টুকরো খবর
টোকে গেকো চোরাশিকার রুখতে অভিযান মণিপুরে
অবশেষে নড়েচড়ে বসল মণিপুর বনবিভাগ। চোরাশিকারিদের নয়া নিশানা, টোকে গেকো উদ্ধারে অভিযান চালিয়ে গত তিন দিনে মোট ৯টি টোকে গেকো উদ্ধার করেন বনরক্ষীরা। মণিপুরের প্রত্যন্ত এলাকাগুলিতে টিকটিকি জাতীয় এই সরীসৃপের দেখা মেলে। মায়ানমার ও চিনে গেকোর চাহিদা বর্তমানে তুঙ্গে। একটি ৪০০ গ্রাম ওজনের গেকোর দাম ২০ লক্ষ টাকা অবধি উঠতে পারে। চিনে টোকে গেকো থেকে নাকি এড্স ও ক্যানসারের ওষুধ তৈরি হয়। টাকার লোভে প্রাণীটিকে হত্যার জন্য গ্রামের বাসিন্দারা জঙ্গলে ঘুরছেন। ইতিমধ্যেই, নির্বিচার শিকারের জেরে ফিলিপিন্সে টোকে গেকো বিরল হয়ে উঠেছে। সে দেশে এই প্রাণীটিকে হত্যা করলে ১২ বছর অবধি কারাবাস ও কয়েক লক্ষ টাকা জরিমানার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু ভারতে টোকে গেকো শিকার সম্পর্কে এখনও বনবিভাগ ও পুলিশ সে ভাবে সচেতন হয়ে ওঠেনি। সম্প্রতি টোকে গেকো শিকার নিয়ে সংবাদমাধ্যমে শোরগোল হওয়ার পরেই মণিপুরের বনকর্তারা সতর্ক হন। গত কাল বিকেলে বিষ্ণুপুর জেলার কামোং মাইশরাম মানিং লেইকাই এলাকায় বনরক্ষী ও পুলিশ ওৎ পেতে ছিল। কয়েকজন গ্রামবাসী মায়ানমারে বিক্রি করার জন্য টোকে গেকো নিয়ে আসে। বনরক্ষীরা তাদের তাড়া করতেই বাক্স ফেলে গ্রামবাসীরা পালায়। বাক্স থেকে আটটি টোকে গেকো উদ্ধার করা হয়। রবিবার থৌবাল জেলা থেকে পুলিশ আরও একটি টোকে গেকো উদ্ধার করে। পরে সেটিকে কেইবুল লামজাও জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

হাতি তাড়ানো শুরু
বেলিয়াতোড়ের জঙ্গল থেকে ২২টি হাতিকে ফেরত পাঠানোর জন্য অভিযান শুরু করল বন দফতর। মঙ্গলবার বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিটের জঙ্গল থেকে বিকেলে অভিযান শুরু করা হয়। ডিএফও (উত্তর) এস কুলন ডেইভাল বলেন, “রাতভর অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দু’টি ধাপে মোট ৮০ জন হুলা কর্মী অভিযান চালাবেন।” তিনি জানান, ওন্দার খামারবেড়িয়ার পাশ দিয়ে দলটিকে দ্বারকেশ্বর নদ পার করিয়ে বিষ্ণুপুর বনাঞ্চলে ঢোকানোর চেষ্টা করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় এক মাস আগে ঢুকে পড়া হাতির পালটি বাঁকুড়া উত্তর বন বিভাগের বজজোড়া ও সোনামুখী রেঞ্জে অবস্থান করছিল। জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা হাতি নিয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন।

বাগান-বস্তিতে হাতির তাণ্ডব
রান্নাঘরের চাল খেয়ে চা বাগানের শ্রমিক বস্তিতে তাণ্ডব চালাল দাঁতাল হাতি। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি জঙ্গল লাগোয়া নিমতি চা বাগানে। দাঁতালের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ১০টি ঘর। কোনও হতাহতের খবর নেই। বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতির রেঞ্জার নারায়ণ আচার্য বলেন, “দাঁতালটি খাবারের সন্ধানে শ্রমিক লাইনে প্রায় দশটি ঘর ক্ষতিগ্রস্ত করে। দাঁতালটি রান্নাঘরগুলিতে খাবারের সন্ধানে হামলা চালায়। কোথাও চাল বস্তা থেকে বের করে খেয়েছে কোথাও সব্জি খেয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের সরকারী নিয়ম মেনে ক্ষতি পূরনের ব্যাবস্থা করছি।”

শব্দবাজি আটক
শহরের জিটি রোড সংলগ্ন টিকিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৪১৭ কিলোগ্রাম শব্দবাজি আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক জনকে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, আটক করা শব্দবাজির মূল্য প্রায় ২ লক্ষ টাকা। শেখ রাজা ওরফে টিঙ্কু নামে এক ব্যক্তিকে ধরা হয়েছে। তদন্ত চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.