টুকরো খবর
জুয়ার ঠেক চালানোর অভিযোগ
জুয়ার বোর্ড চালানো ও তোলা আদায়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলার বাসিন্দা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানায়, তাঁর নাম সুদীপ রায়চৌধুরী। তিনি সম্পর্কে তৃণমূল সেবাদলের রাজ্য কমিটির সদস্য বাচ্চু রায়চৌধুরীর ভাই। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁকে ধরার জন্য তাঁর মহিশীলার বাড়িতে যায় পুলিশ। কিন্তু তিনি পালিয়েছেন। বাচ্চুবাবুর অবশ্য দাবি, “পুলিশ আমার ভাইকে ফাঁসাতে চাইছে।” তাঁর পাল্টা অভিযোগ, পুলিশ তাঁর ভাইয়ের বাড়িতে ভাঙচুর করেছে। যদিও এ বিষয়ে থানায় তিনি কোনও অভিযোগ করেননি বলে জানা গিয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযানে গিয়েছিল। কোনও ভাঙচুর চালানো হয়নি। পুলিশের দাবি, মাস খানেক আগে মহিশীলার একটি মাঠে জুয়ার বোর্ড চালানোর খবর পেয়ে পুলিশ সুদীপবাবুকে তাড়া করে। সে দিনও তিনি পালিয়ে যান।

স্নান করতে নেমে নিখোঁজ
স্নান করতে গিয়ে দামোদরের ক্যানেলে তলিয়ে গিয়েছেন এক যুবক। বুধবার সকাল ১১টা নাগাদ কাঁকসা থানার রাজবাঁধে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই যুবকের নাম বিশ্বজিৎ ধর (২৪)। বাড়ি কাঁকসা থানারই গোপালপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন আরও দুই বন্ধুর সঙ্গে ক্যানালের জলে স্নান করতে গিয়েছিলেন তিনি। হঠাৎ জলের তোড়ে তলিয়ে যান। বন্ধুরা চেষ্টা করেও খুঁজে না পেয়ে চিৎকার জুড়ে দেন। ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ আসে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও ওই যুবকের খোঁজ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

মাও-পোস্টার সাঁটানোয় ধৃত ২
মাওবাদী পোস্টার লাগানোয় জড়িত সন্দেহে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে বুধবার ভোরে বহুলা থেকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। বুধবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ জানায়, সপ্তাহ দুয়েক আগে পর পর দু’বার বহুলা, হরিপুর অঞ্চলে মাওবাদীদের নাম করে বেশ কিছু পোস্টার ছাপিয়েছিল তারা। পুলিশের দাবি, দুষ্কৃতীরা জেরায় কবুল করেছে তাদের সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই। এলাকায় আতঙ্ক ছড়াতেই এ ধরণের কাজ করছিল তারা।

গ্রিল ভেঙে চুরি, ধৃত
চুরির ঘটনায় ওসমান শেখ নামে এক জনকে গ্রেফতার করল হিরাপুর থানার পুলিশ। তার বাড়ি হিরাপুরের করিমডাঙ্গাল এলাকায়। পুলিশ জানায়, গত ১৪ জুলাই বিবেকানন্দপল্লির একটি বাড়িতে গ্রিল ভেঙে ঢুকে চুরির ঘটনায় জড়িত সে। পুলিশের দাবি, জেরায় ওসমান চুরির কথা স্বীকার করেছে। তার সঙ্গে সরফরাজ শেখ নামে আরও এক জন ছিল বলে জানিয়েছে সে। পুলিশ জানায়, সরফরাজের খোঁজ চলছে।

বিদ্যুৎ চুরি, গ্রেফতার
বিদ্যুৎ চুরির অভিযোগে সালানপুর থানার রাঙামাটি অঞ্চল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল সালানপুর থানার পুলিশ। তিনি হুক করে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রূপনারায়ণপুর শাখার পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছিল। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

মাঠে ধস কুলটিতে
কুলটি থানার আলডি গ্রাম সংলগ্ন একটি ফাঁকা মাঠের বেশ কিছুটা অংশে ধস নামল বুধবার বিকেলে। ধসের আশপাশে বড় ফাটলও তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে মাত্র দেড়শো মিটার দূরেই রয়েছে আলডি ও আকনবাগান গ্রাম। ধসের খবর ছড়াতেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত অঞ্চলটি দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে তাঁরা জানান।

দুর্গাপুরে কুয়োয় মিলল বৃদ্ধের দেহ
কুয়ো থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার নিউ টাউনশিপ থানার বিধাননগর এলাকার ঘটনা। মৃতের নাম বকুল সেন (৬৫)। পুলিশের প্রাথমিক অনুমান, মঙ্গলবার গভীর রাতে কোনওভাবে তিনি কুয়োয় পড়ে গিয়েছিলেন। দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

বালি আটক
—নিজস্ব চিত্র
অজয়ের ঘাট থেকে ২০টি বে-আইনি বালি ভর্তি লরি বাজেয়াপ্ত করেছে মহকুমা প্রশাসন। বুধবার এই অভিযান চালানো হয়। দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষা রানি জানান, অভিযান চালিয়ে দেখা গিয়েছে লরিগুলির কোনওটিতে অতিরিক্ত বালি তোলা হয়েছে। কোনওটির বৈধ কাগজপত্র নেই। লরিগুলি কাঁকসা থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

শহিদ স্মরণ
এআইটিইউসি আয়োজিত ‘শহিদ স্মরণে’ অনুষ্ঠানে বুধবার বক্তৃতা করলেন প্রাক্তন সাংসদ তথা এআইটিইউসির বর্ষীয়ান নেতা গুরুদাস দাশগুপ্ত। এআইটিইউসির জেলা নেতা প্রভাত রায় জানান, ১৯৭০ সালে এই দিন শ্রমিক আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে তাঁদের দুই সদস্যের মৃত্যু হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.