সংস্কৃতি যেখানে যেমন

পুরাতত্ত্ব পরিষদ
সংস্থার ২৯ বর্ষ পূর্তি উপলক্ষে গত ২২ জুলাই নতুন ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রবীণ শ্রীখোল বাদক চন্দ্রকান্ত কংসবণিককে ‘মৃদঙ্গাচার্য’ উপাধি প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গবেষক-প্রাবন্ধিক বারিদবরণ ঘোষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। পরে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন কথা আলোচনা করেন। অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

দু’টি নটক
প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে গত ২৪ জুলাই দুটি নতুন নাটক মঞ্চস্থ করল নবদ্বীপ প্রতিভাস। মনোজ মিত্রের একাঙ্ক নাটক আঁখি পল্লব এবং বিভাস চক্রবর্তীর পুতুলের চিঠি, দু-দিনে দু’টি নাটক দেখল নবদ্বীপ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল স্থানীয় দণ্ডপাণিতলার বিজলি ক্লাব।

দুই বাংলার নাটক
বহরমপুর রবীন্দ্রসদনে নাট্যোৎসব।--নিজস্ব চিত্র।
ঋত্বিকের রবীন্দ্র-নাট্যোৎসব। রবীন্দ্র নাটকে দুই বাংলা শিরোনামে গত ২৭ জুলাই বহরমপুর রবীন্দ্রসদনে ওই উৎসবের সূচনা। উদ্বোধন করেন বাংলাদেশের থিয়েটার আর্ট ইউনিট-এর নাট্য পরিচালক মহম্মদ বারিক। নাট্যোৎসব চলবে ৩ অগস্ট পর্যন্ত। ঋত্বিকের পক্ষে মোহিত চট্টোপাধ্যায় বলেন, “ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় রবীন্দ্র-নাটক নিয়ে আট দিনের নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। গত ২৮ জুলাই দুই বাংলার রবীন্দ্র নাট্যচর্চা বিষয়ক আলোচনায় অংশ নেন দুই বাংলার দুই নাট্য ব্যাক্তিত্ব বাংলাদেশের মহম্মদ বারিক ও কলকাতার নৃপেন্দ্রনাথ সাহা।” শুরুর দু’দিনে দুটি রবীন্দ্র নাটক ডাকঘর ও শেষ রক্ষা মঞ্চস্থ করে ঋত্বিক। এছাড়াও দৃশ্যপট-এর চারু, শোহন-এর মানভঞ্জন ও অনীকের তপতী নাটক মঞ্চস্থ হয়েছে। বুধবার থেকে পর পর মঞ্চস্থ হবে সংসৃতির সে, রঙ্গকর্মীর মানসী, বাংলাদেশের মহাকাল নাট্য সম্প্রদায়ের নিশিমন বিসর্জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.