টুকরো খবর |
বাবা ‘খুন’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মদ্যপ অবস্থায় বাবাকে মারধর করে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরার শ্রীরামপুরের ঘটনা। নিহতের নাম শুকদেব বাস্কে (৭০)। ছেলে মঙ্গল বাস্কেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুকদেববাবু বড় ছেলে মঙ্গলের কাছে থাকতেন। ছোট ছেলে সম্রাট অন্যত্র থাকেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি শুরু করেন মঙ্গল। বাবাকেও মারধর করেন। গভীর রাতে মারা যান ওই বৃদ্ধ। শনিবার সকালে ওই গ্রামে গিয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ দিনই ছোট ছেলে সম্রাট পুলিশের কাছে মঙ্গলের বিরুদ্ধে বাবাকে মারধর করে খুনের অভিযোগ দায়ের করেন। |
মেদিনীপুরে অস্ত্র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জঙ্গলে তল্লাশি চালিয়ে ফের অস্ত্রশস্ত্র উদ্ধার করল যৌথ বাহিনী। শনিবার বিকেলে মেদিনীপুর কোতোয়ালি থানার মালবাঁধির কানুনদিহির জঙ্গলে তল্লাশি চালানো হয়। মাটি খুঁড়ে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র-সহ সরঞ্জাম। পুলিশ জানিয়েছে, পাঁচটি চ্যালেঞ্জার মাইন, চারটি ডিটোরেটর, একটি প্রিন্টার মেশিন, একটি ছোটো ফটোকপিয়িং মেশিন ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে। এক সময়ে কিষেণজি-সহ বেশ কয়েকজন মাওবাদী নেতার এখানে যাতায়াত ছিল বলে পুলিশ সূত্রে খবর। |
ছাত্রাবাসে মারধর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্রাবাসে অষ্টম শ্রেণির এক ছাত্রের হাত ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল নবম শ্রেণির কিছু ছাত্রের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি হাইস্কুলের তফসিলি ছাত্রাবাসে বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। শনিবার ছাত্রটিকে শালবনি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পুলিশের কাছেও নবম শ্রেণির ওই ছাত্রগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্কুলের টিচার-ইনচার্জ প্রকাশ মাহাতো বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছাত্রদের ছাত্রাবাসে রাখা যাবে কি না, শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” |
|