দীর্ঘদিন ধরে সংস্কার করার আবেদন জানিয়েও কাজ না হওয়ার ক্ষোভে গ্রামে ঢোকার দু’টি রাস্তা কেটে দিলেন বাসিন্দাদের একাংশ। মানবাজার থানার ধানাড়া গ্রামের ঘটনা।
মানবাজার থেকে নুনানি গ্রাম হয়ে এই গ্রামে যাওয়ার একটি রাস্তা রয়েছে। পিড়রগড়িয়া গ্রামের ভিতর দিয়ে আরও একটি রাস্তা ধানাড়া গ্রামে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পিড়রগড়িয়া গ্রাম থেকে ধানাড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা সম্পর্কে সবাই জানেন। অথচ সংস্কারের জন্য কেউ এগিয়ে আসেননি। ব্লক অফিস থেকে পঞ্চায়েত অফিসে স্মারকলিপি দেওয়া হলেও রাস্তা সারানোর কাজ হয়নি। বাসিন্দাদের কথায়, “একটু বৃষ্টি হলেই এই রাস্তা পারাপার করা দায় হয়ে ওঠে। অন্তত ২০০ মিটার রাস্তায় হাঁটু সমান কাদা। সাইকেল বা মোটরবাইকে পার হওয়া দূর অস্ৎ, হেঁটেই ওই অংশটুকু পার হওয়া যায় না। পড়ে গিয়ে কাদা মাখামাখি হতে হয়। অন্য রাস্তাটিরও একই অবস্থা।” অন্য দিকে, সোমবার ও মঙ্গলবার সকালে বাসিন্দারা দেখেন, ওই রাস্তা দু’টি আড়াআড়া ভাবে কারা কেটে গিয়ে গিয়েছে। ফলে বাসিন্দাদের পথ চলাচলের সমস্যা আরও বেড়ে গিয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, নুনানি গ্রাম হয়ে যে রাস্তাটি ধানাড়া গ্রামে ঢুকছে সেই মোরাম রাস্তাটি কাটা। সাইকেল অথবা মোটরবাইকে পার হওয়া যাবে না। একই রকম কাটা রয়েছে ধানাড়া স্কুলের আগেও। |
ওই পথ দিয়েই ধানাড়া হাইস্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। ফলে এখন এই পরিস্থিতিতে চরম দুরবস্থায় পড়েছেন ধানাড়া হাইস্কুলের প্রায় ৭৫০ পড়ুয়া ও শিক্ষকেরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনাথ মুখোপাধ্যায় বলেন, “নুনানি যাওয়ার রাস্তাটি মঙ্গলবার ও স্কুলের সামনের রাস্তা সোমবার কাটা হয়েছে। কারা কেটেছে জানি না। স্কুলের ২১ জন শিক্ষকের মধ্যে ১৮ জনই বাইরে থেকে আসেন। এর মধ্যে কয়েক জন শিক্ষিকা রয়েছেন। ফলে শিক্ষক থেকে পড়ুয়া সকলেই রাস্তা কাটার ফলে সমস্যায় পড়েছি।” তিনি জানান, রাস্তা দু’টি সংস্কারের জন্য বিডিওকে আবেদন জানিয়েছিলাম। কিন্তু সুরাহা হয় নি।” নুনানি গ্রামের রাস্তায় স্কুলের পড়ুয়া প্রতিমা মণ্ডল, পার্থ বাউরি, রুমি সিংহরা বলে, “রাস্তার কাটা অংশে মঙ্গলবার পড়ে গিয়ে এক ছাত্রীর পা মচকে গিয়েছে। একে রাস্তা খারাপ ছিল, এখন কেটে দেওয়ায় আরও ভোগান্তি বেড়ে গিয়েছে।”
মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “ওই রাস্তাটি সর্ম্পকে আগে জানতে পারিনি। ১০০ দিনের কাজের প্রকল্পে ওই রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা নেওয়া হবে।” তিনি জানান, রাস্তা কেটে অন্যায় কাজ করা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে। ধানাড়া পঞ্চায়েতের প্রধান সিপিএমের রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “রাস্তা সংস্কার করার সামর্থ আমাদের নেই। বিডিওকে মৌখিক ভাবে রাস্তাটির ব্যাপারে জানিয়েছিলাম।” |