রাস্তা সংস্কারের দাবিতে ঘণ্টা তিনেক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বেলডাঙার বাসিন্দারা।
গত দু’মাস ধরে আমতলা-বেলডাঙা সংযোগকারী রাস্তা বেহাল। বেলডাঙার দক্ষিণপাড়া মোড় থেকে আন্তিরণ-ন’পুকুর যাওয়ার এক কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ছোট-খাট দুর্ঘটনাও লেগেই রয়েছে ওই রাস্তায়। এলাকার বাসিন্দারা জানালেন, মাঝে একবার ওই রাস্তা সংস্কারের কাজ শুরুও হয়েছিল। কিন্তু কোনও অজানা কারণে ফের থমকে যায় কাজ। তার পরে বৃষ্টি শুরু হয়ে গেলে বন্ধ হয়েছে কাজ। কিন্তু ওই রাস্তার আধাখেঁচড়া মেরামতি আরও সমস্যার হয়ে উঠেছে নিত্যযাত্রীদের জন্য। বৃষ্টির জল জমে কাদা-প্যাচপ্যাচে ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
|
প্রতিবাদে সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বেলডাঙা-আমতলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে সামিল হয় স্থানীয় স্কুলের পড়ুয়ারাও।
বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের সুখেন হালদার বলেন, “এলাকার মানুষের ওই রাস্তা নিয়ে অনেক অভাব-অভিযোগ রয়েছে। রাস্তা সংস্কারের কাজ শুরু করছিল জেলা পরিষদ। কিন্তু এখনও রাস্তা সেরে না ওঠায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।” বেলডাঙা-১ এর বিডিও সঞ্জয় বিশ্বাস বলেন, “আমি এলাকায় গিয়েছিলাম। ওই রাস্তা যাতে তাড়াতাড়ি চলাফেরার যোগ্য করে তোলা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জেলা পরিষদের সহ বাস্তুকার সুমিত মহলানবীশ বলেন, “পর্যাপ্ত টাকা না থাকায় রাস্তার সংস্কারের কাজ কিছু দিন ধরে বন্ধ ছিল। এলাকার মানুষের দাবি মেনে কাল থেকেই ওই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হবে।” |