টুকরো খবর
শিক্ষককে পদ থেকে সরানোয় পড়ুয়া-বিক্ষোভ
—নিজস্ব চিত্র।
এক বিভাগীয় প্রধানকে পদ থেকে সরানোর প্রতিবাদে বর্ধমান রাজ কলেজে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। সোমবারই এই ছাত্রছাত্রীরা দাবি করেন, তাঁদের পরীক্ষা না হওয়া পর্যন্ত অন্তত এক বছর ওই শিক্ষককে পদে বহাল রাখতে হবে। কলেজ সূত্রে জানা যায়, ভূতনাথ ঘোষাল নামে ওই শিক্ষক কলেজের বিবিএ এবং বিসিএ পাঠক্রমের কো-অর্ডিনেটর। তিনি টানা ১২ বছর ধরে এই পদে রয়েছেন। সম্প্রতি তাঁকে পদ থেকে সরানোর নোটিস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। বিভাগের দরজার সামনে এ দিন তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। বিক্ষোভ দেখাতে আসা ছাত্র রাজদীপ কোলে বলেন, “ভূতনাথবাবু দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। তিনি ভাল শিক্ষক। আচমকা তাঁকে সরিয়ে দিলে আমাদের পক্ষে প্রজেক্ট জমা দিতে সমস্যা হবে।” আর এক ছাত্র হোসেন চৌধুরীর দাবি, “কর্তৃপক্ষের এই খামখেয়ালি নির্দেশ আমরা মানতে পারব না। আমাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত তাঁকেই বহাল রাখতে হবে।” তবে ওই শিক্ষক তথা প্রাক্তন সিপিএম কাউন্সিলর ভূতনাথবাবু বলেন, “এ ব্যাপারে আমার কিছু বলার নেই।” কলেজের অধ্যক্ষ সুভাষ নন্দী বলেন, “আমি এ ব্যাপারে কিছু এখনই কিছু বলতে পারব না। এটা কলেজের পরিচালন সমিতির সিদ্ধান্ত। এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত।”

জয়ী সিপিএম
কেতুগ্রাম মালিহা কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে জিতল সিপিএম। রবিবার ৯টি আসনের মধ্যে ৮টিতেই সংখ্যাগরিষ্ঠতা পান সিপিএম সমর্থিত প্রার্থীরা। ওই সমিতির ৬২৯ জন সদস্য ভোট দিয়েছিলেন। মঙ্গলকোটের মাজিগ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে কংগ্রেসকে হারাল তৃণমূল। ৬৭টি আসনের মধ্যে ৪৮টি তৃণমূল ও ১৯টি কংগ্রেস দখল করে। জেলা কংগ্রেস নেতা জগদীশ দত্তের অভিযোগ, “ভোটের আগে থেকে তৃণমূল আমাদের প্রার্থীদের ভয় দেখিয়েছে। তাই আমাদের কয়েক জন প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হন। ভাটারদেরও ভয় দেখানো হয়।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সম্পাদক বিকাশ চৌধুরীর দাবি, “কংগ্রেসের উচ্ছৃঙ্খল আচরণে সমিতির সদস্যেরা তাদের ভোট দেয়নি।”

আসন বাড়ানোর দাবি, বিক্ষোভ
মাইক্রোবায়োলজি বিভাগে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৫টি কলেজে স্নাতক স্তরে মাইক্রোবায়োলজি পড়ানো হয়। স্নাতক স্তরে প্রতি বছরই প্রথম শ্রেণিতে উত্তীর্ণের সংখ্যা বেশ ভালই। কিন্তু স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা মাত্র ১৫। ফলে বহু ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্ভিক বন্দ্যোপাধ্যায়ের হুমকি, “তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত না জানালে আমরা লাগাতার আন্দোলনে নামব।” উপাচার্য স্মৃতিকুমার সরকার জানান, ওই পাঠ্যক্রমের স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা এত কম থাকা সত্যিই উদ্বেগের। আসন সংখ্যা বৃদ্ধির জন্য বিজ্ঞান বিভাগের সচিব ও বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করা হবে।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বধূর
অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। সোমবার সকালে সুলতানপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম জুলি বিবি (১৯)। বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে শ্বশুরবাড়িতে গায়ে আগুন লেগে যায় তার। কাটোয়া মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে বিয়ে হয়েছে ওই বধূর। সে কারণে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। কীভাবে ওই বধূ অগ্নিদগ্ধ হলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

পরিদর্শনে ভূমি সংস্কার দফতর
সোমবার শ্রীখণ্ডের কাছে তোলা নিজস্ব চিত্র।
কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎকেন্দ্র গড়ার জন্য এনটিপিসি যে সব জমি কিনতে চাইছে, সোমবার থেকে তা সরেজমিন দেখতে শুরু করল ভূমি ও ভূমি সংস্কার দফতর। কয়লা আনার জন্য ব্রডগেজ রেললাইন যে সব জমির উপর দিয়ে আসার কথা, এ দিন সেগুলি দেখা হয়। জাজিগ্রাম, কোশিগ্রাম, শ্রীখণ্ড, ন’নগর ও চুড়পুনি মৌজায় পর্যায় ক্রমে পরিদর্শন চলবে। চিহ্নিত জমির আয়তন ও চরিত্র সম্পর্কে এনটিপিসি রাজ্য সরকারকে যা জানিয়েছে, তা যথাযথ কি না সেটাই খতিয়ে দেখে রিপোর্ট দেবেন কাটোয়া ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। তার ভিত্তিতে রাজ্য সরকার জমি কেনার ঊর্ধ্বসীমা শিথিল করলে তবেই এনটিপিসি জমি কিনতে নামতে পারবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.