ভর্তি নেওয়ার পদ্ধতি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের আপত্তির জেরে রাজ কলেজে বুধবার বন্ধ হয়ে গেল বিজ্ঞান বিভাগের অনার্স শাখায় দ্বিতীয় পর্বের কাউন্সেলিং। ঘেরাও করা হল অধ্যক্ষের অফিস। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশ ডাকেন কলেজ কর্তৃপক্ষ। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক প্রাক্তন ছাত্রকে আটক করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, প্রথম পর্বের কাউন্সেলিং শেষে যে আসন ফাঁকা থেকে গিয়েছে, তা পূরণের জন্য দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হয়েছে। কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক বিজয় চন্দ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা মেধা তালিকার ভিত্তিতেই দ্বিতীয় পর্বের কাউন্সেলিং করছিলাম। |
তাতে ইতিমধ্যে কলেজে অন্য শাখায় ভর্তি হওয়া এবং বহিরাগত ছাত্রেরা, সকলেরই নির্বাচিত হওয়ার সমান সুযোগ ছিল। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের তরফে দাবি করা হয়, কেবলমাত্র যারা কলেজে পাশ পাঠ্যক্রমে ভর্তি হয়েছেন, সেই সব পড়ুয়াদের মধ্যে থেকে কাউন্সেলিং করে অনার্স শাখায় নিতে হবে। এর জেরে এ দিন কাউন্সেলিং বন্ধ হয়ে গিয়েছে।” তৃণমূল ছাত্র পরিষদ নেতা পিঙ্কু ক্ষেত্রপাল ও মহম্মদ আজিজের অনুগামীরা এ দিন অধ্যক্ষের অফিস ঘেরাও করেন। বিশৃঙ্খলার জেরে শেষে কলেজ কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়। বন্ধ হয়ে যায় কাউন্সেলিং। ছাত্র নেতা সোমনাথ দে, রাজা ঘোষেদের দাবি, “কয়েক বছর ধরে কলেজে ‘ইন্টার্নাল কাউন্সেলিং’ চলছে। এ বারই হঠাৎ তার বদলে ‘ওপেন কাউন্সেলিং’ হবে বলে জানানো হয়। কলেজের ছাত্রদের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ জানিয়েছি।” তাঁদের হুমকি, “এই প্রক্রিয়ায় হলে ৩ অগস্ট কলা বিভাগের অনার্সে দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়েও আমরা বাধা দেব।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকেশ্বর মণ্ডল বলেন, “এ দিনের ঘটনার পরে পরে ফের কবে কাউন্সেলিং হবে বা আদৌ হবে কি না, এ বার আমাদের তা ঠিক করতে হবে।” |