স্কুলের জায়গায় বহুতল নির্মাণ হচ্ছে। এতে স্কুল পরিচালন কমিটি ও প্রধান শিক্ষকের মদত রয়েছে বলে অভিযোগ উঠেছে নলহাটিতে। শেষ পর্যন্ত প্রাক্তন ছাত্র ও এলাকার বাসিন্দাদের বাধায় বিতর্কিত জায়গা নিয়ে আলোচনা শুরু করেছে নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল কর্তৃপক্ষ। মাপ করে দেখা যায় যেখানে বহুতল নির্মাণ হচ্ছে সেখানে স্কুলের দেড় শতক জায়গা আছে। হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের একাংশ ও এলাকাবাসীর একাংশের অভিযোগ, ওই দেড় শতক জায়গায় ইতিমধ্যে খোঁড়াখুড়ি শুরু হয়েছে। প্রাক্তন ছাত্র শুভব্রত সিংহের দাবি, “স্কুল তার নিজস্ব জায়গা বহুতল আবাসন মালিকের হাতে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে লিজ দিয়েছেন বলে জানি। কিন্তু সরকারি জায়গা কী করে ব্যক্তিগত মালিকানায় দেওয়া হচ্ছে এটা নিয়ে নলহাটিবাসী ক্ষুব্ধ। তাই বাধা দিয়েছি।” প্রধান শিক্ষক ওয়ালি মোল্লা বলেন, “স্কুলের জায়গায় বহুতল নির্মাণ করতে দেওয়া হয়েছে এ খবর ঠিক নয়। আমাদের জানা ছিল না স্কুলের নতুন ভবনের প্রাচীর লাগোয়া কিছু জায়গা স্কুলের জায়গার মধ্যে পড়ছে। জানতে পেরে পনেরো দিন আগে বাধা দিয়েছিলাম। সাত দিন আগে নির্মীয়মাণ বহুতল আবাসনের মালিক আমাদের কাছে আবেদন জানান, স্কুলের উন্নয়নের স্বার্থে আবাসনের একটা অংশ স্কুলকে দেওয়া হবে। ওই অংশ স্কুল না নিলে ৫ লক্ষ টাকায় আবাসন মালিককে বিক্রি করতেও পারে স্কুল কর্তৃপক্ষ।” তিনি জানান, পরিচালন কমিটি আলোচনায় বসেছিল। কোনও সিদ্ধান্ত হয়নি। স্কুল পরিচালন কমিটির সম্পাদক বিশ্বপ্রিয় রায় বলেন, “জানার পরে বাধা দেওয়ার জন্যই তো আবাসন মালিক আমাদের কাছে আবেদন করেছিলেন। আমরা আলোচনায় বসেছিলাম। তবে এখনও পর্যন্ত ওই জায়গা বহুতল মালিককে দেওয়া হয়নি। স্কুলের জায়গা মাপ করে দেখাও হয়েছে।” অন্য দিকে, বহুতল মালিক আনিশ আহমেদ বলেন, “কেনা জায়গাতেই নির্মাণ হচ্ছিল। তবে খোঁড়াখুড়ি করতে গিয়ে একাংশে স্কুলের জায়গা পড়ে যাচ্ছে। তাই ভবন নিতে চায় বা বিক্রি করে দিতে চায় তার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। বাধা পেয়ে আমিও বিতর্কিত অংশ থেকে সরে এসেছি।”
|
রামপুরহাট স্টেশন চত্বর থেকে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার কর রেলপুলিশ। মৃতের নাম শুভেন্দু সরকার (৪১) ওরফে ভানু। বাড়ি রামপুরহাটের ১৩ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায়। রেলপুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভেন্দুবাবু শনিবার রাতে রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকায় একটি নিমন্ত্রণ রক্ষা করতে বাড়ি থেকে বেরোন। রাতে ফিরবেন না বলে বাড়িতে জানিয়ে যান। রবিবার সকালে রামপুরহাট স্টেশনের টিকিট কাউন্টারের সামনে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দেহে আঘাতের কোনও চিহ্ন ছিল না। ময়না-তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
|
আমোদপুর-কাটোয়া ন্যারোগেজকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু, বোলপুরের লালপুল সম্প্রসারণ, সিউড়ি হাটজন বাজার ফ্লাই ওভার নির্মাণ-সহ ২৩ দফা দাবিতে রবিবার নানুরের কীর্ণাহার রেল স্টেশনে ঘণ্টাখানেক অবস্থান বিক্ষোভ করল লাভপুর রেলওয়ে যাত্রীকল্যাণ সমিতির কীর্ণাহার শাখা। দাবিগুলি নিয়ে ওই সংগঠন স্টেশন ম্যানেজারকে স্মারকলিপিও দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যুত মণ্ডল বলেন, “প্রকল্পগুলি রূপায়ণের কথা ঘোষণা হলেও কাজ শুরু না হওয়ায় আমরা দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছে।” স্টেশন ম্যানেজার সুবীর চট্টোপাধ্যায় তাঁদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।
|
এসএফআইয়ের ১৬তম জেলা সম্মেলন শেষ হল রবিবার। রামপুরহাটে দু’দিনের এই সম্মেলনে ২০৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। শনিবার বিকেলে রামপুরহাটের পাঁচমাথায় প্রকাশ্য সমাবেশ হয় এবং রামপুরহাট রেলওয়ে ইনস্টিটিউটে আলোচনা হয়েছে। নতুন জেলা কমিটিতে ৫৫ জনকে রাখা হয়েছে এবং জেলা সম্পাদক হিসেবে শতদল চট্টোপাধ্যায় পুনরায় নির্বাচিত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার রক্ষা, দুঃস্থ ও মেধাবী ছাত্রদের অগ্রাধিকার, ছাত্রীদের সামগ্রিক নিরাপত্তার দাবি নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষায় নৈরাজ্যের জন্য প্রকাশ্য সমাবেশে ‘তৃণমূল ছাত্র পরিষদকে’ দায়ী করা হয়েছে।
|
জঙ্গলমহলের মতো এই এলাকার আদিবসীদেরও ২ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহম্মদবাজারের দেউচাতে জনসভায় এই দাবি করেন, রেলমন্ত্রী মুকুল রায়। তিনি বলেন, “আদিবাসীদের সব রকম উন্নয়ন ও কাজের ব্যবস্থা করা হবে।” তবে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় সমর্থক সভায় এলেও সিউড়ির বিধায়ক স্বপন ঘোষ ও তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি।
|
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নানুরের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শনিবার ওই নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এর আগে পরিচালন সমিতিতে ছিলেন বাম সমর্থিত প্রার্থীরা। সিপিএমের নানুর জোনাল কমিটির সম্পাদক হাসিবুর রহমানের অবশ্য দাবি, “তৃণমূলের সন্ত্রাসের জন্যই আমরা মনোনয়ন জমা দিতে পারিনি।” অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের জেলা সম্পাদক সুব্রত ভট্টাচার্য।
|
বেআইনি ভাবে পাচার হওয়া ৫৯টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করল নানুর থানার পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাতে বর্ধমানের পাঁচুন্দি থেকে কীর্ণাহারের দিকে একটি ম্যাটাডোরে ওই সিলিন্ডারগুলি পাচার করা হচ্ছিল। ওই দিন দাসকল গ্রামের বেলতলার কাছে পুলিশ ওই গাড়িটিকে আটক করে সিলিন্ডারগুলি বাজেয়াপ্ত করে। গাড়ির চালক ও খালাসি পলাতক। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |