টুকরো খবর
নকআউট ফুটবলে জয়ী নিউ বাণী সঙ্ঘ
ছবি: নির্মল বসু।
আটদলের নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বসিরহাটের নিউবাণী সঙ্ঘ। গত ৩ অগস্ট বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আট দলের ওই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। ফাইনালে ওঠে নিউ বাণী সঙ্ঘ ও বসিরহাট জুনিয়র ফুটবল কোচিং সেন্টার (বিজেএফসিসি)। রবিবার বসিরহাট স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রথমার্ধে কোনো পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরুর পরে প্রাকৃতিক দুর্যোগের কারণে পাঁচ মিনিট খেলার পর ম্যাচ বন্ধ করে দেন রেফারি। ম্যাচের মীমাংসা করতে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। টাইব্রেকারে নিউ বাণী সঙ্ঘ ২-১ গোলে বসিরহাট জুনিয়র ফুটবল কোচিং সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নিউ বাণী সঙ্ঘের গোলকিপার মৃত্যঞ্জয় অধিকারী। সুষ্ঠু ভাবে খেলা পরিচালনা করেন তুহিন আহমেদ, স্বপন বিশ্বাস, রহুল আমিন ও সুশান্ত ভট্টাচার্য। ম্যাচের পর উভয় দলকেই নগদ অর্থ ও সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। ছিল ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কারও। দু’দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার, তাপস পালিত, তিমির বসু, অমিত মজুমদার, তিলক বসু, নিমাই হালদার।

দুর্ভোগের রাস্তা
ছবি: নির্মল বসু।
আগে যেখানে বাস দাঁড়াত, তার চেয়ে প্রায় কিলোমিটার এগিয়ে এসেছে বাসস্ট্যান্ড। কারণ খারাপ রাস্তা। ভাঙা চোরা প্রায় চার কিলোমিটার ওই রাস্তা কখনও ভ্যানরিকশায় দুলতে দুলতে, কখনও হেঁটে এসে বাস ধরতে হচ্ছে এলাকার মানুষকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বালতি গ্রাম পঞ্চায়েতের নবাদকাটি থেকে বিথারি হয়ে বারাসাত যাওয়ার রাস্তার বর্তমানে এমনই বেহল অবস্থা। অথচ এক সময় এই রাস্তাকে ‘সীমান্ত এক্সপ্রেস’ নামকরণ করে ৩৫ নম্বর রুটের বাস চালু করা হয়েছিল। কিন্তু দিনের পর দিন কোনওরকম সংস্কার না হওয়ায় রাস্তার প্রায় চার কিলোমিটার অংশের অবস্থা এতটাই খারাপ যে ওই অংশে বাস চলাচলই বন্ধ হয়ে গিয়েছে। বাসিন্দাদের হেঁটে বা ভ্যানরিকশায় ওই অংশ পার করে বাসে উঠতে হচ্ছে। বালতি, খলসি, আমুদিয়া, নবাদকাটি, চিতড়ু-সহ কয়েকটি গ্রাম নিয়ে বালতি গ্রাম পঞ্চায়েত। থানা, বিডিও অফিস কিংবা হাসপাতালে আসতে হলে গ্রামবাসীদের স্বরূপনগরে আসতে হয়। কিন্তু ওই চার কিলোমিটার রাস্তা পেরোতে প্রাণান্তকর অবস্থা গ্রামের মানুষের। স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, “ওই রাস্তার কারণে স্থানীয় মানুষের ভোগান্তি হচ্ছে। তবে ইট দিয়ে ওই অংশে গর্ত মেরামতির কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে ফের আগের জায়গা থেকেই বাস ছাড়বে।”

প্রচুর কাফ সিরাপ, গ্যাস সিলিন্ডার উদ্ধার বনগাঁয়
গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে কাফ সিরাপ এবং গ্যাসভর্তি সিলিন্ডার আটক করল পুলিশ। শনিবার গভীর রাতে বনগাঁ থানার বাবুপাড়া থেকে ওই সব জিনিস উদ্ধার হয়। উদ্ধার করা কাফ সিরাপের আনুমানিক দাম প্রায় ৬০ লক্ষ এবং গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৩০ লক্ষ টাকা বলে পুলিশের দাবি। ওই সব জিনিস উদ্ধার করার সময় বাধা দেওয়ায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূ্ত্রের খবর, ধৃতেরা এলাকায় তৃণমূলের কর্মী পরিচিত। তবে ওই কাফ সিরাপ ও গ্যাসের সিলিন্ডার কেন মজুত করা হয়েছিল তার তদন্ত করছে পুলিশ। যে বাড়িতে ওই সব মজুত করা হয়েছিল তার মালিকেরও খোঁজ করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, চোরাপথে বাংলাদেশে পাচার করার জন্যই ওই সব কাফ সিরাপ ও গ্যাসের সিলিন্ডার মজুত করা হয়েছিল। জেলার এক পুলিশ আধিকারিক বলেন, “যাদের ধরা হয়েছে তারা কেন পুলিশের কাজে বাধা দিচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।” ধৃতদের এ দিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। তবে ধৃতদের তৃণমূলের সঙ্গে যোগোযাগের ব্যাপারে বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “দলের কেউ উচ্ছৃঙ্খল আচরণ করলে তাকে আমরা প্রশ্রয় দিই না।” এ ছাড়া ওই দিন রাতেই স্থানীয় জয়ন্তীপুর এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইন-সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

থানায় ইফতার
হাবরা থানা সমন্বয় কমিটির তরফে শনিবার ইফতারের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আইসি অনিল রায়, পুরসভার চেয়ারম্যান তপতী দত্ত, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য প্রমুখ। সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০০ জন ইফতারে যোগ দিয়েছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.