টুকরো খবর |
বিমান ছিনতাইয়ের ‘সতর্কবার্তা’ নিয়ে বিতর্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
‘অসমর্থিত’ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে সতর্কবার্তা জারি করার ব্যাপারে কড়া আপত্তি জানালেন অন্তত ছ’টি রাজ্যের প্রতিনিধিরা। স্বাধীনতা দিবসের আগে একটি বিমান ছিনতাই হতে পারে, এই মর্মে দিন কয়েক আগে কয়েকটি বিমানবন্দরে সতর্কবার্তা জারি করে কেন্দ্র। কিন্তু সেই খবরের ভিত্তি কী, সে সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য ছিল না। ওই রাজ্যগুলির বক্তব্য, এই ধরনের সতর্কবার্তা নিরাপত্তাকর্মীদের উপরে অকারণ চাপ তৈরি করে। তা ছাড়া, সাধারণ মানুষেরও হেনস্থার কারণ হয়। সম্প্রতি এক বৈঠকে এ কথা জানিয়েছে ওই রাজ্যগুলি। ১৫ অগস্টের আগে উত্তর-পূর্বের একটি রাজ্যের পুলিশ এক সতর্কবার্তা জারি করে বলে, ইয়েমেনের এক নাগরিকের নেতৃত্বে পাক জঙ্গি সংগঠন লস্কর ই তইবার দশ সদস্য ভারতের একটি বিমান ছিনতাই করতে পারে। কেন্দ্রের কাছ থেকে এই খবর পাওয়া মাত্র জম্মু, শ্রীনগর, জয়পুর, হায়দরাবাদ, চণ্ডীগড়, আমদাবাদ এবং মুম্বইয়ের বিমানবন্দরগুলিতে ‘চূড়ান্ত সতর্কতা’ জারি করে বিমান মন্ত্রক। যে পুলিশকর্তা ওই সতর্কবার্তা জারি করেন তার কাছে এ ব্যাপারে আরও তথ্য চায় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু ওই পুলিশকর্তা ‘অনুসন্ধান চলছে’ বলে বিষয়টি এড়িয়ে যান। ছ’টি রাজ্যের প্রতিনিধিরা এই ধরনের ‘আধ সেদ্ধ’ গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে গুরুত্বপূর্ণ দিনে সতর্কবার্তা জারি করার সমালোচনা করেন বলে জানা গিয়েছে। রাজ্যগুলি হল, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়। তাদের বক্তব্য, এই সব দিনে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে সরকারের প্রচুর অর্থক্ষয়ও হয়। যে পুলিশকর্তা এই ঘটনার কেন্দ্রে, তিনি ‘সূত্রের খবর’ বলে ক্ষান্ত হয়েছেন। সূত্রটি কী তা জানাননি। |
গোপাল কাণ্ডাকে জেরা, তল্লাশি চলল অফিসেও
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গোপাল কাণ্ডার গ্রেফতারের পর আজ তাঁকে নিয়ে এমডিএলআর বিমান সংস্থার অফিসে হানা দিল দিল্লি পুলিশের বিশেষ বাহিনী। গত কাল কাণ্ডার সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এ দিন সকালে তাঁর আইনজীবীর উপস্থিতিতে কাণ্ডাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় গুড়গাঁওয়ে বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থার অফিসে। সেখান থেকে বেশ কয়েকটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, কম্পিউটারের তিনটি হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না। সেগুলির খোঁজ মিললে গীতিকা শর্মা আত্মহত্যায় নতুন কোনও সূত্র পাওয়া যেতে পারে বলে পুলিশের ধারণা। তবে গীতিকার আত্মহত্যার পর পুলিশের চোখ এড়িয়ে কাণ্ডা কোথায় লুকিয়ে ছিলেন সে সম্পর্কে পুলিশ এখনও অন্ধকারেই। এই মামলায় আর এক অভিযুক্ত অরুণা চাড্ডাকে সোমবার আদালতে হাজির করানোর কথা। কাণ্ডা ও অরুণা চাড্ডাকে যাতে মুখোমুখি বসিয়ে জেরা করা যায়, তাই আদালতে চাড্ডার আরও কিছু দিন পুলিশি হেফাজতের দাবি জানাবে পুলিশ। |
নদীতে পড়ল গাড়ি, মৃত ১, নিখোঁজ ১১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পাহাড়ি নদীতে পড়ে গেল সুমো। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১১ জন। অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে অসমের তেজপুর আসার পথে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সুমোটিতে চালক-সহ ১৩ জন ছিলেন। আজ ভোরে ভালুকপং-এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কামেং নদীতে পড়ে যায় সুমোটি। খরস্রোতা নদীতে থেকে সুমোটি উদ্ধার করা যায়নি। সুমোর সঙ্গেই খোঁজ মেলেনি ১১ জন যাত্রীর। স্থানীয় বাসিন্দা ও বিআরও কর্মীরা নদীর পাশের ঝোপ থেকে দুই যাত্রীকে জখম অবস্থায় উদ্ধার করেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়। গাড়ি ও বাকি যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। |
জঙ্গি হামলায় ব্যবসায়ী খুন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বাড়ি ফেরার পথে কাল রাতে গুমলায় উগ্রপন্থী জঙ্গিদের আক্রমণে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মণ্ডল মাহাত (৪৩)। গুলি করে হত্যা করার পর দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর মোটরসাইকেল এবং পকেটে থাকা মোবাইল, সমস্ত টাকাকড়িও লুঠ করে নিয়েছে। গুমলা জেলার পুলিশ সুপার যতীন নরওয়াল জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গুমলা থানার পাওলগাছা অঞ্চলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি জঙ্গি সংগঠনের নামে লেখা একটি পোস্টার। তাতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়েছে। |
মহিলা-অধিকর্তা নিয়ে আশাবাদী বীরাপ্পা মইলি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মহিলাদের যথেষ্ট প্রতিভা রয়েছে। তাই তাঁরা যে কোনও সংস্থার অধিকর্তার পদে বসতেই পারেন মন্তব্য করলেন কর্পোরেট বিষয়ক মন্ত্রী বীরাপ্পা মইলি। নতুন কোম্পানি বিল প্রসঙ্গে বলতে গিয়ে এই মত জানান মইলি। ওই বিল অনুযায়ী, বোর্ড স্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা বাড়াতে হবে। মইলির কথায়, “বিলের ওই ধারা নিয়ে কোনও সমস্যাই হবে না। মহিলাদের মধ্যে প্রতিভার অভাব নেই। সেটা কাজে লাগাতে হবে।” ২০১১-র কোম্পানি বিল অনুযায়ী, বিভিন্ন সংস্থায় অন্তত এক জন মহিলা অধিকর্তা নিয়োগ করা বাধ্যতামূলক করা হয়েছে। |
পলাতক ৫ কিশোর
নিজস্ব সংবাদদাতা • পটনা |
জুভেনাইল হোমের পাঁচিল টপকে পাঁচ কিশোর পালিয়ে গেল। পটনার এই ঘটনায় এদের তিন জন খুনের অভিযোগে ও দু’জন চুরির অভিযোগে আটক ছিল। পুলিশ জানায়, আজ মাথা গুনতির সময় ধরা পড়ে, এরা পালিয়েছে। |
যুবককে গুলি
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রাঁচি শহরের জয়প্রকাশ নগরে কাল রাতে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন এক যুবক। খুব কাছ থেকে আততায়ীরা তাঁর বুকে গুলি করেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মনোজ মিস্ত্রি (২৯)। |
দলিত ও দরিদ্র ছাত্রীদের উপরে অত্যাচার |
|
রবিবার উত্তমকুমার পালের তোলা ছবি। |
রৌরকেলার বাসন্তী নগরে একটি অনাথ আশ্রম নিয়ে নানা অভিযোগ শুনেছিল শিশু কল্যাণ কমিটি। আশ্রমের বাসিন্দা ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের উপরে কয়েক জন শিক্ষক যৌন নির্যাতন চালাতেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে আশ্রমে যান পানপশ মহকুমার সাব কালেক্টর এস মিশ্র, অতিরিক্ত পুলিশ সুপার এবং শিশু কল্যাণ কমিটির অন্যতম সদস্য ববিতা মহাপাত্র। দীপক বল-সহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওড়িশায় কয়েকটি আবাসিক বিদ্যালয়ে এবং অনাথ আশ্রমে দলিত ও দরিদ্র ছাত্রীদের উপরে অত্যাচারের ঘটনা আগেও ঘটেছে। এ ব্যাপারে কড়া ব্যবস্থা নিয়েছে নবীন পট্টনায়ক সরকার। |
ধরা দিল দুই জঙ্গি |
মণিপুরের দুই জঙ্গি বিএসএফের কাছে আত্মসমর্পণ করেছে। এদের একজন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের স্বঘোষিত সার্জেন্ট কর্পোরাল বউনাও সিমতে। অন্য জন পিপলস ইউনাইটেড লিবারেশন ফ্রন্টের (এম এ লস্কর গোষ্ঠী)-র ক্যাডার হাসান আলি। কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল মনোহরলাল বথাম কাল মণিপুরের কৈরেঙ্গি সফরে গেলে তারা তাঁর হাতে দুটি নাইন এম এম পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ তুলে দেয় বলে বিএসএফের এক সূত্র জানিয়েছেন। |
সম্প্রীতির লক্ষ্যে দৌড় |
রাজ্যে ঐক্য ও সম্প্রীতির ভাব ফিরিয়ে আনার লক্ষ্যে গুয়াহাটিতে ২১ কিলোমিটার ‘হাফ ম্যারাথন’ দৌড়ের আয়োজন করেছে আইআইটি গুয়াহাটির ছাত্ররা। ২৬ অগস্ট, এই দৌড়ের মাধ্যমেই বার্ষিক ‘টেকনিশ’ উৎসবের সূচনা হবে। আইআইটি জানায়, পেশাদার দৌড়বীরদের জন্য ২১ কিলোমিটার দৌড়ের পাশাপাশি আমজনতা ও ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে ৬ কিমি-র দৌড়। |
রজনীকান্তের পরামর্শ |
অসুস্থতার বিষয়ে বন্ধু শত্রুঘ্ন সিন্হাকে পরামর্শ দিলেন রজনীকান্ত। খুব শিগগিরই শত্রুঘ্নকে দেখতে এই দক্ষিণী সুপারস্টার মুম্বই আসতে পারেন বলেও জানা গিয়েছে। |
অসমে ফের ভূকম্প |
গুয়াহাটির সংবাদদাতা জানান, মৃদু প্রাবল্যের ভূমিকম্প অনুভূত হল অসমে। আজ বেলা ১টা ২৪ মিনিট নাগাদ কম্পনটি হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল তেজপুর। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৮। ঘটনার পরে ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি। গুয়াহাটি শহর ছাড়াও মধ্য এবং উজানি অসমের বিভিন্ন শহর ও গ্রামে ভূকম্পন অনুভূত হয়। |
ছাত্রাবাসে আগুন |
গুড়গাঁওয়ের এক ছাত্রাবাসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুন লাগায় আটকে পড়ে ৬ কোরীয়-সহ ১৪ ছাত্র। দমকল তাদের উদ্ধার করে। |
|