|
|
|
|
ঝাড়খণ্ড |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ‘নিত্য ঘটনা’, ব্যবস্থার আশ্বাস |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝড় হলে তো কথাই নেই। হাল্কা হাওয়ার সামান্য দোলাতেই ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে পটাপট ছিড়ে পড়ছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ওভারহেড তার। ছিড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনাও ঘটছে হামেশাই। গত কালও রাঁচির দুই জায়গায় ওভারহেড তার ছিড়ে, বিদ্যুতের ছোবলে প্রাণ হারিয়েছেন দুই তরুণী এবং এক বালক। পুলিশের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত দু’মাসে ওভারহেড তার ছিড়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ জন। জখমের সংখ্যা আরও বেশি।
গত মাস দুয়েকের মধ্যে ওভারহেড তার ছিড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে চাতরায়। একটি বাসের উপরে ওভার হেড তার ছিড়ে পড়ায় মৃত্যু হয়েছিল ৯ যাত্রীর। এছাড়া রাজ্যের অন্য জেলার তুলনায় হাজারিবাগ, রামগড়, সিমডেগা, কোডারমা জেলা থেকে ওভারহেড তার ছিড়ে মৃত্যুর খবর বেশি আসছে।
ঘনঘন ওভারহেড তার ছিড়ে হতাহত হওয়ার প্রেক্ষিতে পর্ষদের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থায় ব্যবহৃত সরঞ্জামের গুণগতমান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবার সার্বিক কাজকর্ম নিয়েও। পর্ষদের কাজ নিয়ে ওঠা যাবতীয় সন্দেহকে আজ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন ঝাড়খণ্ড রাজ্য বিদ্যুৎ পর্ষদের বণ্টন ব্যবস্থার পদস্থ কর্তারা। পর্ষদের ‘মেম্বার ডিস্ট্রিবিউশন’ চন্দ্রদেও কুমার বলেন, “কাজের গুণগত মান নিয়ে কোনও প্রশ্ন নেই। তবে হ্যাঁ, যে ওভারহেড তার ব্যবহার হচ্ছে, তা সবই কভার শূন্য। কভার দেওয়া তার ব্যবহার করতে পারলে দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু ওই তার ব্যবহারে প্রচুর খরচ পড়বে। তাই সেটা সম্ভব হচ্ছে না।”
প্রসঙ্গত চন্দ্রদেও কুমার জানান, ওভার হেড তার ছিড়ে পড়ার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, অবৈধ লাইনে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে কোনও রকম পরিকল্পনা এবং সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তড়িঘড়ি লাইন ট্যাপ করে তা দূরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। পর্ষদের ম্যাপে ওই অবৈধ লাইনের বিষয়ে কোনও নথিও থাকে না। ওভারহেড তার ছিড়ে পড়ার ঘটনা ওই সব জায়গাতেই বেশি। দ্বিতীয়ত, বিশেষ সতকর্তামূলক ব্যবস্থার মধ্যে দিয়ে ওভারহেড লাইন টানতে গেলে নির্দিষ্ট জমি দরকার। কিন্তু অনেক জায়গাতেই জমি মেলে না। তখন বসতি এলাকার উপর দিয়ে কিংবা গলি দিয়েও পর্ষদের উচ্চক্ষমতা সম্পন্ন ওভারহেড লাইন টানতে হচ্ছে। এগুলিও দুর্ঘটনার কারণ। পর্ষদের মেম্বার ডিস্ট্রিবিউশন জানিয়েছেন, পরের পর ওভারহেড তার ছিড়ে হতাহতের ঘটনা ঘটার প্রেক্ষিতে দফতরের সমস্ত জোনাল ম্যানেজারদের নিয়ে খুব শীঘ্রই বৈঠক করা হবে। দুর্ঘটনা এড়ানোর উপায় খুঁজতে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথাও ভাবছেন পর্ষদ কর্তারা। |
|
|
|
|
|