টুকরো খবর
অসম-নাগাল্যান্ড জমি জটে শুরু হল আর্থিক অবরোধ
রাজ্যের জমি দখল করার অভিযোগে নাগাল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করল অসমের পাঁচটি সংগঠন। ঘটনার শুরু বৃহস্পতিবার সকালে। নাগাল্যান্ডের সীমা লাগোয়া গোলাঘাটের মেরাপানি গৌরবস্তিতে জমিতে চাষ করতে যাওয়া অসমীয়দের কাছ থেকে কর দাবি করে নাগাল্যান্ড গ্রামপরিষদ। এই নিয়ে দু’পক্ষে বিবাদ শুরু হয়। পরে নাগা পুলিশ এসে অসমীয়দের তাড়িয়ে দেয় বলে অভিযোগ। উত্তেজনা কমাতে এলাকায় আধা-সেনা মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে আজ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও আরও চারটি সংগঠন মিলিত ভাবে গোলাঘাট-ওখা রোড অবরোধ শুরু করেছে। কেবল জাতীয় সড়ক বা মেরাপানি বাজারের রাস্তাই নয়, আশপাশের দয়ালপুর, ভেলুগুড়ি, নাগেরিবিল, কোলাজানের পথও বন্ধ করে দেওয়া হয়েছে। এ দিকে, নাগাল্যান্ড প্রশাসনের তরফে আজ দাবি করা হয়েছে, গৌরবস্তির বাসিন্দারা যে জমিতে চাষ করছে তা বংশানুক্রমে নাগাদের সম্পত্তি। ওখার জেলাশাসক ভ্যাসান জানান, মিকিরাং এলাকা নিয়ে কোনও বিতর্ক নেই। তা পুরোপুরি নাগা গ্রামপরিষদের অধীনে। গৌর বস্তির কয়েকজন কৃষকের সঙ্গে পরিষদের চুক্তি রয়েছে। ওই জমিতে চাষ করতে এলে কর দিতেই হবে।

ঝাড়খণ্ডে মিলল চার যুবকের থেঁতলানো দেহ
মাওবাদী প্রভাবিত ঝাড়খণ্ডের খুঁটি জেলার খটঙ্গার পাহাড়ি জঙ্গল থেকে কাল হাত-পা বাঁধা অবস্থায় চার তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারী পাথর দিয়ে চার জনের মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন স্কুল ছাত্র। এ ছাড়াও নিহতদের মধ্যে রয়েছে দুই ভাই এবং পাথর কাটার এক শ্রমিক। খুঁটি জেলার পুলিশ সুপার এম তামিলাভানন জানিয়েছেন, নিহতদের মধ্যে এক জনের দেহ কাল রাতে শনাক্ত করা হয়েছিল। আজ দুপুরে বাকি তিন জনের দেহ শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন: মনসুখ নায়েক (২০), নবম শ্রেণির ছাত্র মাঙ্গুর মুন্ডা (১৮), হরি লোহার (১৯) ও অমর লোহার (১৭)। সকলেই খটঙ্গার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, খটঙ্গার পাহাড়ি জঙ্গল অনেক দিন ধরেই জঙ্গিদের ঘাঁটি। এখানে একাধিক জঙ্গি সংগঠন সক্রিয়। কিন্তু প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই নৃশংস হত্যার পিছনে জঙ্গিদের হাত থাকার সম্ভবনা খারিজ করে দিয়েছে খুঁটির পুলিশ। তামিলাভানন বলেন, “পাথর দিয়ে থেঁতলে হত্যা করার অভিযোগ জঙ্গিদের বিরুদ্ধে কোনও দিনই শোনা যায়নি।”

বান্ধবী ও তার মাকে খুন করে আত্মঘাতী যুবক
বন্ধ ঘরে মিলল মা-মেয়ের গলা কাটা দেহ। সেই ঘরেই ঝুলছিল এক যুবকের দেহও। পুলিশের দাবি, প্রেমঘটিত বিবাদের জেরে মা ও মেয়েকে হত্যা করে ওই যুবক আত্মঘাতী হয়। ঘটনাটি ঘটেছে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতে। পুলিশ জানায়, আজ সকালে ৮ নম্বর ওয়ার্ডের একটি ঘর থেকে পুষ্পলতা শর্মা (৫০) ও তাঁর মেয়ে রিংকুমণির (২৭) গলা কাটা দেহ মেলে। ওই ঘরেই গলায় দড়ি দিয়ে ঝুলছিল দীপুমণি বর্মণ নামে এক যুবক। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডেকাগাঁওয়ের দীপুমণি রিংকুমণিকে পছন্দ করত। কিন্তু রিংকুমণি বা তার পরিবারের পক্ষে সাড়া মেলেনি। পড়শিরা জানান, সকালে দীপুমণি একটি গাড়িতে করে রিংকুমণিদের বাড়িতে আসে। রিংকুমণির বাবা চা-বাগানের কর্মী। তিনি বাড়িতে ছিলেন না। রিংকুমণি ও তাঁর মায়ের সঙ্গে দীপুমণির ঝগড়া হয়। পরে পড়শিরা ঘর থেকে রক্ত বের হতে দেখে পুলিশে খবর দেয়। দেহ তিনটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। গাড়িটি থেকে দু’টি হেলমেটও মিলেছে। ঘটনায় অন্য কোনও ব্যক্তির হাত রয়েছে কী না জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

হ্যালে আগুন, আহত ৬ কর্মী
বিধ্বংসী আগুনে পুড়ে গেল কোরাপুটের সুনাবেদায় হিন্দুস্থান এরোনটিকস (হ্যাল)-এর কারখানার একটি অংশ। গুরুতর জখম অবস্থায় ছ’জনকে হ্যালের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁদের বিশাখাপত্তনমের হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল বাহিনীর তৎপরতায় আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। গত কাল কটকের এক হাসপাতালেও আগুন লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আইসিইউ-এ ভর্তি চার রোগী। এসি থেকে ধোঁয়া বেরোতে দেখে তাঁদের দ্রুত বের করে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, “মারাত্মক কিছু একটা ঘটতে যাচ্ছিল। কোনও মতে এড়ানো গেল।” গোটা ঘটনায় বিদ্যুৎ বিভাগকেই দুষেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, আইসিইউ-এর এসি মেশিন অনেক আগেই খারাপ হয়েছে। বারবার অভিযোগ করা হয়েছে। কিন্তু, বিদ্যুৎ বিভাগের তরফে এ বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।

পুরীতে ডুবে মৃত্যু
পুরীর সমুদ্রে ডুবে মৃত্যু হল কলকাতার এক তরুণের। পুলিশ সূত্রে খবর, তাঁর নাম অভিজিৎ হালদার (২০)। বাড়ি বেহালার জ্যোতিষ রায় রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগে পরিবারের সঙ্গে পুরী বেড়াতে যান অভিজিৎ। শুক্রবার দুপুরে তিনি সমুদ্রে স্নান করতে নামেন। তখনই স্রোতে তলিয়ে যান। শনিবার ভোরে তাঁর দেহ উদ্ধার হয়।

ব্যবসায়ীর উপর হামলা জামশেদপুরে
জামশেদপুরের সুন্দরনগরে একটি ওষুধের দোকানে ঢুকে আচমকা গুলি চালায় এক যুবক। গুলিতে জখম হন দোকানদার। আশপাশের লোকজন আসার আগেই মোটরসাইকেলে চেপে ওই যুবক পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আহত দোকানদারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিরাঙায় জাতীয় সড়ক অবরোধ
ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকা থেকে উৎখাত হওয়ায় আশঙ্কায় আজ কাজিরাঙার অরণ্যবাসী মানুষ জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। আদিবাসী ছাত্র সংগঠন আটসা-র নেতৃত্বে এই অবরোধ হয়।

জঙ্গি হামলায় হত বিরুদ্ধ গোষ্ঠীর জঙ্গি
খাপলাং জঙ্গিদের গুলিতে মারা গেল এক আইএম জঙ্গি ও জেলিয়াংগ্রং ছাত্র সংগঠনের জেলা সাধারণ সম্পাদক। স্বেচ্ছাসেবক জোগাড় করতে মণিপুরের তামেংলং জেলায় এসেছিল এনএসসিএন (আইএম) জঙ্গি জেনাও গোলমেই ও ছাত্র নেতা চুংথুইগাই কামেই।

পতাকার ‘অপমান’
জাতীয় পতাকার অপমানের অভিযোগে মুম্বইয়ের অভিনেত্রী ও মডেলকে গ্রেফতার করল পুণে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বন্দনা রবীন্দ্র বশিষ্ট।

স্মৃতিচারণ
স্কুল-কলেজে যেতে মাইলের পর মাইল হাঁটতে হত। পড়তেন লন্ঠনের আলোয়। ছোটবেলায় গ্রামে ছিল না বিদ্যুৎ ডাক্তারখানাও। বম্বে আইআইটিতে মন্তব্য প্রধানমন্ত্রীর।

কৃষকদের প্রতিবাদ
দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে শনিবার বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। এক্সপ্রসওয়েটি ব্যবহারের জন্য পথ-কর ধার্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা।

বদলা নিতে
বাবার সঙ্গে ঝগড়া ছিল। বদলা নিতে বেঙ্গালুরুতে ১১ বছরের একটি মেয়েকে পুড়িয়ে মারল ৯ জন। তাদের ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শিশুশ্রমিক আহত
চায়ের দোকানে আগুন লেগে গুরুতর আহত হল চার শিশুশ্রমিক। হাত, বুক ও মুখে ক্ষত নিয়ে তারা চিকিৎসাধীন। দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ধর্ষণ শিশুকে
আট মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম লাল বাহাদুর। শিশুটির মায়ের অভিযোগ, গত ১২ অগস্ট এই ঘটনা ঘটে।

আহত পুলিশ
গাড়ির ধাক্কায় আহত হলেন ৫ পুলিশ। শনিবার ভোরে মুম্বইয়ের পওয়াইয়ের ঘটনা। অভিযুক্ত গাড়ি চালক এখন আটক। তিনি মদ্যপ ছিলেন কি না, তা দেখা হচ্ছে।

ট্রেনে কাটা
চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ম্ৃত্যু হল তিন ব্যক্তির। শনিবার মুম্বইয়ের মাতুঙ্গা ও মাহিম স্টেশনের মাঝামাঝি জায়গার ঘটনা। মৃতেরা মাহিম বস্তির অধিবাসী।

কমলো শাস্তি
র‌্যাগিং-এর অপরাধে ২০০৯-এ চার বছর জেল হয় ৪ ডাক্তারি ছাত্রের। কিন্তু ভাল ব্যবহারের পুরস্কার হিসাবে তাদের ন’মাস আগে ছেড়ে দিল হিমাচলপ্রদেশ সরকার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.