টুকরো খবর |
পরিত্যক্ত বাড়ি ভেঙে জখম রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
|
—নিজস্ব চিত্র। |
রানিগঞ্জে জমিদার পরিবারের পরিত্যক্ত বাড়িটির একাংশ ভেঙে পড়ে রবিবার ভোরে। ওই বাড়িতে তিনটি পরিবার বসবাস করত। হেলা মাজি নামে এক সদস্য জখম হন। ওই তিনটি পরিবারকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ দিন সকালে যুব তৃণমূল নেতা সদানন্দ গড়াইয়ের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা পুরপ্রধানকে ঘিরে পুরো বাড়িটি ভেঙে ফেলার দাবি জানাতে থাকেন। এতে পুরপ্রধানের সঙ্গে বচসা হয়। সদানন্দবাবুর অভিযোগ, “এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক। পুর কর্তৃপক্ষ বহু দিন আগে মালিককে বাড়িটি ভাঙার বিজ্ঞপ্তি পাঠালেও কোনও কাজ হয়নি। পুরসভাকে ওই তিনটি পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।” শেষ পর্যন্ত পুরপ্রধান পুলিশ প্রশাসন, জমিদার বাড়ির প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। পুরপ্রধান অনুপ মিত্র জানান, বাড়িটি ভেঙে ফেলার বিজ্ঞপ্তি অনেক দিন আগেই পাঠানো হয়েছে। মালিকরা সেই নির্দেশ মানেননি। এ দিন সবর্সম্মতিতে ভেঙে ফেলা হল। তবে অনুপবাবু এবং তৃণমূলের স্থানীয় বিধায়ক সোহরাব আলির দাবি, “যে তিনটি পরিবার এখানে বাস করত তাঁদের দায়িত্ব আমাদের নয়। জমিদার পরিবার চাইলে কিছু করতে পারেন।”
|
পাতালডাঙায় ফাটল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
১৫০০ বর্গমিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে জামুড়িয়া শ্রীপুর ৯ নম্বর পাতালডাঙায়। এর জেরে ঘরছাড়া ওই এলাকার শ’দুয়েক পরিবার। স্থানীয় বসিন্দাদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় ফাটল দেখা দেয়। ইসিএল কোনও উদ্যোগ করছে না। রবিবার এলাকা পরিদর্শন করেন জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ভাস্করবাবু দাবি করেন, সোমবার এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের দাবিতে ইসিএলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ভূগর্ভে কয়লা কেটে নিলেও ধস আটকাতে উপযুক্ত ব্যবস্থা নেয়নি ইসিএল কর্তৃপক্ষ। তবে ইসিএল কর্তৃপক্ষের দাবি, অবৈধ খননের রমরমার জন্যই এমন ঘটনা বারবার ঘটছে।
|
বাড়ির উঠোনে ফাটল বোমা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
|
—নিজস্ব চিত্র। |
একটি বাড়ির উঠোনে বোমা ফাটাল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে কাঁকসা থানার রেলপাড় এলাকার ঘটনা। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। গৃহকর্তা তথা তৃণমূল-সমর্থক বিজয় মণ্ডলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ বিকট শব্দ করে দুটি বোমা ফাটে বিজয়বাবুর বাড়ির উঠোনে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে বিজয়বাবুর পরিবারের সদস্যেরা। ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দুষ্কৃতীরা অবশ্য ততক্ষণে চম্পট দিয়েছেন। বিজয়বাবুর দাবি, তিনি নিজে তৃণমূল সমর্থক। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কাঁকসা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক বীরেশ্বর মণ্ডলের পাল্টা দাবি, “অভিযোগ ভিত্তিহীন। কাঁকসায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব মাঝে-মাঝেই প্রকাশ্যে আসছে। পুলিশ তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
|
ইঞ্জিনিয়ারকে ‘অপহরণ’
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নিখোঁজ কম্পিউটর ইঞ্জিনিয়ার কাঞ্চন গড়াইয়ের পরিবারের তরফে রবিবার আসানসোল দক্ষিণ থানায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ ইঞ্জিনিয়ারের স্ত্রী রিনা গড়াই এই অভিযোগ দায়ের করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, নিখোঁজ হয়ে যাওয়ার সময়ে ওই ইঞ্জিনিয়ারের কাছে কম্পিউটরের বহু মূল্যবান যন্ত্রাংশ ছিল। সেগুলি হাতিয়ে নেওয়ার উদ্দেশেই ওই ইঞ্জিনিয়রকে সম্ভবত অপহরণ করা হয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ইঞ্জিনিয়ারকে খুঁজে বার করতে সব রকমের চেষ্টা করবে তারা। উল্লেখ্য, ৭ অগস্ট সন্ধ্যায় নিখোঁজ হন ওই ইঞ্জিনিয়ার। পরিবারের তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানানো হয়, ওই দিন সন্ধ্যা ৬টা নাগাদ তিনি ডিউটি থেকে অফিসের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। আসানসোলের ভগৎ সিংহ মোড়ের কাছে তিনি গাড়ি থেকে নেমে যান। তার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। তাঁর সঙ্গে থাকা তিনটি মোবাইলও সে দিন থেকেই বন্ধ।
|
তিন পরিচালন সমিতি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
যমুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। স্কুল কর্তৃপক্ষ জানান, শনিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন দাখিল করেননি। রবিবার জামুড়িয়ার বিধানসভা কেন্দ্রের চাপুই খাস কোলিয়ারির এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে ৬টি আসনেই জয়লাভ করেন তৃণমূল জোট সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনে তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসি-র সঙ্গে উখড়া কোলিয়ারি মজদুর ইউনিয়নের তিনটি করে আসন সমঝোতা হয়েছিল। পৃথক ভাবে সিটু ৫টি এবং এইচএমএস ৬টি আসনে প্রার্থী দিয়েছিলেন। ১৭ অগস্ট নিউ কেন্দা কোলিয়ারির এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির পরিচালন সমিতি গঠন করল তৃণমূল সমর্থিত কেকেএসসি জোট। এই পরিচালন সমিতির নির্বাচনে কেকেএসসি ৭, আইএনটিইউসি ১ এবং উখড়া কোলিয়ারি মজদুর ইউনিয়ন ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। তৃণমূলের প্রদেশ কমিটির সদস্য প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং ওই দলের রানিগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডলদের দাবি, “এক বছর আগে পর্যন্তও ওই সমস্ত কেন্দ্রের নির্বাচনে আমরা কার্যত ধারেকাছে ঘেঁষতে পারতাম না।”
|
মহকুমা করার দাবি রানিগঞ্জকে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জকে আলাদা মহকুমা করার দাবি তুললেন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী ও তৃণমূল বিধায়ক সোহরাব আলি। রানিগঞ্জ বণিক সংগঠনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় তাদের ভবনে আয়োজিত একটি সভাতেই এই দাবি তোলেন তাঁরা। সাংসদ জানান, ১৯০৬ পর্যন্ত ৬০ বছর রানিগঞ্জ মহকুমা ছিল। এখনও মহকুমা হওয়ার মতো সমস্ত পরিকাঠামো এই শহরের রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর আরও দাবি, রাজ্যে সব রকম কর আদায়ে আসানসোল দ্বিতীয়। তাই এই শহরেরই নতুন জেলার সদর হওয়া উচিত। স্থানীয় তৃণমূল বিধায়ক সোহরাব আলি জানান, রানিগঞ্জ রাজ্যের প্রাচীন শহরগুলির একটি ও দক্ষিণবঙ্গের অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কাছে রানিগঞ্জকে মহকুমা করার জন্য দরবার করবেন বলে জানান তিনি।
|
আর্থিক প্রতারণার নালিশ হিরাপুরে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আর্থিক প্রতারণার অভিযোগ তুলে রবিবার সকালে হিরাপুর থানার নবঘন্টি এলাকায় এক ব্যক্তির বাড়িতে চড়াও হলেন এলাকার বেশ কিছু বাসিন্দা। কয়েক ঘন্টা ধরে ওই ব্যক্তির বাড়িতে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষুব্ধদের অভিযোগ, ওই ব্যক্তি এক জন ডাকঘরের এজেন্ট। একাধিক বেসরকারি লগ্নি সংস্থাতেও এজেন্টের কাজ করেন তিনি। অভিযোগ, আমানতকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা নির্দিষ্ট জায়গায় জমা না করে নিজে আত্মসাৎ করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হিরাপুর পুলিশ। ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের হলেই পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
|
‘নিষ্ক্রিয়’ পুলিশ, বিক্ষোভ থানায়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে রবিবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখান ধাদকার বাসিন্দারা। শনিবার রাতে ওই এলাকার রেল আবাসন কলোনিতে এক আরপিএফ কর্মীর আবাসনে চুরি হয়। ওই আরপিএফ কর্মী নবীন থাপা পুলিশের কাছে অভিযোগে জানান, ঘরের জানালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে ও লুঠপাট চালিয়ে চম্পট দেয়। এই এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই হচ্ছে বলে পুলিশকে জানিয়েছেন বাসিন্দারা। কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। প্রতিকারের দাবিতে রবিবার সন্ধ্যায় তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
|
রেলপাড় পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল রেলপাড় এলাকার জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্যের আইনমন্ত্রী তথা এলাকার বিধায়ক মলয় ঘটক। শনিবার সন্ধ্যায় ওই এলাকায় গিয়ে কয়েক ঘণ্টা ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দেন। ঈদের উৎসব পালনে যাতে কোনও সমস্যা না হয় তা দেখার জন্য তিনি মহকুমাপ্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মলয়বাবু জানান, রাজ্য সরকারের ত্রাণ দফতর এ ব্যপারে ইতিবাচক উদ্যোগ নিয়েছে। আসানসোল পুরসভার উদ্যোগে ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।
|
দুষ্কৃতী দৌরাত্ম্য, ক্ষোভ কাঁকসায়
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
এলাকায় দুষ্কৃতীদের রমরমার বাড়ছে, এই অভিযোগ তুলে রবিবার কাঁকসা থানায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার রেলপাড়, সারদাপল্লি, ট্যাঙ্কিতলা এলাকায় দুষ্কৃতীদের রমরামা বাড়ছে। বাড়ছে তোলাবাজিও। বাসিন্দাদের পক্ষে সমীর বিশ্বাস অভিযোগ করেন, “রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ার পর দুষ্কৃতীরা শিবির বদলে ফের উপদ্রব শুরু করেছে।” দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
এলাকায় বাড়ছে দুষ্কর্ম, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
এলাকায় দুষ্কৃতীদের রমরমার বাড়ছে, এই অভিযোগ তুলে রবিবার কাঁকসা থানায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকার রেলপাড়, সারদাপল্লি, ট্যাঙ্কিতলা এলাকায় দুষ্কৃতীদের রমরমা বাড়ছে। বাসিন্দাদের পক্ষে সমীর বিশ্বাস অভিযোগ করেন, “রাজ্যে রাজনৈতিক পালাবদল হওয়ার পর দুষ্কৃতীরা শিবির বদলে ফের উপদ্রব শুরু করেছে।” দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
‘সৎ ভাবনা’ দিবস
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
মাড়ো সবুজ সঙ্ঘ এবং নেহেরু যুব কেন্দ্র, দুর্গাপুর শাখার যৌথ উদ্যোগে শুক্রবার জাতীয় সৎ ভাবনা দিবস পালন করা হল বিকেলে বুদবুদ থানার মাড়ো গ্রামে। সামাজিক সম্প্রীতি রক্ষায় ‘সৎ ভাবনা’-র গুরুত্ব এবং প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জীবনী ও কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়। ছিলেন নেহেরু যুব কেন্দ্রের দুর্গাপুর শাখার সংযোজক রাজীব মজুমদার, মাড়ো সবুজ সঙ্ঘের সভাপতি শম্ভু রুইদাস প্রমুখ।
|
ক্যুইজ প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
একটি সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্প্রতি সারাদিন ব্যাপী ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হল বুদবুদের মানকরে। মানকর হাইস্কুলের বিদ্যাসাগর ভবনে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়ক সুনীল মণ্ডল। |
|