মহকুমা সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগের শনিবারের খেলায় বিজয়ী হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। এমএএমসি মাঠে তারা এএসপিএসএ ক্লাবকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের ইন্দ্রজিৎ বাউরি ও দশরথ কোড়া, এএসপি-র হয়ে গোল করেন মাধব বাস্কি। খেলাটি পরিচালনা করেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও শান্তি বাউরি। দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগের রবিবারের খেলায় বিজয়ী হল ভারতী ভলিবল ক্লাব। এমএএমসি মাঠে তারা দুর্গাপুর অগ্রণী সঙ্ঘকে ২-০ গোলে হারায়। বিজয়ী দলের হলে সজল দাস ও ছোটু কেউরা গোল করেন।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আদিবাসী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ধেনুয়া নেতাজি সঙ্ঘ। তারা আসানসোল স্টেডিয়ামে বড়থল আদিবাসী কৃষক সমিতিকে ২-০ গোলে হারায়। খেলাটির পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায়, অরুণ রায় এবং বিপুল বড়ুয়া।
|
গ্যামনব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত ও ক্ষিতিশ সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শনিবারের খেলায় বিজয়ী হল নবারুণ এসি। গ্যামনব্রিজ মাঠে তারা ১-০ গোলে অআকখ ক্লাবকে হারায়।
|
গ্যামনব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত সৈকত এবং শুভ্র স্মৃতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। গ্যামনব্রিজ মাঠে তারা ৩-০ গোলে গ্যামনব্রিজ ফ্রেন্ডস ক্লাবকে হারায়। ম্যাচের সেরা নির্বাচিত হন গ্যামনের অপু রায় ও উখড়ার বুবাই মুর্মু।
|
চিনাকুড়ি স্মৃতি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল ছোট ধেমো আদিবাসী ক্লাব। ক্লাবের মাঠে তারা এভিএস বেগুনবাড়িকে ১-০ গোলে হারায়। একমাত্র গোলটি করেন সুখদেব মুর্মু।
|
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় ওয়াকওভার পেল কাল্লা আপনজন। লাস্কার সামরেট মাঠে না আসায় এই সিদ্ধান্ত বলে আয়োজক সংস্থা জানিয়েছে।
|
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল জামগ্রাম ক্লাব সিসি। জামগ্রাম ফুটবল মাঠের খেলায় তারা গৌরবাজার খয়েরবনিকে ১-০ গোলে হারায়।
|
মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের রবিবারের প্রথম খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। আমরা ক’জন বয়েজ ক্লাব ও অআকখ সিসি। খেলার ফল ১-১। |