বটানিক্যাল পরিদর্শনে হাজির দুই বিচারপতি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিভিন্ন জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সরেজমিনে বটানিক্যাল গার্ডেন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি। শনিবার বিকেল ৪টে নাগাদ কলকাতা হাইকোটের্র বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং বিচারপতি অসীমকুমার মণ্ডল বটানিক্যাল গার্ডেনে হাজির হন। ব্যাটারিচালিত গাড়ি চেপে প্রায় দু’ঘণ্টা তাঁরা বাগান পরিদর্শন করেন। পরিবেশকর্মী সুভাষ দত্ত বটানিক্যাল গার্ডেন নিয়ে কলকাতা হাইকোর্টে কয়েকটি জনস্বার্থ মামলা করেছেন। এ দিন পরিদর্শনে এসে সেই ‘বিতর্কিত’ জায়গাগুলি ঘুরে দেখেন দুই বিচারপতি। এর মধ্যে ছিল বাগানের লেকের সঙ্গে গঙ্গার সংযোগকারী পাইপলাইন, খারাপ হয়ে থাকা স্লুইস গেট, বাগানের বেদখল হওয়া অংশ। এ ছাড়া, বটানিক্যালের আশপাশের বাসিন্দারা কী ভাবে বাগান দূষিত করছেন, তা-ও বিচারপতিরা লক্ষ করেন। পরিদর্শনের পর বিচারপতিরা মোটের উপর সন্তুষ্ট বলে বটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা হিমাদ্রিশেখর দেবনাথ জানিয়েছেন। বিচারপতিদের পরিদর্শনের জন্য বটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা হিমাদ্রিশেখর দেবনাথ, সুভাষবাবু, হাওড়ার পুলিশ কমিশনার-সহ পদস্থ কর্তারা হাজির ছিলেন।
|
|
ঘাস-লতাপাতায় নিজের সঙ্গে লুকোচুরি কুনকি
হাতি মেঘলালের। গরুমারায় দীপঙ্কর ঘটকের তোলা ছবি। |
|
কুকুর বিক্রির টাকা না মেলায় অপহরণ, ধৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’টি কুকুর বেচার তিন মাস পরেও প্রাপ্য টাকা পাননি বিক্রেতা। তাই লোক লাগিয়ে ক্রেতাটির দোকান থেকে ওই বিক্রেতা তাঁকে তুলে নিয়ে যান বলে অভিযোগ। মারধরের পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। যে লোকেদের ওই কাজে লাগিয়েছিলেন বিক্রেতা, ‘অপহরণ’-এর অভিযোগে তাদের তিন জনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম অমলেন্দু গোস্বামী, ইজাজ মহম্মদ ও ইমরান আফরান। মূল অভিযুক্ত বিক্রেতা-সহ অন্য ‘অপহরণকারী’দের খোঁজ চলছে। পুলিশ জানায়, অবিনাশ কবিরাজ স্ট্রিটের বাসিন্দা রাজেশ সাহার ক্যামাক স্ট্রিটে দোকান রয়েছে। প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা জয়ন্তকুমার চৌধুরীর কাছ থেকে কয়েক মাস আগে দু’টি কুকুর কেনেন রাজেশবাবু। এক সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল। তিন মাস পরেও জয়ন্তবাবু টাকা পাননি। ৪ অগস্ট ছ’জনকে নিয়ে রাজেশবাবুর দোকানে আসেন জয়ন্তবাবু। অভিযোগ, রাজেশবাবুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে মারধরের পরে ছেড়ে দেন জয়ন্তবাবু। রাজেশবাবুর কাছ থেকে ২৬ হাজার টাকা, এটিএম কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ছিনতাই হওয়া জিনিসগুলির খোঁজ মেলেনি।
|
|
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ‘পরিবেশ বান্ধব’ তালা
তুলে দিচ্ছেন প্রস্তুতকারক সংস্থার প্রতিনিধিরা। জার্মানির একটি সংস্থা
‘ক্যাডমিয়াম’ ধাতুবিহীন এই তালা তৈরি করেছে। বিধানসভার স্পিকার
জানিয়েছেন, বিধায়কদের ঘরে এবং বিধানসভার দরজায় এই
তালা লাগানো হবে। শনিবার সুদীপ আচার্যের তোলা ছবি। |
|