মহেশ্বরীর স্বামী ও জামাইয়ের জামিন
নিজস্ব সংবাদদাতা |
গ্রেফতারের ৬৪ দিনের মাথায় জামিন পেলেন প্রাক্তন সিপিএম সাংসদ সরলা মহেশ্বরীর স্বামী অরুণ মহেশ্বরী ও জামাই অমিতাভ কেজরিওয়াল। সোমবার বারাসতের জেলা ও দায়রা আদালতে অভিযুক্তদের শর্তাধীন জামিন মঞ্জুর হয়। ভুয়ো মালিকের নামে সংস্থা গড়ে তুলে কয়েক কোটি টাকার জমি কেনাবেচার অভিযোগে বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁদের গ্রেফতার করেছিল। জামিনের শর্ত অনুযায়ী অভিযুক্তদের সপ্তাহে এক দিন করে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। এর আগেও অভিযুক্তদের তরফে জামিনের আবেদন জানানো হয়েছিল। তবে তা খারিজ হয়ে যায়। ১০ জুলাই ভোরে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। তদন্তভার নিয়ে সিআইডি অভিযুক্তদের হেফাজতে নেয়। বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, মহেশ্বরীদের জামাই কেজরিওয়ালের সংস্থার দীর্ঘদিনের কর্মী শঙ্কর ভট্টাচার্য ও তাঁর স্ত্রী প্রগতিদেবীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি। |
পুরসভার অনুমোদন ছাড়া বানানো তিনতলা একটি বাড়ি সোমবার ভেঙে দিল পুরসভা। বিল্ডিং দফতর সূত্রের খবর, ৫৮ নম্বর ওয়ার্ডের শীল রোডের ৯/এইচ/৭ নম্বরের ওই বাড়িটি বিপজ্জনক ছিল। স্থানীয় বাসিন্দারা বাড়িটি ভেঙে ফেলার জন্য পুরসভাকে একাধিক বার আবেদন জানিয়েছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, অগস্ট মাসে ইতিমধ্যেই পাঁচটি বেআইনি বাড়ি ভাঙা হল। বেআইনি বাড়ির বিরুদ্ধে পুরসভার অভিযান চলবে। |
ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫)। রবিবার, খিদিরপুরের কাছে সি জি আর রোডে। ট্যাক্সি-সহ চালক আটক হয়েছে। মঙ্গলবার সকালে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে মিনিবাসের ধাক্কায় জখম হন অর্চনা ভাদুড়ী (৫২) নামে এক মহিলা। তিনি মেডিক্যাল কলেজে ভর্তি। |