সংস্কৃতি যেখানে যেমন.. |
|
২২শে শ্রাবণ |
|
|
শিল্পী সুব্রত নন্দন। |
মুরারইয়ে অনুষ্ঠান। |
|
জন্মজয়ন্তীতে জেলা জুড়ে যে উদ্দীপনা দেখা যায়, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে তেমনটা সচরাচর নজরে পড়ে না। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের বাইরে তাই ২২শে শ্রাবণ জেলায় উল্লেখযোগ্য কোনও কর্মকাণ্ড হয় না। তবে এরই মধ্যে ব্যতিক্রমী সিউড়ির ‘রায় সৃজনী’ সংস্থা।
গত কয়েক বছর ধরে নিয়মিত রবীন্দ্র প্রয়াণ দিবসে জেলার সংস্কৃতিপ্রিয় মানুষজনকে বর্ণাঢ্য অনুষ্ঠান উপহার দিচ্ছেন তাঁরা। সংস্থা ওই দিন সন্ধ্যায় সিউড়ি জিলা পরিষদ সভাকক্ষে ছয় শিল্পীর গান পরিবেশন করলেন। অন্যান্য শিল্পীদের পাশাপাশি আসর মাতালেন প্রবীণ শিল্পী তথা গানের শিক্ষক সুব্রত নন্দন। তাঁর গাওয়া ‘নয়ন ছেড়ে চলে গেলে’ এবং ‘ও চাঁদ চোখের জলে লাগল জোয়ার’ আলাদা করে দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছে।
অন্য দিকে, একই দিনে মুরারইয়ের ‘উত্তরণ’ সংস্থার উদ্যোগে স্থানীয় হাইস্কুলে বৈঠকী আড্ডার মেজাজে স্থানীয় আবৃত্তি ও সঙ্গীত শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুললেন সঞ্চালক তথা সংস্কৃতিকর্মী সুরঞ্জন গোস্বামী।
|
কিশোর-স্মরণে |
|
মৃত্যুর এত বছর পরও তাঁকে বাঁচিয়ে রেখেছে গান। হিন্দি, বাংলায় গাওয়া সেই সব হাজার হাজার গান শুনে আজকের প্রজন্মের শ্রোতারাও মুগ্ধ হন। তিনি সবার প্রিয় কিশোরকুমার। গত ৪ অগস্ট সেই কিশোরকুমারের জন্মদিন উপলক্ষে রামপুরহাট রেলমঞ্চে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় ‘ওয়েস্টার্ন মিউজিক্যাল ট্রুপ’। অনুষ্ঠানের কয়েকটি গানে নৃত্যও পরিবেশিত হয়েছে।
|
কলেজে অনুষ্ঠান |
লাভপুর শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে শনিবার পালিত হল শহিদ ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবস। ওই দিন সকালে ছাত্রছাত্রীরা প্রভাত ফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এ ছাড়াও এক অন্ধ পড়ুয়াকে আর্থিক সহায়তা-সহ বহু দুঃস্থ ছাত্রছাত্রীদের বই উপহার দেওয়া হয় বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে।
|
তথ্য: অরুণ মুখোপাধ্যায়।
ছবি: তাপস বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী ইসলাম।
|
|
২২শে শ্রাবণ |
|
• রবি স্মরণ: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল রঘুনাথপুর মহকুমা এলাকায়। রঘুনাথপুর শহরে প্রয়াস নামের একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ব্লকডাঙ্গায় কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। সংস্থার সদস্যরা রবীন্দ্রনাথের ‘দুই বিঘা জমি’ কবিতার নাট্যরূপ মঞ্চস্থ করেন। এ ছাড়াও গীতি আলেখ্য পরিবেশিত হয়। বাবুগ্রাম সম্মিলনী হাইস্কুলে অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। সকালে স্কুল চত্বরে চারাগাছ রোপণ করেন পড়ুয়ারা। গাছগুলির নামকরণ করা হয়েছে রবীন্দ্র কাব্যের নামে। পরে আবৃত্তি, গান পরিবেশন হয়।
• কবির স্মরণে: সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাল পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দফতর। হরিপদ সাহিত্য মন্দিরে নাচ, গান কবিতায় বিশ্বকবিকে স্মরণ করলেন শিল্পীরা। রবীন্দ্রনাথের উপরে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
• আলোচনা: পুরুলিয়া বাংলা সাহিত্য ও সংস্কৃতি সঙ্ঘের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পালিত হল। কবির জীবন ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক শিবব্রত চট্টোপাধ্যায়, অশোক চট্টোপাধ্যায়, সোনিমা মুখোপাধ্যায় প্রমুখ।
• ছবি ও গানে: ২২ শ্রাবন উপলক্ষে মঙ্গলবার বাঁকুড়া শহরের গীতা ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সংস্কৃতি চক্র। ওই সংগঠনের সম্পাদক বৃন্দাবন বরাট জানান, অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা আবৃত্তি হয়। এ ছাড়া চিত্র প্রদর্শনীও হয়।
• লহ প্রণাম: ২২ শ্রাবণ উপলক্ষে শনিবার ও রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান হল ছাতনা চণ্ডীদাস শহর গ্রন্থাগারে। গ্রন্থাগার পরিচালন কমিটির সদস্য ত্রিদিব চক্রবর্তী জানান, বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতার হয়।
|
শহিদ স্মরণ |
|
• শনিবার বিপ্লবী শহিদ ক্ষুদিরামের ১০৪তম আত্মবলিদান দিবস উদ্যাপন করল কাশীপুর জে কে এম স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়। দেশাত্মবোধক গান ও আলোচনায় এই বিপ্লবীকে স্মরণ করে বিদ্যালয়ের ছাত্রীরা। প্রধান শিক্ষিকা মিতালি গঙ্গোপাধ্যায় এই বীর বিপ্লবীর আত্মত্যাগের কথা ছাত্রীদের কাছে তুলে ধরেন।
|
|
• ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে শনিবার বড়জোড়া অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। আয়োজন করেছিল বড়জোড়া বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা সমিতি। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করেন। কয়েকশো ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।
|
কবিতাপাঠ |
সাহিত্য পত্রিকা অরন্ধনের শ্রাবণ সংখ্যা প্রকাশিত হল। এই উপলক্ষ্যে শনিবার পুরুলিয়া শহরের ব্রাম্ভ্র ধর্মশালা সভাঘরে কবিতাপাঠ ও আলেচনা.হয়। উপস্থিত ছিলেন কবি রাহুল পুরকায়স্থ, নিত্য মালাকার, নির্মল হালদার, সব্যসাচী মজুমদার, বিভাস রায়চৌধুরী প্রমুখ। একাদশ বর্ষে পদার্পণ করা এই সাহিত্য পত্রিকার বর্তমান সংখ্যাটি কবি বিশ্বম্ভর নারায়ণ দেবকে উৎসর্গ করা হয়েছে।
|
বিষ্ণুপুরে সংবর্ধনা |
|
বিষ্ণুপুর ঘরানার পাঁচ সঙ্গীতশিল্পী গুরুপ্রসাদ সরকার, সুভাষ কর্মকার, মথুর দত্ত, মধুসূদন নাগ এবং রবীন্দ্রনাথ রাহাকে শনিবার সংবর্ধনা জানাল স্টেট ব্যাঙ্কা অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বিষ্ণুপুর শাখা। সংগঠনের সভাপতি নিরঞ্জন দে জানান, শিল্পীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা করা হয়।
|
মানবাজারে নাটক |
এ বার পুজোয় মানবাজারের নিউ শিল্পীমহল নাট্য সংস্থা ‘জীবন এক জংশন’ নাটক মঞ্চস্থ করবে। সম্প্রতি নাট্য সংস্থাটি মহরত অনুষ্ঠান করে। সংস্থার পরিচালক সমীর মুখোপাধ্যায় জানান, এলাকার নাট্যপ্রেমীদের দাবিতে এ বারও পুজোয় আমরা নতুন নাটক করব।”
|
অন্নকূট উৎসব |
|
প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার বাঁকুড়ার এক্তেশ্বর শিবমন্দির প্রাঙ্গণে ‘অন্নকূট উৎসব’ হয়। এক্তেশ্বর শিবমন্দির কমিটির সম্পাদক কিশোর মুরারকা বলেন, “শ্রাবণ মাস জুড়ে এক্তেশ্বরে শ্রাবণী মেলা চলে। অন্নকূট উৎসবে প্রসাদ নিতে হাজার হাজার ভক্ত আসেন।”
|
বৃক্ষবন্দনা |
মানভূম কলেজের কাছে মান-বীর স্কুলের মাঠে সম্প্রতি রবীন্দ্র স্মরন অনুষ্ঠান হল। স্কুল চত্বরে বৃক্ষবন্দনা ও বৃক্ষরোপণ উৎসব হয়। ছিল রবীন্দ্রগানে বাউল ও লোকগানের প্রভাব নিয়ে আলোচনাও।
|
ছবি: অভিজিৎ সিংহ, সুজিত মাহাতো ও নিজস্ব চিত্র। |
|