স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবসের মতোই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার। সোমবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শামিম জানান, বুধবারের অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। তৈরি হয়েছে ৮টি বিশেষ নজরদারি টাওয়ার। ইতিমধ্যেই রেড রোড ও তার সংলগ্ন এলাকার সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন স্পেশ্যাল ব্রাঞ্চের গোয়েন্দারাও। বিশেষ ব্যবস্থা করা হয়েছে স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চায়ের অনুষ্ঠানের জন্যও।
পুলিশ জানায়, ওই দিন ফোর্ট উইলিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন জেনসন নিকলসন আইল্যান্ড থেকে রেড রোডের উত্তর প্রান্ত পর্যন্ত চলবে কুচকাওয়াজ। মুখ্যমন্ত্রী-সহ থাকবেন একাধিক ভিআইপি। লালবাজারের কর্তারা জানান, নিরাপত্তার কারণেই ওই এলাকাকে ৭৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। |
চলছে মঞ্চ পরীক্ষার কাজ। সোমবার। ছবি: সুমন বল্লভ। |
প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ১ জন করে ইনস্পেক্টর। ৮-১০টি সেক্টর থাকবে এক জন করে ডিসি পদমর্যাদার অফিসারের তত্ত্বাবধানে। মোতায়েন হচ্ছে কুইক রেসপন্স টিম ও র্যাফ। থাকবে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স, রেডিও ফ্লাইং স্কোয়াড ও মোটরসাইকেলে টহলদারিও।
পুলিশকর্তারা জানান, কুচকাওয়াজ দেখতে অনেক সাধারণ মানুষ আসবেন বলে ভিআইপিদের পাশাপাশি তাঁদের নিরাপত্তার কথাও মাথায় রাখা হচ্ছে। শামিম জানান, ওই দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল, গঙ্গার পাড়-সহ শহরের দর্শনীয় স্থানগুলিতেও প্রচুর মানুষ যাবেন। তাই ওই এলাকাগুলিতেও বিশেষ পুলিশি ব্যবস্থা থাকছে।
লালবাজার সূত্রের খবর, পনেরো অগস্ট ঘিরে সোমবার সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে বিশেষ সতর্কবার্তা মেলেনি। তবে, সাম্প্রতিক কিছু পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার আগাম ব্যবস্থা করা হয়েছে। |