|
|
|
|
চার জনকে ধাক্কা মেরে উধাও গাড়ি, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পর পর চারজনকে ধাক্কা মেরে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেল একটি গাড়ি। বুধবার দুপুরে কুলটির নিয়ামতপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা ওই গাড়িটি আটক করার দাবিতে প্রায় দেড় ঘন্টা ধরে জিটি রোড অবরোধ করেন ও দু’টি লরি ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহতদের আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গাড়িটিকে আটক করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর দেড়টা নাগাদ বরাকরের দিক থেকে একটি গাড়ি খুব দ্রুত গতিতে আসানসোলের দিকে যাচ্ছিল। সেই সময়ে পথে নিয়ামতপুর নিউ রোড মোড়ের কাছে একজন মোটরবাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। এরপর আরও গতিবেগ বাড়িয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন গাড়িটিকে পিছন থেকে ধাওয়া করলে নিয়মতপুর চৌমাথা মোড়ের কাছে পরপর দু’জনকে ও লছিপুরের কাছে আরও একজনকে ধাক্কা মেরে দ্বিগুণ গতিতে আসানসোলের দিকে পালিয়ে যায়। |
|
জি টি রোডে বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
এরপরই স্থানীয় বাসিন্দারা জিটি রোড অবরোধ করেন। সেই সময়ে জিটি রোড ধরে বরাকরের দিক থেকে দু’টি পণ্যবাহী লরি আসছিল। উত্তেজিত জনতা লরি দু’টিকে আটকে ভাঙচুর শুরু করে। আকস্মিক এই আক্রমণে হতচকিত লরি দু’টির চালক ও খালাসি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ এলে তাদের ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। বাসিন্দাদের অভিযোগ, নিয়মতপুর নিউরোড ও চৌমাথা এলাকায় ট্রাফিক পুলিশ থাকলেও ওই গাড়িটিকে তাঁরা আটকাতে পারেননি। শুধু তাই নয়, প্রতিদিন ‘নো এন্ট্রি’র সময়েও অবাধে পণ্যবাহী লরি পুলিশের সামনে দিয়েই নিয়ামতপুর জিটি রোড ধরে যাতায়াত করে। তাঁদের দাবি, ওই গাড়িটিকে আটক করে ক্ষতিপূরণ আদায় করতে হবে ও ‘নো এন্ট্রি’-র সময়ে জিটি রোডে পণ্যবাহী লরি চলাচল বন্ধ করতে হবে। পুলিশ জানায়, চার জন পথচারীকে যে গাড়িটি ধাক্কা মেরেছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সেটির নম্বর পাওয়ার চেষ্টা চলছে। খুব দ্রুতই সেটি ধরা পড়বে। এছাড়াও ‘নো এন্ট্রি’র সময় পণ্যবাহী লরি চলাচল করতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেয় পুলিশ। এর পরেই অবরোধ ওঠে। ব্যস্ত সময়ে প্রায় দেড় ঘন্টার ওই অবরোধে বিপাকে পড়েন সাধারণ মানুষ। আটকে পড়ে স্কুল পড়ুয়া বোঝাই পুলকারগুলিও। রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন ও পুরুলিয়ার দিকে যান চলাচল ব্যাহত হয়। |
|
|
|
|
|