এক ঝলকে...
পৃথিবী
কায়রো ওয়াজিরিস্তান ইসলামাবাদ ওয়াশিংটন ইসলামাবাদ
• সিনাই-এর মরুভূমিতে গত রবিবার মিশরের ষোলো জন সৈন্য আকস্মিক হানায় নিহত (ছবিতে নিহত সেনার আত্মীয় ও আর এক সেনা)। বুধবার তার জবাবে মিশরের বিমানবাহিনী বোমাবর্ষণ আরম্ভ করল। সিনাই অবশ্য শিখণ্ডী মাত্র, মূল উত্তেজনা ইজরায়েল ও মিশরের মধ্যেই। ১৯৭৯ সালের চুক্তিমতে দুই দেশের মধ্যে সিনাই মরুভূমিতে স্থিতাবস্থা এই প্রথম ক্ষুণ্ণ হল। এই প্রসঙ্গে মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীর প্রতিনিধি দেশের নতুন প্রেসিডেন্ট মুর্সির সঙ্গে ধর্মনিরপেক্ষ মিশরীয় সেনাবাহিনীর সংঘর্ষ আরম্ভ হয়েছে।

• রাজা পারভেজ আশরফের উপর তুমুল চাপ। পাক সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে মামলা শুরু না করলে তাঁর দশাও হবে প্রাক্তন প্রধানমন্ত্রী গিলানির মতো। এ সবই পুরনো খবর। নতুন খবর এটাই যে আশরফের সাফ কথা জারদারির বিরুদ্ধে মামলার নির্দেশ তিনি দেবেন না।

• মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান দলের মিট রমনি তাঁর ‘রানিং মেট’ নির্বাচন করে নিলেন, উইসকনসিনের পল রায়ান। অর্থাৎ রমনি জিতলে রায়ান দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ ভাইস-প্রেসিডেন্ট।

• তীর্থযাত্রা না কি দেশত্যাগ-পলায়ন? আড়াইশো হিন্দু নাগরিক পাকিস্তান সীমান্ত পার হয়ে আসতে গিয়ে আটকে পড়েছিলেন ওয়াগায়। অবশেষে পাকিস্তান তাঁদের ভারতে আসার অনুমতি দিয়েছে।

• তালিবান অধ্যুষিত এলাকায় মার্কিন দ্রোন আক্রমণের প্রতিবাদ জানাতে ওয়াজিরিস্তানে মিছিল করবেন বলে জানিয়েছিলেন ইমরান খান। তালিবান মুখপাত্র জানিয়েছেন, এলাকায় ঢুকলেই তাঁকে হত্যা করা হবে। অনেকেই বিস্মিত। পাক রাজনীতিতে ইমরান তালিবানদের প্রতি তুলনামূলক ভাবে সহানুভূতিশীল হিসেবেই পরিচিত। তাঁকে হত্যার হুমকি?
মস্কো
দশ বছর আগে পাতালপ্রবেশ করেছিলেন ফয়জরাখমান সাতারভ। (ছবি) রাশিয়ার তাতারস্তান প্রদেশে একটি তিনতলা বাড়ির নীচে নিজস্ব ‘পবিত্র’ সাম্রাজ্য তৈরি করেছিলেন তিনি। ইসলামি সাম্রাজ্য খিলাফত। শ’খানেক অনুগামী সঙ্গে নিয়ে সেখানেই বাস করছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। জনা তিরিশেক শিশুও ছিল, তাদের অনেকেরই জন্ম ওই ভূগর্ভে, তারা কখনও সূর্যের আলো দেখেনি। গত সপ্তাহে এই পাতালঘরের খোঁজ পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। ‘বন্দি’দের মুক্তি দেয়। সাতারভকে গ্রেফতার করা হয়েছে। পুরনো জীর্ণ বাড়িটি ভেঙে দেওয়া হবে। হয়তো আবার নতুন পাতাল খুঁজবে সাতারভের ভক্তরা। তারা নাকি তাতারস্তান ও আশপাশের প্রদেশগুলির নানা এলাকায় ছড়িয়ে আছে।

পিয়ংইয়ং
তেরো বছর ধরে কিম জং-ইল-এর পেয়ারের রাঁধুনি ছিলেন জাপানের মানুষ কেনজি ফুজিমোতো, তাঁর হাতের সুশি না হলে উত্তর কোরিয়ার একনায়কের চলত না। ২০০১ সালে সুশির উপকরণ কিনতেই স্বদেশে যান ফুজিমোতো। আর ফেরেননি, উত্তর কোরিয়া এবং তার ‘রাজপরিবার’ নিয়ে বই লিখে নাম করেন। কিম-এর মৃত্যুর পরে পিয়ংইয়াংয়ের অধীশ্বর হয়েছেন তাঁর ছেলে কিম জং-আন (ছবি)। তাঁর নিমন্ত্রণে সম্প্রতি উত্তর কোরিয়া ঘুরে এলেন ফুজিমোতো। তাঁর মতে, নতুন কিম নাকি দারুণ ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছেন। তাঁর মুখে ফুলচন্দন পড়ুক, উত্তর কোরিয়ার পাষাণ উদ্ধার হোক।

ত্রিপোলি
গদ্দাফির শাসনে তিনি পালিয়ে বেড়িয়েছেন দেশের বাইরে বাইরে। ৪২ বছর শাসনের পর তুমুল বিদ্রোহের মুখে গদ্দাফি সরে যেতে পলাতক নেতা ফিরে এসেছেন স্বদেশে। তবে মহম্মদ এল মেগারিফ (ছবি) যে লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়ে যাবেন, কিছু কাল আগেও ভাবা যায়নি। দেশের প্রধান বিরোধী পক্ষ সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য স্যালভেশন অব লিবিয়া তাঁকে নেতা হিসেবে তুলে ধরতেই পাল্টে গেল ছবিটা। ২০০ সদস্যের জাতীয় পার্লামেন্টে ১১৩ আসন পেয়ে তিনিই আপাতত জয়ী। যত দিন না লিবিয়ার সংবিধান তৈরি হচ্ছে, তত দিন তিনিই দেশের হাল ধরে থাকবেন।

ওয়াশিংটন ডি সি
মিট রমনি আয়কর বাড়াবেন না, বড়লোকদের প্রতি তাঁর এই ‘দাক্ষিণ্য’র অপরাধে বারাক ওবামা তাঁকে গরিবের বন্ধু রবিন হুডের নাম ধার করে ‘রমনি হুড’ বলে ব্যঙ্গ করেছেন। জবাবে রমনি একটি নতুন শব্দ উপহার দিয়েছেন দেশবাসীকে: ওবামালোনি। ‘বলোনি’র সঙ্গে মিলিয়ে। বলোনি মার্কিন দেশের একটি অশিষ্ট শব্দ, খুব বিরক্ত হলে লোকে বলে থাকে। মানে ‘ধ্যাত্তেরি’ কিংবা ‘দুত্তেরিকা’ গোছের আর কী।

শেষ পাত
অলিম্পিকে মাতোয়ারা লন্ডনে যেতে পারেননি বলে মনখারাপ বুঝি? হ্যাঁ, আপনার জন্যই। এক অনলাইন বিপণিতে কিছু সংস্থা বোতলবন্দি অবস্থায় লন্ডনের পরিবেশ বেচছে। অলিম্পিক অন-সেল। পরিবেশকে কী ভাবে বোতলবন্দি করা সম্ভব, জানতে চাইবেন না। তবে এটুকুই জেনে রাখুন, এক বোতলের দাম উঠেছে হাজার টাকার কাছাকাছি। অলিম্পিক পার্কের হাওয়াভর্তি বোতলও কিনতে পারেন। দাম ১০০ ডলার। অলিম্পিক মাঠে পড়ে থাকা দলা পাকানো টিস্যু কাগজ চাই? তা-ও পাবেন। কোনও-এক দর্শক নিজের আসনটি পরিষ্কার করে মুছেছিলেন আর কী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.