১০% গ্রামবাসীকে দিন
চালাতে হয় ১৭ টাকায়
মাথাপিছু সাকুল্যে ১৭ টাকায় দিন গুজরান করতে হয়। ভারতের ১০ শতাংশ দরিদ্রতম গ্রামবাসীর জন্য এটাই বাস্তব সত্য। শহরে এই হিসেব ২৩ টাকা ৪০ পয়সা। এই ছবি উঠে এসেছে সরকারি সমীক্ষাতেই। দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা ঠিক করতে যোজনা কমিশন দৈনিক যে খরচকে মাপকাঠি বলে ধরে, এই খরচের অঙ্ক তার চেয়েও কম।
১৯৯১ সালে আর্থিক সংস্কার পর্বের সূচনার দু’দশক পরে করা এই সমীক্ষার লক্ষ্য ছিল ভারতে জীবনযাত্রার মানের খতিয়ান নেওয়া। এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন (এনএসএসও)-এর করা এই সমীক্ষা থেকে স্পষ্ট, ছবিটা আশাপ্রদ নয় একেবারেই। গ্রামে মাথাপিছু দৈনিক খরচ ২২ টাকা ৪২ পয়সার নীচে হলেই ধরা হয় তিনি দারিদ্রসীমার নীচে বাস করছেন। শহরের জন্য তা ২৮ টাকা ৬৫ পয়সা। আর এই সমীক্ষাই বলছে, গ্রাম-শহর নির্বিশেষে দরিদ্রতম ১০ শতাংশ মানুষের দৈনিক মাথাপিছু খরচ এই অঙ্কের তুলনায় বেশ কম। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, আর্থিক সংস্কার এবং বিভিন্ন সুযোগ-সুবিধাকে সমাজের নিচু স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার তত্ত্বের (ট্রিকল ডাউন থিওরি) প্রয়োগ ভারতের গ্রামের ছবিটা যে এখনও বদলাতে পারেনি, তার ইঙ্গিত দিল এই সমীক্ষা।
সম্প্রতি ভারতের নতুন তথা ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর বক্তৃতায় দেশে দারিদ্র দূরীকরণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, “সুযোগ সুবিধাকে ধীরে ধীরে নিচু স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার তত্ত্ব (ট্রিক্ল ডাউন থিওরি) দরিদ্র মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না।” এ-ও বলেছিলেন, “দেশের প্রকৃত উন্নতি তখনই হবে যখন হতদরিদ্ররাও অনুভব করতে পারবেন যে তাঁরা উদীয়মান ভারত গঠনের শরিক।”
দারিদ্র দূরীকরণের উপায় হিসেবে সংস্কারপন্থীদের একাংশ ‘ট্রিকল ডাউন থিওরি’-র কথা বলেন। অর্থনীতির এই তত্ত্ব বলে, সরকার বিভিন্ন শিল্প-বাণিজ্য সংস্থা এবং ধনী ব্যক্তিদের করছাড়-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিলে আখেরে লগ্নি বাড়বে। যার ফলে কম দামে পণ্য মিলবে। নিচু ও মাঝারি তলায় তৈরি হবে কাজের সুযোগ। পরোক্ষে যার সুফল পাবেন সমাজের নিম্নতম শ্রেণির মানুষ। সমালোচকরা অবশ্য বলেন, এতে আদতে গরিব মানুষের কোনও উপকার হয় না। যদিও বা হয়, তা যৎসামান্য।
এনএসএসও-এর করা সমীক্ষার ফল দেখিয়ে সেই সমালোচকরা ফের প্রশ্ন তুলতে পারেন। সমীক্ষা থেকে জানা গিয়েছে, গ্রামীণ জনসংখ্যার অর্ধেকেরই গড় মাসিক খরচ ১০৩০ টাকার নীচে। দৈনিক খরচ ৩৪ টাকা ৩৩ পয়সা। ৭০ শতাংশ শহরবাসীর দৈনিক গড় খরচ ৪৩ টাকা ১৬ পয়সা। যেখানে সবচেয়ে ধনী ২০ শতাংশের ক্ষেত্রে তা ১০০ টাকা। গড়ে গ্রামের ওই দরিদ্রদের মাসিক মাথাপিছু ব্যয় ৫০৩ টাকা ৪৯ পয়সা। শহরে তা ৭০২ টাকা ২৬ পয়সা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.