টুকরো খবর
দ্রুত চতুর্থ বিদেশি চাইছেন মর্গ্যান
টোলগে ওজেবেকে নিয়ে দুই প্রধানের টানাপোড়েনে কলকাতা লিগে জট তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল কর্তারা অস্ট্রেলীয় স্ট্রাইকারকে নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে যুদ্ধ চালু রাখলেও দলের কোচ তাতে গা ভাসাতে নারাজ। রবিবার অনুশীলনের পর ট্রেভর জেমস মর্গ্যান বলে দিলেন, “আমাদের চতুর্থ বিদেশি আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এতে দল তৈরিতেই সমস্যা হবে। এ ব্যাপারে ফুটবল সচিবের সঙ্গে কথা বলব।” পেন ওরজি, উগা ওপারা, চিডি এডে-র সঙ্গে চুক্তি হয়ে গেলেও ইস্টবেঙ্গলে এই মুহূর্তে এশীয় কোটার ফুটবলার নেই। শোনা যাচ্ছে, প্রয়াগ ইউনাইটেডে বাতিল নিউজিল্যান্ডের কেইন ভিনসেন্টের নামও সুপারিশ করেছেন লাল-হলুদ কোচ। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যও বললেন, “আমার সঙ্গে কোচ কথা বলেছেন। আগামী দু’দিনের মধ্যে আমরা আলোচনায় বসব।” টোলগে নিয়ে তাদের নতুন সিদ্ধান্ত জানাতে বুধবার অবশ্য ইস্টবেঙ্গল কর্তারা বৈঠকে বসছেন। এ দিকে কলকাতা লিগে মোহনবাগানের পরের ম্যাচ ২৬ অগস্ট টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। তার মধ্যে টোলগে-সমস্যার সমাধান না হলে মোহনবাগান পুরো কলকাতা লিগ-ই বয়কট করতে পারে বলে শোনা যাচ্ছে। সরাসরি না বললেও রবিবার সচিব অঞ্জন মিত্র বললেন, “টালিগঞ্জ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করছি। টোলগে নিয়ে আই এফ এ কি সিদ্ধান্ত নেয় দেখি। না হলে আরও বড় লড়াইয়ে নামব।”

আইপিএলের অভিজ্ঞতাই ভরসা দিচ্ছে টেলরকে
আইপিএলের সৌজন্যে পরিবেশ অনেকটাই চেনা। শুধু তাঁর নয়, টিমের বেশ কয়েকজন সতীর্থেরও। আর তাই নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলরের মনে হচ্ছে, ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন হবে না। বরং আইপিএলের অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কাজে আসবে বলেই মনে করছেন তিনি। চোট পেয়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া ড্যানিয়েল ভেত্তোরির জায়গায় যিনি এসেছেন। “আমরা জানি সামনের দু’তিনটে দিন আমাদের প্রচুর খাটতে হবে। যাতে ভারতের চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়া যায়,” বলেছেন টেলর। একই সঙ্গে তাঁরা যে ভারতের শক্তি-দুর্বলতার হিসেবনিকেশ চালু করে দিয়েছেন, সেটাও জানিয়ে দিচ্ছেন। বলছেন, “কিছু পরিকল্পনা মাথায় আছে। সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে হবে। ভারত আমাদের চেনা জায়গা। এখানে ভাল খেলেছি। আমরা সব রকম যুদ্ধের জন্য প্রস্তুত।”

নেহরু কাপের চূড়ান্ত দল থেকে বাদ জেজে-জোয়াকিম
নেহরু কাপের জন্য কুড়ি জনের দল বেছে নিলেন চিফ কোচ উইম কোভারম্যান্স। চুড়ান্ত দল থেকে বাদ পড়লেন জোয়াকিম আব্রাঞ্চেজ, খেলেম্বা সিংহ, মোহনরাজ, জেজে, বলদীপ সিংহ, মিলন সিংহরা। তবে চমকপ্রদ ভাবে দলে জায়গা পেলেন অনূর্ধ্ব ২২ জাতীয় দলের অলউইন জর্জ ও মননদীপ সিংহ। গ্রেটার নয়ডার জেপি গ্রিনস-এ অনুশীলনের পর ভারতের নতুন ডাচ কোচ বললেন, “আমাদের ছেলেদের মধ্যে প্রচণ্ড লড়াই ছিল। সবাই সবাইকে টপকে এগিয়ে যেতে চেয়েছিল। এই ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে। আমার মনে হয়, ভারতীয় ফুটবলের জন্য এটা একটা ইতিবাচক দিক।” ভারতের এ বারের নেহরু কাপের অভিযান শুরু হচ্ছে ২২ অগস্ট। দিল্লির নেহরু স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিরিয়া। যাদের হারিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

লর্ডসে চাপে ইংল্যান্ড
এক দিকে হাসিম আমলা। অন্য দিকে ভার্নন ফিলান্ডার। দক্ষিণ আফ্রিকার এই দুই জোড়া ফলার সামনে পড়ে লর্ডস টেস্টে দিশেহারা ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আমলার ১২১ রানের সুবাদে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে আজ দক্ষিণ আফ্রিকা আউট হয়ে যায় ৩৫১ রানে। জয়ের জন্য ৩৪৬ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১৬ রানে দু’উইকেট। দুই ওপেনার স্ট্রস এবং কুককে ফিরিয়ে দিয়েছেন ফিলান্ডার। এর আগে দিনটা ছিল আমলার। আগের দিন অপরাজিত ৫৭ রানের স্কোর থেকে খেলা শুরু করে এ দিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন আমলা। লাঞ্চের আগে একটাও বাউন্ডারি মারেননি তিনি। আগ্রাসী না হলেও জমাট ছিলেন। ইংল্যান্ডের সেরা বোলার স্টিভন ফিন (৪-৭৯) যদিও আমলাকে আউট করেন, কিন্তু তত ক্ষণে তিনি দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন। এর পর ইংল্যান্ডকে নতুন বলে ধাক্কা দেন ফিলান্ডার। সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১-০।

হরভজনের সাত উইকেট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তিনি নেই। কিন্তু কাউন্টিতে বল হাতে দুর্ধর্ষ ফমে হরভজন সিংহ। কেন্টের বিরুদ্ধে গত ম্যাচে চার উইকেটের পর, এসেক্সের হয়ে গ্ল্যামারগনের বিরুদ্ধে একাই সাত উইকেট তুলেন সর্দার! দু’ম্যাচ মিলিয়ে ১১ উইকেট, যার মানে হচ্ছে বল হাতে দুরন্ত ফর্মে হরভজন। তবে টেস্ট দলে না থাকলেও সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে আছেন হরভজন। এবং মনে করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে টিমে ডাক পাওয়াটা তাঁকে অনেকটাই তাতিয়ে দিয়েছে।

মহেশ-বোপান্না ফাইনালে
ডেভিস কাপের দলে জায়গা হয়নি তো কী, ব্যক্তিগত পারফরম্যান্সে যে ভাটা পড়েনি সেটা বুঝিয়ে দিলেন মহেশ-বোপান্না জুটি। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক সিনসিনাটি ওপেনে ডাবলসের ফাইনালে উঠলেন মহেশ ভূপতি ও রোহন বোপান্না। শেষ চারে ভারতীয় জুটি ৬-৪, ৬-৩ হারাল ক্রোট-ব্রাজিলীয় জুটি ইভান ডোডিগ এবং মার্সেলো মেলোকে। ফাইনালে তাঁদের লড়াই সুইডেনের রবার্ট লিন্ডস্টেড এবং রোমানিয়ার হোরিয়া টেকাউ-এর সঙ্গে। যাঁরা সেমিফাইনালে অঘটন ঘটিয়েছেন ব্রায়ান ভাইদের হারিয়ে। এই টুর্নামেন্টে লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডেই।

মানিক স্মৃতি রাজ্য ফুটবল
জাগরণী সঙ্ঘ আয়োজিত ২৮ তম মানিক স্মৃতি রাজ্য ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে নদিয়ার কল্যাণী একাদশকে ৪-৩ গোলে হারাল জৌগ্রাম কোচিং সেন্টার। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। পরের ম্যাচে হুগলির রিষড়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারায় উত্তর ২৪ পরগনার রাজারহাট-নিউটাউন ক্লাবকে। গোল দু’টি করেন মহম্মদ ওয়াসিম ও সৌভাগ্য মাজি। জয়ী দু’টি দল সেমিফাইনালে উঠেছে। সেমি ফাইনাল হবে ২৫ ও ২৬ অগস্ট। ফাইনাল ২ সেপ্টেম্বর। অন্য দিকে, বর্ধমানের স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশন লিগে কালীতলা অ্যাথলেটিক ক্লাব ২-০ গোলে হারায় দিলীপ স্মৃতি সঙ্ঘকে। গোল দু’টি করেন সুখরাম মাণ্ডি। এই লিগেই পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ও বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র হয়। নেতাজির হয়ে গোল করেন মহেশ প্রসাদ ও বিবেকানন্দের হয়ে গোল করেন রনজিৎ হেমব্রম।

সেরা নদিয়ার দল
রাজ্য স্কুল ক্রীড়া সংসদের উদ্যোগে ৫৮ তম রাজ্য অনুর্ধ্ব ১৭ স্কুলভিত্তিক ফুটবলে চ্যাম্পিয়ন হল নদিয়া জেলা স্কুল দল। রবিবার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর নন্দকিশোর হাইস্কুল মাঠে নদিয়া জেলা স্কুল দল ট্রাইবেকারে ৫-৪ গোলে মধ্য কলকাতা জেলা স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার প্রতিযোগিতা শুরু হয়েছিল। রাজ্যের ৮ টি দল অংশগ্রহণ করে। বিজয়ী ও রানার্স দলের সদস্যদের হাতে ট্রফি, স্মারক ও শংসাপত্র তুলে দেন রাজ্যের কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী।

বিয়ে করলেন ভরত
বিয়ে করে ফেললেন ভারতীয় হকি দলের অধিনায়ক ভরত ছেত্রী। রবিবার চণ্ডীগড়ের মেয়ে গীতার সঙ্গে একটি ছোটখাটো অনুষ্ঠান করে বিবাহ-পর্ব সেরে ফেললেন ভরত। অলিম্পিকে ভারতীয় হকি দলের বিপর্যয়ের কথা মাথায় রেখেই অনুষ্ঠানে জাঁকজমকের দিকে যাননি ভরত। আত্মীয়রা ছাড়া ভারতীয় হকি দলের কয়েক জন সদস্যকে শুধু অনুষ্ঠানে দেখা গিয়েছে।

ভলিবলে শাসকগোষ্ঠীরই জয়
রাজ্য ভলিবলের কর্মসমিতির নির্বাচনে পালাবদল হল না। শাসকগোষ্ঠীর প্যানেলই বিপুল ভোটে জিতল। ২২ বছর পর নির্বাচন হলেও সচিব পদে থেকে গেলেন সেই পল্টু রায়চৌধুরীই। তিনি ৪১-১৮ ভোটে হারালেন প্রকাশ রায়কে। কোষধ্যক্ষ পদে নরেন্দ্রনাথ ঘোষ জিতলেন বিপুল ভোটে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.