নজরদারি বাড়াতে বৈঠক সিউড়িতে
পুলিশি তৎপরতায় যাতে ঘাটতি না হয় এবং সেই সুযোগে মাওবাদীরা যেন নতুন করে এলাকায় তাদের তৎপরতা বৃদ্ধি করতে না পারে--মূলত এই বিষয়ে সতর্ক করতে বুধবার সিউড়িতে বৈঠক করলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ, ডিআইজি (বর্ধমানরেঞ্জ) বাসব তালুকদার, আইজি (সিআইএফ) সিদ্ধিনাথ গুপ্ত ও জেলা পুলিশ সুপার হৃষিকেষ মিনা। ছিলেন (খয়রাশোল, কাঁকরতলা, রাজনগর, দুবরাজপুর, মহম্মদবাজার, রামপুরহাট, নলহাটি, মুরারই, সদাইপুর) ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের ৯টি থানার ওসি।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের সীমানাটি ১৫০ কিমির বেশি দীর্ঘ। ঝাড়খণ্ডের মূলত তিনটি থানা এলাকা যথা কুন্ডহিত, টোংরা এবং শিকারিপাড়া থেকে মাওবাদীদের আনাগোনার বহু প্রমাণ পুলিশের কাছে রয়েছে। রাজনগর ও খয়রাশোলে এমন বহু নাশকতা ও খুনের ঘটনা ঘটেছে। যেগুলির পিছনে মাওবাদীদের হাত রয়েছে বলে পুলিশের দাবি। নতুন করে আরও কয়েকটি থানা এলাকায় মাওবাদী গতিবিধি বেড়েছে বলেও দাবি পুলিশের। পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ বা সতর্কতা জরুরি সেই বিষয়ে বিশদে আলোচনা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান আইজি গঙ্গেশ্বর সিংহ।
বৈঠকের পরে এসপি ঋষিকেশ মিনা, আইজি সিআইএফ সিদ্ধিনাথ গুপ্ত
এবং আইজি পশ্চিমাঞ্চল গঙ্গেশ্বর সিংহ। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “ঝাড়খণ্ড থেকে বীরভূমে মাওবাদীদের আনাগোনা রয়েছে। নতুন করে নাশকতা ঘটতে পারে আশঙ্কায় সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হবে। সিআইএফেরও সহযোগিতা নেওয়া হবে।” তবে ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হবে সেটা স্পষ্ট করেননি আইজি।
আইজি কিছু না বললেও পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রথমত--ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে সমন্বয় স্থাপন করা। এই বিষয়ে তথ্য আদানপ্রদান করা এবং একযোগে কাজ করার প্রতি জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত--জঙ্গলমহলে যৌথ বাহিনীর অভিযানে তাড়া খেয়ে ঝাড়খণ্ড হয়ে কোনও মাওবাদী নেতাকর্মী বীরভূমে এসে আশ্রয় নিয়েছে কি না সেটা জানতে এলাকায় নজরদারি বাড়ানো। পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা ও জনসংযোগ বাড়াতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত--যে যে থানা এলাকায় মাওবাদীরা ঢুকছে বলে পুলিশ ও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে, সেই সব থানা এলাকার প্রত্যন্ত অঞ্চলের কোনও মানুষ সমস্যায় বা আতঙ্কে রয়েছেন কি না, এলাকার কেউ দীর্ঘদিন বাড়ির বাইরে রয়েছেন বা অপরিচিত কেউ এলাকায় বসবাস করছেন কি না এ বিষয়ে খোঁজ রাখা। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক প্রধান বিডিওদের জানাতে বলা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.