বউভাতের আগের দিন দুষ্কৃতীদের ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় বাতিল হয়ে গিয়েছে বউভাতের অনুষ্ঠান। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভরত মণ্ডল। শুক্রবার জালালখালির বাসিন্দা সুষমার সঙ্গে বিয়ে হয় ঘূর্ণীর মেছোয়াপাড়ার বাসিন্দা গৌতম মণ্ডলের। গৌতমবাবু পেশায় মিষ্টির কারিগর। শনিবার রাতে তিনি বউভাতের অনুষ্ঠানের জন্য মিষ্টি তৈরির ছানা বায়না করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছেই প্রতিবেশী ভরত মণ্ডল নামে এক যুবক দা নিয়ে তার উপরে আচমকা হামলা করেন। ঘাড়ে ও কোমরে কোপ লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে গৌতমের উপরে হামলা চালিয়েছে ওই যুবক। নববধূর বাবা সুজিত বিশ্বাস বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। জামাই প্রাণে বেঁচে যাওয়াতে আমরা খুশি। বউভাতের অনুষ্ঠান করার মতো মানসিকতা কারও নেই।”
|
তৃণমূল ছাত্র পরিষদের দু’টি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে শনিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। প্রহৃত হয়েছেন কলেজের ছাত্র সংসদের সহ সভাপতি। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএ তৃতীয় বর্ষের ছাত্র শুভঙ্কর হালদার। দু’পক্ষই পুলিশের কাছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই কলেজের ছাত্র সংসদ এখন তৃণমূল ছাত্র পরিষদের দখলে। তবে দীর্ঘদিন এখানে একাধিপত্য ছিল ছাত্র পরিষদের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সেই ছাত্র সংসদের ক্ষমতা চলে যায় তৃণমূল ছাত্র পরিষদে। অভিযোগ, যাঁরা এই কলেজে আগে থেকেই তৃণমূল ছাত্র পরিষদে ছিলেন, তাঁদের সঙ্গে এই দলবদল করে আসা সদস্যদের গণ্ডগোল ছিল গোড়া থেকেই। নবদ্বীপের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি পুণ্ডরীকাক্ষ সাহার কথায়, ‘‘খুব তাড়াতাড়ি দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।”
|
নতুন মোটরবাইক নিয়ে বন্ধুদের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ছাত্রের। তাঁর নাম শুভেন্দু পাণ্ডে (২০)। বাড়ি পলাশিতে। দুর্ঘটনায় জখম হয়েছেন তাঁর দুই বন্ধুও। তাঁদের বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার কালীগঞ্জ থানার কালীগঞ্জ-পলাশি রাজ্য সড়কে এই ঘটনার পরে এলাকার মানুষ উদ্বিগ্ন। |