গোসাবায় বাঘ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বাঘের আতঙ্ক ছড়িয়েছে গোসাবার জেমসপুর গ্রামে। উল্টো দিকে সুন্দরবনের পিরখালি-১ জঙ্গল। শুক্রবার রাতে একটি বাঘ পিচখালি নদী সাঁতরে জেমসপুরে হানা দেয়। বন দফতর জানায়, তিন গ্রামবাসীর গোয়ালে ঢুকে ৫টি ছাগল মারে বাঘটি। গ্রামবাসীরা বন দফতরকে খবর দেন। রাতেই তাঁরা আসেন। তত ক্ষণে গ্রামবাসীরা পটকা ফাটাচ্ছেন। বাঘ অবশ্য ধরা পড়েনি। শনিবার ভোরে পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, বাঘটি নদী সাঁতরে গ্রামে ফিরে গিয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর সুব্রত মুখোপাধ্যায় বলেন, “মনে হচ্ছে, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।” |
নেপালে গিয়ে গুলিতে ক্ষতবিক্ষত হয় দাঁতালটি। শনিবার নকশালবাড়ির মেরিভিউ চা বাগান এলাকায় তাকে ঘুমপাড়ানি গুলিতে অচেতন করে চিকিৎসা শুরু হয়। অস্ত্রোপচারও করা হয়। অ্যান্টিবায়োটিক, ৫০ বোতল স্যালাইন দেওয়া হয় তাকে চিকিৎসার ত্রুটি হয়নি। তবে এত কিছুর পরেও সে যে ফের উঠে দাঁড়াবে এমন ভরসা দিতে পারছেন না চিকিৎসকেরা। ক্রমেই অসাড় হয়ে যাচ্ছে সে। রাত পর্যন্ত একাধিক বার ক্রেন দিয়ে টেনেও তাকে দাঁড় করানো যায়নি। |