অতিরিক্ত পণের দাবিতে এক বধূকে অত্যাচার করার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার ইন্দাস থানার রসুলপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ছবিতা মণ্ডল নামে এক বধূ সোমবার থানায় তাঁর স্বামী রাজীব মণ্ডল-সহ চার জনের বিরুদ্ধে মারধর করার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই ওই বধূর স্বামীকে ধরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে রাজীবের সঙ্গে জয়পুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের ছবিতার বিয়ে হয়েছিল। ছবিতাদেবী অভিযোগ করেছেন, বিয়ের পর আরও পণের দাবিতে তাঁর উপরে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করছেন। রবিবার তাঁর স্বামী তাঁকে মেরে ফেলারও চেষ্টা করেন বলে অভিযোগ। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেলাহাজত হয়।
|
বাজার থেকে কেনা মাংসের মান খারাপ হওয়ায় পেটে গোলমাল হয়েছে-- এই অভিযোগে তিন মাংস বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। ওন্দার কালীসেন এলাকার ওই তিন মাংস বিক্রেতা হলেন বঙ্কিম মাঝি, শীতল বাউরি, তরুণ বাউরি। সোমবার পুলিশ তাঁদের গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতদের বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের পাঁচ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, শনিবার তাঁরা ছাগলের মাংস বিক্রি করেন। সে দিন কালীসেন গ্রামের কিছু লোকের পেটের গোলমাল হয়। আট জন ওন্দা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করান। তাঁদেরই এক জন কিঙ্কর হাজারের থানায় অভিযোগ করেন, ওই মাংসে গোলমাল ছিল বলেই তাঁরা অসুস্থ হয়। এরপরেই পুলিশ ওদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। সোমবার বিকেলে রানিবাঁধ থানার বারোগ্রামের কাছে, আকখুটা-রাইপুর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সারথি রজক (৫৮)। রানিবাঁধের বারো গ্রামের বাসিন্দা সারথিদেবী মাঠে কাজ সেরে যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মোটরবাইকটিকে আটক করেছে। |