সেনাবাহিনীর অনুমোদনের অপেক্ষায় আটকে থাকা বিভিন্ন প্রকল্পে সবুজ সঙ্কেত দেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠকে এই ইঙ্গিত দেন তিনি। বৈঠক থেকে বেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ হয়েছে। যে সব প্রকল্পের কথা তাঁকে বলা হয়েছে, সেগুলি যাতে সবুজ সঙ্কেত পায়, তার জন্য তিনি দিল্লি ফিরে গিয়েই ব্যবস্থা নেবেন। পরে মুখ্যমন্ত্রী জানান, সেনাবাহিনীর অনুমোদন না-পাওয়ায় রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ আটকে রয়েছে। এই সব বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, আটকে থাকা প্রকল্পগুলির মধ্যে রয়েছে গঙ্গার তীরে সৌন্দর্যায়ন প্রকল্প, উত্তরবঙ্গে বালাসন নদীর জল দার্জিলিঙে সরবরাহের প্রকল্প এবং মেট্রো রেলের জোকা থেকে বিবাদী বাগ রুটে ফোর্ট উইলিয়মের কাছে জমি পাওয়ার সমস্যা। আগামী বুধবার দিল্লিতে ইউপিএ-র সমন্বয় কমিটির বৈঠক। সেখানে মমতা যাতে যোগ দেন, তা নিশ্চিত করতেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর দূত হিসেবে কলকাতায় এসেছিলেন অ্যান্টনি। দু’দিন আগে ইউপিএ-র আর এক শরিক এনসিপি-র প্রফুল্ল পটেলও মমতার সঙ্গে দেখা করে যান।
|
ধর্মঘট স্থগিত রাখলেন ট্রাক মালিকেরা। শনিবার পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। ২১ অগস্ট থেকে ওই ধর্মঘট হওয়ার কথা ছিল। এ দিন মহাকরণে মালিক সংগঠনের তরফে জানানো হয়, সরকারের অনুরোধে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। |