|
|
|
|
গরু-মোষ, হাঁস-মুরগি গোনা হবে অক্টোবরে, তোড়জোড়
সুপ্রকাশ চক্রবর্তী, কলকাতা: জনগণনা হয় দশ বছর অন্তর, আর পাঁচ বছর অন্তর প্রাণীসুমারি। ২০০৭ সালের
পর সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও সেই প্রাণীসুমারি শুরু হবে আগামী ১৫ অক্টোবর। পশ্চিমবঙ্গে গরু, মহিষ, ভেড়া,
ছাগল, হাঁস, মুরগি, কুকুর গোনা হবে প্রাণীসুমারিতে। তার আগে ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত গ্রাম-শহরে যে
সব বাড়িতে ওই ধরনের প্রাণী রয়েছে এবং সেই সঙ্গে খাটাল, মাংসের দোকান, খামারের তালিকা তৈরির কাজ
চলবে। মাংস বা অন্য কোনও প্রয়োজনে বিক্রির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে
যাওয়া হচ্ছে, এমন প্রাণীদের গণনা হবে সুমারির প্রথম দিন, ১৫ অক্টোবর। |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|