|
|
|
|
ডেভিস কাপকে বিদায় জানাতে পারেন মহেশ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অলিম্পিক সাঙ্গ হল বলেই যে ভারতীয় টেনিসের ডামাডোলও শেষ, ভাবলে ভুল হবে। বরং চণ্ডীগড়ে আগামী ১৪-১৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডেভিস কাপ ম্যাচের আগে লি-হেশ বিতর্ক নতুন মোড় নিতে পারে। ভারতীয় টেনিসমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ওই ম্যাচের আগে মহেশ ভূপতি আর কখনও ভারতের হয়ে তাঁর না খেলার সিদ্ধান্ত ফেডারেশনকে জানাতে পারেন। এআইটিএ তথা ভারতীয় ডেভিস কাপ দলের সঙ্গে ঘনিষ্ঠ একজন সোমবার জানালেন, এ ছাড়া মহেশের অন্য উপায় নেই নিজের মুখরক্ষার জন্য। অবসর না নিলে তিনি নাকি জাতীয় দল থেকে এমনিতেই বাদ পড়বেন আসন্ন দল নির্বাচনী বৈঠকে।
এমনকী রোহন বোপান্নাও নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পাবেন কি না নিশ্চিত নয়। অলিম্পিকের আগে লিয়েন্ডারের বিরুদ্ধে বিদ্রোহে মহেশের দোসর ছিলেন পেশাদার সার্কিটে তাঁর ডাবলস পার্টনার। এক নির্বাচকের কথা মতো, সিঙ্গলসে সোমদেব দেববর্মনের পাশাপাশি দ্বিতীয় সিঙ্গলস প্লেয়ার হিসেবে য়ুকি ভামব্রিকে ভাবা হচ্ছে। আর ডাবলসে অলিম্পিক পারফরম্যান্সের পর লিয়েন্ডার পেজ-বিষ্ণু বর্ধন ছাড়া এই মুহূর্তে দ্বিতীয় কোনও জুটির কথা নাকি ভাবছেই না এআইটিএ।
সোমবারই প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে য়ুকি (১৯১) শীর্ষে। সোমদেব দীর্ঘদিন না খেলার কারণে ৪৬৯-এ। বিষ্ণুরও (২৮৫) পিছনে। দুই জুনিয়র সিঙ্গলস প্লেয়ারের সারফেস-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে চণ্ডীগড়ে হার্ডকোর্ট বেছেছে ভারত। ২০০৪-এ অ্যাওয়ে ম্যাচে শেষ সাক্ষাতে ভারত জিতলেও দু’দেশের ‘হেড-টু-হেড’ ৩-৩। আট বছর আগে লিয়েন্ডার সিঙ্গলস-ডাবলসে নেমে তিনটে ম্যাচ জেতেন। ২-২ অবস্থায় চূড়ান্ত সিঙ্গলসটাও বের করতে হয়েছিল তাঁকেই। এ বার এশিয়া-ওশেনিয়া গ্রুপ টু-তে নেমে না যাওয়ার লজ্জা থেকে বাঁচতে ভারতকে হারাতে হবে কিউয়িদের। হেরে গেলে অক্টোবরে চিনা-তাইপের বিরুদ্ধে অবনমন প্লে-অফ খেলতে হবে।
সে সব আশঙ্কা ছাপিয়ে আপাতত আলোচনার কেন্দ্রে লি-হেশ বিতর্কের ভবিষ্যৎ। দু’জনেই নিজের পার্টনার নিয়ে এ সপ্তাহে সিনসিনাটি মাস্টার্সে খেলছেন। অলিম্পিক টেনিস শেষ করেই গত সপ্তাহে লিয়েন্ডার টরন্টোয় রজার্স কাপে ডাবলস সেমিফাইনালে ওঠেন। মহেশ-বোপান্না অবশ্য প্রথম রাউন্ডেই হারেন। যার ফলে তাঁদের ডেভিস কাপ-ভাগ্য নিয়ে জল্পনা আরও বেড়েছে। শোনা যাচ্ছে, অলিম্পিক-বিতর্কে পরিস্থিতির প্রেক্ষিতে মহেশরা এআইটিএ-র দাক্ষিণ্য পেলেও এ বার ডেভিস কাপে অ্যাডভান্টেজ লিয়েন্ডার। তাঁর শাসনে থাকার সম্ভাবনা ভারতীয় টেনিসের। |
|
|
|
|
|