টুকরো খবর
বহরমপুরে ঘেরাও অধ্যক্ষ
কলেজে বিক্ষোভ। ছবি: গৌতম প্রামাণিক।
বিএ প্রথম বর্ষে ভর্তির আসন সংখ্যা বাড়ানোর দাবিতে বহরমপুর কলেজের অধ্যক্ষকে শুক্রবার কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখে ছাত্র পরিষদের কর্মীরা। ছাত্র পরিষদের তরফে মুর্শিদাবাদ জেলা সভাপতি সরফরাজ রুবেল বলেন, “বিএ প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা শতকরা ১০ ভাগ বাড়ানো হবে বলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তবুও এই কলেজে সরকারি ওই ঘোষণা না মেনেই, আসন সংখ্যা না বাড়িয়েই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। সেই কারণে অধ্যক্ষকে ঘেরাও করা হয়। তিনি দাবি মেনে নিলে তাঁকে ঘেরাও মুক্ত করা হয়।” অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, “প্রথম বর্ষে ৯৬ জনের জায়গায় ১০৬ জনকে ভর্তি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্ত্রীকে খুনের হুমকি, ধৃত চিকিৎসক
স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কৃষ্ণনগরের মেদেরপাড়ার চেম্বার থেকে ওই চিকিৎসককে ধরে পুলিশ। তাঁর বাড়ি তাহেরপুরের পেটুয়ায়। প্রথম বিয়ে গোপন রেখে তিনি কৃষ্ণনগরের এক মহিলাকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন করেন। ওই মহিলা মাস কয়েক আগে কোতয়ালি থানায় নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই চিকিৎসক পরবর্তীকালে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। অভইযোগ, এর পরে তিনি স্ত্রীকে মামলা প্রত্যাহারের জন্য খুনের হুমকি দিতে থাকে। ৩ অগস্ট ওই মহিলা অভিযোগ দায়ের করেন।

জন্মাষ্টমী পালন। মায়াপুরে ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

গ্রেফতার দুষ্কৃতী
হেরোইন-সহ এক দুষ্কৃতীকে বৃহস্পতিবার দুপুরে রঘুনাথগঞ্জের ফুলতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নাম মহাদেব মণ্ডল। বাড়ি বহরমপুরের চোঁয়াপুরে। তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। জেলা পুলিস সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই দুষ্কৃতীর নামে একাধিক খুনের অভিযোগ আছে। জেরায় ১০টি খুনের দায় স্বীকারও করেছে সে। ওর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। বহরমপুর থেকে এর আগে মার্ডার সিন্ডিকেটের ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। এই দুষ্কৃতীও ওই চক্রের সঙ্গেই জড়িত।”

ফুডপার্ক ঘুরে অসন্তোষ মন্ত্রীর
মেগা ফুড পার্কের কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শুক্রবার জঙ্গিপুরে গিয়ে তিনি বলেন, “ফুডপার্কের নামে ৭ বছঝর ধরে এই জমি ফেলে রাখা হয়েছে। একই অবস্থা মালদহের একটি ফুডপার্কেরও। উৎপন্ন ফল ও সব্জির ৩০ শতাংশ নষ্ট হচ্ছে। ডিসেম্বরের মধ্যে দু’টি ফুড পার্ক চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।” এ দিন মন্ত্রী সারগাছি রামকৃষ্ণমিশনের পলিগ্রিন হাউসের উদ্বোধন করেন। জাতীয় সব্জি উদ্যোগ প্রকল্পের কৃষক গোষ্ঠীর অনুদানও দেন।

সহবাসের নালিশ, ধৃত পুলিশকর্মী
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক পুলিশকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুশান্ত মণ্ডল। বাড়ি সুতির আলমশাহি গ্রামে। সুশান্ত কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। শুক্রবার সকালে ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে সুশান্তকে গ্রেফতার করে পুলিশ।

সূচনা হাতে আর আড়াই মাস। তৈরি হচ্ছে দুর্গা প্রতিমার মুখ।
বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।

পালাতে গিয়ে উদ্ধার
‘ভাগ্য ফেরাতে’ মুম্বই-এর উদ্দেশ্যে শুক্রবার সকালে রওনা দিয়েছিল অষ্টম শ্রেণির ইব্রাহিম ও নবম শ্রেণির ইমরাম। বাড়ি কান্দির গোপালনগরে। বহরমপুর স্টেশনে মুম্বইগামী ট্রেনের টিকিটের লাইনে দাঁড়তেই সব ফাঁস হয়ে যায়। যাত্রীরা ওই দুই কিশোরকে তুলে দেয় বহরমপুর জিআরপি-র হাতে। বাড়িতে খবর দেওয়া হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে বন্দনা হাজরা (২৬) নামে এক মহিলার। তাঁর ছাতনা কান্দিতে। বৃহস্পতিবার কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি।

গ্রেফতার দুই
চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাম জাকির হুসেন ও মিঠুন শেখ। বাড়ি কালীগঞ্জের দলুইপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘোড়াইক্ষেত্রে চুরির অভিযোগ রয়েছে এই দু’জনের বিরুদ্ধে।

দেহ উদ্ধার
এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। বহরমপুরের দৌলতাবাদ থানার ছয়ঘরি ব্রাহ্মনপাড়ার ঘটনা। মৃতের নাম তারক অধিকারী (২৯)। শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে তাঁর গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ।

অঝোরে...। শনিবার নদিয়ার বাহাদুরপুরে ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.