ সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে স্বাস্থ্য দফতর। ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপায়ন মণ্ডল বলেন, “২০০২ সালে ফরাক্কার ৩টি গ্রামে পোলিও আক্রান্ত তিন শিশুর সন্ধান মেলে। তারপর থেকে অনেক চেষ্টা করেও গ্রামাঞ্চলে পোলিও নিয়ে অজ্ঞতা দূর করা যায়নি। মাত্র ৫২ শতাংশ শিশুকে টীকাকরণ কর্মসূচির আওতায় আনা গেছে।” এই এলাকার বহু মানুষই কর্মোপলক্ষ্যে বাইরে থাকেন। তাঁরা সচেতন। জানেন, পোলিও টীকা কতটা জরুরি। এ বার স্বাস্থ্য দফতর ও ওই বেসরকারি সংস্থাটি বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে দেখা করছেন। অর্জুনপুর পঞ্চায়েতের সিপিএম প্রধান লতিফুর রহমান বলেন, “ঈদে অনেকে বাড়ি আসছেন। তাই তাঁদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। বোঝানো হচ্ছে, টীকাকরণ কেন প্রয়োজন। সে কথা শুনে তাঁরা তাঁদের বাড়ির লোকেদের তা বোঝাচ্ছেন। তাতে কাজ হবে বলে মনে করছি।” স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই তিন গ্রামপঞ্চায়েতে পাঁচ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় ১০,৪৫৪ জন। কিন্তু টীকাকরণের হার মাত্র ৪১ থেকে ৪৫ শতাংশ। কয়েকটি গ্রামের ইমামেরাও বলছেন টীকাকরণের উপযোগিতার কথা। মহেশপুরের বটতলা জামা মসজিদের ইমাম রফিকুল ইসলামের কথায়, “সমাজ থেকে কুসংস্কার দূর করা দরকার। উৎসবের সময় প্রত্যেকেই বাড়ি থাকেন। ঈদের ময়দানেও ইমামদের কুসংস্কারের বিরুদ্ধে বলতে হবে।’’
|
শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার শিবির হল কচিকাঁচাদের জন্য। স্বাধীনতা দিবসের কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার ফুলেশ্বরী মোড়ে ওই স্বাস্থ্য শিবির হয়। বেলা ১২ টা নাগাদ শিবিরের উদ্বোধন করেন মেয়র গঙ্গোত্রী দত্ত। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। এ ধরনের শিবির করায় এলাকার দুঃস্থ বাসিন্দারা উপকৃত হবেন বলে জানান মেয়র। উদ্যোগের প্রশংসা করেন ডেপুটি মেয়রও। সংশ্লিষ্ট এলাকা তথা ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তো বটেই আশেপাশের ওয়ার্ড থেকেও অনেক বাসিন্দা ছোট ছেলেমেয়েদের স্বাস্থ্য পরীক্ষা করাতে এ দিন শিবিরে আসেন। উদ্যোক্তা ফুলেশ্বরী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বাসু শিকদার বলেন, “অন্তত ৭০ জন কচিকাঁচা এ দিন শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। দুই জন চিকিৎসক ছিলেন শিবিরে।” বেলা ৩ টা পর্যন্ত শিবির চলে।
|
ট্রাক বোঝাই ৬ হাজার ৭০০ বোতল কাশির ওষুধ (ফেনসিডিল) উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে তেহট্টের বেতাই এলাকা থেকে ওই ট্রাকটিকে আটক করা হয়েছে। দুই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা দু’জনেই হোগলবেড়িয়া এলাকার বাসিন্দা প্রায় ৮ লক্ষ টাকার ওই ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
|
দোমড়া রামকৃষ্ণ মিশন আশ্রম ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার দুর্গাপুর শাখার যৌথ উদ্যোগে আশ্রম চত্বরে একটি স্বাস্থ্য শিবির হয় রবিবার। আশপাশের এলাকা থেকে আসা ৩০০ জনেরও বেশি লোকের স্বাস্থ্য পরীক্ষা করেন ১২ জন চিকিৎসক। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা অমিতাভ বন্দ্যোপাধ্যায়, আশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দ ও সম্পাদক নির্মলচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
|
নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালের একটি বৈদ্যুতিন যন্ত্রে রবিবার দুপুর পৌনে ১টা নাগাদ আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে তার আগেই যন্ত্রের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে হাসপাতালের কর্মীরা আগুন নেভান। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনাটি ঘটে। |