টুকরো খবর
বাবা খুনে ধৃত জেল হেফাজতে
মদ্যপ অবস্থায় বাবাকে মারধর করে ‘খুনে’র অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলে গ্রেফতারও করে পুলিশ। রবিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ হয়। ঘটনাটি ডেবরার শ্রীরামপুরের। ধৃতের নাম মঙ্গল বাস্কে। মঙ্গল রাতে মদ খেয়ে বাড়িতে এসে বাবা-হ পরিবারের অন্যদের মারধর করতেন বলে অভিযোগ। প্রায়ই অশান্তি হত। বাবা শুকদেব বাস্কে বড় ছেলে মঙ্গলের কাছেই থাকতেন। ছোট ছেলে সম্রাট অন্যত্র থাকেন। বৃহস্পতিবার রাতেও মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করেন মঙ্গল। পরিবারের লোকজনের সঙ্গে বচসা শুরু হয়। মঙ্গল বাবাকেও মারধর করেন। গভীর রাতে ওই বৃদ্ধের মৃত্যু হয়। শুক্রবার ঘটনার কথা জানাজানি হতে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তখনও ঘটনার খবর পুলিশ জানতে পারেনি। গভীর রাতে পুলিশের কাছে খবর আসে। শনিবার সকালে গ্রামে গিয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছোট ছেলে সম্রাট দাদার বিরুদ্ধে বাবাকে মারধর করে ‘খুন’ করার অভিযোগ জানান। তারপরই মঙ্গলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। শহরে পথসভানিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর‘অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার’ শহরের বিভিন্ন এলাকায় পথসভা করল রবিবার। ২৪ অগস্ট সংগঠনের জেলা সম্মেলন। তারই প্রচারে তাম্রলিপ্ত স্পিনিং মিল, মেদিনীপুর স্টেশন ও কেরানিতলায় পথসভা হয়। বিভিন্ন কারখানায় শ্রমিক-শোষণের অভিযোগ করেন বক্তারা। তাঁদের মতে, ৮ ঘন্টার পরিবর্তে ১০-১২ ঘন্টা কাজ করানো হচ্ছে, সরকার নির্ধারিত মজুরিও মিলছে না, প্রতিনিয়ত কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এক শ্রেণির ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন, তারই প্রতিবাদে সম্মেলনে আন্দোলন সংগঠিত করার রূপরেখাও তৈরি করা হবে বলে সংগঠনের নেতারা জানিয়েছেন।

ট্রেনের ধাক্কায় মৃত বেলদায়
অদূরে দাঁড়িয়েই স্বামীকে ট্রেনে কাটা পড়তে দেখলেন স্ত্রী। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে বেলদা থানার কেশিয়াড়ি মোড় লেভেল ক্রসিংয়ে। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। বেলদার কেশিয়াড়ি মোড়ে একটি লেভেল ক্রসিং রয়েছে। প্রহরী মোতায়েন থাকে। এ দিন সকালে স্ত্রী ময়নাদেবীকে সাইকেলে চাপিয়ে ঠাকুরচকের দিকে আসছিলেন নিশিকান্ত আড়ি (৪২) নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি কেশিয়াড়ি থানার হাজিপুরে। নিশিকান্ত যখন লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছন তখন গেট বন্ধ ছিল। আপ-লাইনে আসার কথা একটি মালগাড়ির। ডাউন লাইনে আসার কথা জগন্নাথ এক্সপ্রেসের। স্ত্রীকে নামিয়ে গেটের নীচ দিয়ে ঢুকে সাইকেল নিয়ে লাইন পেরোতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই জগন্নাথ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই ব্যক্তি যখন ডাউন লাইন পেরোচ্ছিলেন, তখন আপ-লাইনে মালগাড়ি আসছিল। ফলে কী করবেন, ভেবে উঠতে পারছিলেন না।

জেলে নতুন জামা
আজ, সোমবার ইদ। খুশির উৎসব। তার আগে রবিবার জেল-বন্দি মুসলিম সম্প্রদায়ের লোকজনকে নতুন পোশাক দিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। ৬ জন মহিলা-সহ ৫২ জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এ দিন দুপুরে বিধায়কের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আসে। ছিলেন শহর তৃণমূল সভাপতি সুকুমার পড়্যা, কাউন্সিলর মৃণাল চৌধুরী প্রমুখ। শুরুতে জেল সুপার খগেন্দ্রনাথ বীরের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতৃত্ব। তারপরই বন্দিদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সঙ্গে মিষ্টির প্যাকেটও দেওয়া হয়। পাশাপাশি, জেল চত্বর ঘুরে দেখেন বিধায়ক। রিক্রিয়েশন হলে বসে কয়েকজন বন্দিদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যা- অভিযোগের কথা জানান বন্দিরাও। এঁদের একাংশ ‘আইনি সাহায্য’ চেয়েও আবেদন করেন। পরে বিধায়ক বলেন, “ইদের শুভেচ্ছা জানাতেই জেলে এসেছিলাম। আমরা চাই, সকলে ভাল থাকুন।”

নদীতে বালিকার দেহ
কাঁসাই নদী থেকে এক চার বছরের এক মেয়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম লক্ষ্মী মুর্মু। গত শুক্রবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। পুলিশ সূত্রে খবর, ওই বালিকার বাড়ি গোপালিতে। তবে সে গাইঘাটায় মামাবাড়িতে থাকত। স্নান করতে গিয়ে চার বছরের ওই মেয়ে নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পেয়েছিল পুলিশ। আশপাশের এলাকায় তার খোঁজ শুরু হয়েছিল। রবিবার সকালে নদীতে মৃতদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ।

নৃত্য কর্মশালা
রবিবার খড়্গপুরে তালবাগিচায় অভ্রদীপ ডান্স গ্রুপের পরিচালনায় হল নৃত্য কর্মশালা। তালবাগিচা হাইস্কুলে চতুর্থ বর্ষের এই কর্মশালায় ৪০ জন শিল্পী যোগ দেন। ছিলেন স্থানীয় কাউন্সিলর অপূর্ব ঘোষ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.