চার বছরের শিশুকে ধর্ষণের নালিশ, ধৃত |
চার বছরের মেয়েটিকে ধর্ষণ করে নিজের ঘরে খাটের নীচে লুকিয়ে রেখেছিল এক যুবক। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন মেয়েটিকে। যুবককে গাছে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। গ্রেফতার করা হয়েছে দেবদাস মণ্ডল নামে বলাগড়ের ইনচুরার ব্রিজপাড়ার বাসিন্দা ওই যুবককে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টা নাগাদ বাড়িতে একাই ছিল মেয়েটি। অভিযোগ, তাকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক দেবদাস। মেয়েটির বাবা-মা বেলা আড়াইটে নাগাদ ফিরে এসে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এক প্রতিবেশী জানান, দুপুরের দিকে দেবদাসের সঙ্গে মেয়েটিকে দেখা গিয়েছিল। প্রতিবেশীরা দেবদাসের বাড়িতে খোঁজ নিতে গেলে ওই যুবক জানান, মেয়েটিকে তিনি দেখেননি। সে কথায় অবশ্য সন্দেহের নিরসন হয়নি। এলাকার লোকজন দেবদাসের বাড়িতে ঢুকে পড়েন। দেখা যায়, ওই যুবকের ঘরের খাটের নীচে শুইয়ে রাখা হয়েছে মেয়েটিকে। বাড়ির লোকজনকে দেখে সে কাঁদতে শুরু করে। তার শরীর তখন রক্তে ভেসে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। উত্তেজিত জনতা দেবদাসকে বাড়ি থেকে বের করে রাস্তার পাশে একটি নিম গাছের সঙ্গে বেঁধে মারধরও করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। পরে শিশুটির বাবা থানায় গিয়ে দেবদাসের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।
|
ডাকাতির আগেই গ্রেফতার দুষ্কৃতী |
পেট্রোল পাম্পে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল পাঁচ দুষ্কৃতী। তাড়া করে তাদের এক জনকে ধরেছে পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলায়। পুলিশ জানায়, ধৃতের নাম অভিজিৎ দাস। বাড়ি পুড়শুড়ার সামন্ত রোডে। তার কাছ থেকে একটি রিভলভার, ৫ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বাকি দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা নাগাদ ওই পাঁচ যুবককে সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে হরিণখোলার মানুষ খবর দেন পুলিশকে। পুলিশ এলে ৪ যুবক দৌড়ে পালিয়ে যায়। ধরা পড়ে যায় এক জন। পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছে, স্থানীয় একটি পেট্রোল পাম্পে ডাকাতির ফন্দি এঁটেছিল তারা।
|
শনিবার বিকেলে আরামবাগের কাষ্ঠদহি গ্রামে বাপের বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ জানায়, মৃতার নাম টুম্পা দলুই (২০)। বছর খানেক আগে গোঘাটের কাঁঠালি গ্রামে বিয়ে হয়েছিল তাঁর। শ্বশুরবাড়িতে ‘বনিবনা’ না হওয়ায় দিন দ’শেক আগে বাপের বাড়িতে এসেছিলেন তিনি। যার জেরে কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সে জন্যই আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |