কুমোরটুলি পার্কে বসছে পঙ্কজ রায়ের আবক্ষ মূর্তি |
শিল্পী অসীম কুমার পালের তৈরি এই সেই পঙ্কজ রায়ের মূর্তি। |
কলকাতা পুরসভার উদ্যোগে ক্রিকেট কিংবদন্তি পঙ্কজ রায়ের মূর্তি বসছে শহরে। প্রয়াত ক্রিকেটারের বাড়ির সামনের কুমোরটুলি পার্কে আগামী শনিবার, ২৫ অগস্ট মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই প্রচেষ্টার পিছনে রয়েছেন মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। দেবাশিস বাবুর কথায়, “পঙ্কজ রায়ের মতো আইকনের প্রতি এটা শুধু আমাদের শ্রদ্ধা জানানোই নয়। আমরা বাংলার তরুণ প্রজন্মের কাছে পঙ্কজ রায়কে পৌঁছে দিতে চাই এই ভাবে।” মূর্তি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল বছরখানেক আগেই। আবক্ষ মূর্তি গড়ার দায়িত্ব দেওয়া হয় শিল্পী অসীম কুমার পালকে। দেবাশিসবাবু জানিয়েছেন, মূর্তির উদ্বোধনে উপস্থিত থাকার জন্য পঙ্কজ-পুত্র প্রণব রায় ছাড়াও আমন্ত্রণ জানানো হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গোটা বাংলা দলকে। প্রণব রায় এবং পঙ্কজবাবুর স্ত্রী অনুষ্ঠানে থাকবেন। মূর্তি উন্মোচন নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে। ব্যানারও পড়তে শুরু করেছে। দেবাশিসবাবু আরও বলেন, “আমরা সিএবি-র কাছে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছি। আশা করা যায় ক্রিকেটাররা সবাই আসবেন।” উদ্বোধনে উপস্থিত থাকবেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রও।
|
চার বছর আগেকার একটি ডাকাতির মামলায় আট জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত। পুলিশি সূত্রের খবর, ২০০৮ সালের ৯ এপ্রিল সশস্ত্র দুষ্কৃতীরা এন্টালির মুন্সিবাজার রোডের একটি গয়নার দোকানে লুঠপাট চালায়। তলোয়ারের হাতল দিয়ে আঘাত করা হয় দোকান-মালিক মনোজ প্রসাদকে। |