রেস শুরুর চব্বিশ ঘণ্টা আগেই শুনিয়ে রেখেছিলেন, শনিবার রিলে-তে বিশ্বরেকর্ড হওয়ার সম্ভাবনা আছে। কথা রাখলেন উসেইন বোল্ট। পরপর দুটো অলিম্পিকে সোনার হ্যাটট্রিক তো হলই, ৪x১০০ মিটার রিলেতে নতুন বিশ্বরেকর্ডও করে ফেললেন তিনি।
শনিবার রাতে সোনা যে জামাইকাই জিতবে, তা নিয়ে খুব একটা সন্দেহ ছিল না। যে দলে বিশ্বের দ্রুততম মানুষের পাশাপাশি রয়েছেন তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও, তাদের আর আটকাবে কে? |
প্রথম দুই ল্যাপে কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়ে বেশ খানিকটা পিছিয়েই ছিল জামাইকা। আসল দৌড় শুরু হয় তৃতীয় ল্যাপে, ইয়োহান ব্লেকের হাতে ব্যাটন যাওয়ার পর। ব্লেকই গুরুত্বপূর্ণ ‘লিড’ দেন জামাইকাকে। শেষটা করলেন অবশ্যই বোল্ট। তাঁর পায়েই সৃষ্টি হল রিলের নতুন বিশ্বরেকর্ড৩৬.৮৪ সেকেন্ড। এর আগের বিশ্বরেকর্ডও ছিল জামাইকার দখলে। |
হ্যাটট্রিকের ‘ডাবল’ বোল্টের |
১০০, ২০০ মিটারের পর ৪X১০০ রিলে। সোনার হ্যাটট্রিক। এবং পরপর দু’টো অলিম্পিকে! অসাধ্যসাধনকারী উসেইন বোল্ট। তাঁর হাত ধরে রিলেতে জামাইকা বিশ্বরেকর্ডও (৩৬.৮৪ সেকেন্ড) করল। |
|
হ্যাটট্রিকের ডাবল শেষ। পরের অলিম্পিকের সময় বোল্টের বয়স হবে ২৯। স্বীকার করছেন, সামনের চার বছরে তাঁকে পিছনে ফেলে দেবেন ব্লেক। তাই এখন থেকেই ট্র্যাকের বাইরের জীবন নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। সেখানেও চমক। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রায়াল আছে। নিজেকে তাতাতে বোল্টের চোখ ক্রিকেটের বাইশ গজেও!
শুধু তাই নয়, নতুন চ্যালেঞ্জের খোঁজে লং জাম্পেও নিজেকে যাচাই করে দেখতে চান। লং জাম্প নিয়ে তাঁর বক্তব্য, “ওই জিনিসটা করে দেখার অনেক দিনের ইচ্ছে আছে। এখন আমার নতুন চ্যালেঞ্জ দরকার।” ব্যাট-বলের লড়াইও অবশ্য তাঁর কাছে নতুন নয়। এক সময় নিয়মিত জোরে বল করতেন। টুইটারে বোল্টের দাবি, স্বদেশী ক্রিস গেইলের উইকেটও আছে তাঁর ঝুলিতে। সুযোগ পেলে আইপিএল খেলার যথেষ্ট আগ্রহও আছে। |