টুকরো খবর
সুদ কমাতে ব্যাঙ্ককর্তাদের কাছে সওয়াল চিদম্বরমের
মুষড়ে পড়া অর্থনীতিতে প্রাণ ফেরাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে সুদ কমানোর আর্জি জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। যাতে তার দৌলতে ঋণের মাসিক কিস্তির অঙ্ক কমে। চাঙ্গা হয় ভোগ্যপণ্যের চাহিদা। কারণ, একমাত্র এই চাহিদা বৃদ্ধির হাত ধরেই উৎপাদন শিল্প ফের ছন্দে ফিরতে পারে বলে মনে করছেন তিনি। শনিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। সেখানেই সুদ কমানোর জন্য তাঁদের আবেদন জানান তিনি। অর্থমন্ত্রীর যুক্তি, সুদ কমলে মাসিক কিস্তি কমবে। ফলে চাহিদা বাড়বে গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো ভোগ্যপণ্যগুলির। আবার সেই চাহিদা সামাল দিতে বেশি পণ্য তৈরি হবে কল-কারখানায়। লগ্নি বাড়াবে ছোট-মাঝারি-বড় সব সংস্থাই। ঘুরে দাঁড়াবে উৎপাদন শিল্প। আর উৎপাদন শিল্পের চাকা ঘুরলে প্রাণ ফিরবে দেশের অর্থনীতিতেও। এই বিষয়ে স্টেট ব্যাঙ্কের উদাহরণও তুলে ধরেছেন চিদম্বরম। জানিয়েছেন, গাড়ি-ঋণের সুদ কমার পর কী ভাবে গাড়ি বিক্রি বেড়েছে ওই ব্যাঙ্কের মাধ্যমে।একই সঙ্গে, খরা-কবলিত এলাকায় চাষিদের ঋণ শোধের সময় পিছিয়ে দেওয়া, শিক্ষা-ঋণ পাওয়ার পথ সহজ করা, এটিএমের সংখ্যা দ্বিগুণ করা এবং সেখানে টাকা জমা দেওয়ার ব্যবস্থা রাখার মতো বিষয়েও ব্যাঙ্কগুলিকে জোর দিতে বলেন অর্থমন্ত্রী।

ফের ৯ শতাংশ বৃদ্ধি সম্ভব, দাবি মনমোহনের
অর্থনীতি কিছুটা ঢিমেতালে এগোলেও, এই পরিস্থিতিকে আদৌ ‘অনিবার্য’ তকমা দেওয়ার পক্ষে নন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এর থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, এমনটাও মনে করেন না তিনি। আই আই টি বম্বের সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে শনিবার তিনি বলেন, “১৯০০-১৯৫০ পর্যর্ন্ত আধ শতক জুড়ে আর্থিক বৃদ্ধি ছিল শূন্য। স্বাধীনতা পরে ১৯৫০-১৯৮০ পর্যন্ত ৩.৫% বৃদ্ধির হার অর্জন করে ভারত। কিন্তু ১৯৮০ থেকে আজ পর্যন্ত, তিন দশকে দ্বিগুণ হয়েছে বৃদ্ধি।” মনমোহন উল্লেখ করেন, ২০০৩ -২০০৮ পর্যন্ত ৮-৯% বৃদ্ধির পথে হেঁটেছে ভারত। তাই গত বছর বৃদ্ধি কমলেও তা বরাবরের মতো দেশকে পিছিয়ে দেবে, এ কথা মানতে নারাজ মনমোহন। তিনি জানান, ভারতের অর্থনীতির ভিত যথেষ্ট শক্ত। তাই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানব সম্পদের দক্ষতা বাড়ালে ফের বৃদ্ধির সড়কে ফেরা সম্ভব হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে মানব সম্পদে গত ৮ বছরে করা বিপুল পরিমাণ লগ্নি শীঘ্রই ফল দেবে বলে আশাবাদী মনমোহন।

গ্রাহকদের বাড়তি সুবিধা ডিটিএইচে
আগামী নভেম্বর থেকে দেশের চার মেট্রো শহরে ডিজিট্যাল কেবল পরিষেবা চালু হওয়ার কথা। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ও ‘প্রতিযোগী’ কেবল শিল্পের সঙ্গে পাল্লা দিতে ডিটিএইচ সংস্থাগুলিও নতুন পরিষেবা আনছে। একই পথে হাঁটছে ডিশ টিভি-ও। ‘হাই ডেফিনিশন’ -এর মতো সাধারণ ডিটিএইচ পরিষেবাতেও এ বার গ্রাহকদের অনুষ্ঠান ‘রেকর্ড’ করার সুযোগ দিচ্ছে সংস্থা। সংস্থাটির অন্যতম কর্তা অঞ্জলি ভি নন্দা জানান, তাঁদের ‘স্ট্যান্ডার্ড ডেফিনেশন’ (এসডি) সেট টপ বক্সেও ওই সুযোগ মিলবে। এর আগে হাই ডেফিনেশনের ক্ষেত্রে তাঁরা ওই সুবিধা চালু করেছিলেন।

কিংফিশারে পাইলটদের ধর্মঘট
ফের ধর্মঘটে নামলেন কিংফিশার এয়ারলাইন্সের বেশ কিছু পাইলট। এখনই মার্চ মাসের বেতন দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ফলে, ১৯টি উড়ান বাতিল করেছে কিংফিশার। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্তা জানিয়েছেন, মুম্বইয়ে মোট ১৬টি উড়ান বাতিল হয়েছে। দিল্লি থেকে ধর্মশালা, উদয়পুর ও দেরাদুনগামী বিমানও ছাড়েনি। বকেয়া বেতন মঙ্গলবার দেওয়া হবে বলে জানায় সংস্থা। তারপরেই ধর্মঘট শুরু হয়।

নয়া শাখা ব্যাঙ্কের
বাঁকুড়া জেলায় নতুন শাখা খুলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিমলাপালে এই শাখাটি বেঙ্গল সার্কেলে ব্যাঙ্কের ১,০৪৬তম শাখা। বাঁকুড়া জেলায় ৩১তম। উদ্বোধন করেন বেঙ্গল সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.