টুকরো খবর |
গোয়ালপাড়ায় সেনা কনভয়ে বিস্ফোরণ, হত ১
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নামনি অসমে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই, গোয়ালপাড়ায় সেনা কনভয়ের উপরে হামলা চালাল পরেশপন্থী আলফা। আজ সকাল ১০টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফোগত জানান, সেনাবাহিনীর একটি কনভয় কোকরাঝাড় থেকে আগিয়া যাচ্ছিল। সেই সময় হালদারপাড়া এলাকায়, ব্রহ্মপুত্রের উপর নরনারায়ণ সেতুর অদূরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছিটকে যায় সেনাবাহিনীর একটি ‘স্ট্যালিয়ন’ ট্রাক। ঘটনাস্থলেই এক জওয়ান প্রাণ হারান। জখম হন ৬ জন। বিস্ফোরণস্থল থেকে হেলিকপ্টারে করে জখম জওয়ানদের বশিষ্ঠ সেনা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। সেনা সূত্রে খবর, রিমোট কন্ট্রোলের মাধ্যমে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এলাকায় গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ বাহিনী আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে। ঘটনার পরেই পরেশপন্থী আলফার তরফে একটি ই-মেল বিবৃতি পাঠিয়ে ঘটনার দায় স্বীকার করা হয়। তারা অবশ্য দাবি করে, ঘটনাস্থলে তিন জন জওয়ানের মৃত্যু হয়েছে। তবে আলফার দাবি উড়িয়ে দেন ফোগত। কাল রাতে মণিপুরের পশ্চিম ইম্ফল পুলিশের কম্যান্ডো বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টা নাগাদ লামসাং থানা থেকে ৪ কিলোমিটার দূরে কম্যান্ডো বাহিনী কয়েকজন সন্দেহভাজন যুবককে দেখে আত্মসমর্পণ করতে বলে। জবাবে তারা গুলি চালায়। দুই পক্ষে গুলির লড়াইয়ের পরে ২ যুবক মারা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একে ৪৭ রাইফেলের কার্তুজ, দু’টি চিনা গ্রেনেড, দু’টি মোবাইল উদ্ধার করা হয়েছে। নিহতদের এখনও শণাক্ত করা যায়নি। |
স্টেশনে, শেডে জলাধার প্রকল্প
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বোকারো স্টেশনে ও ডিজেল লোকো শেডে দুটি বৃষ্টির জলাধার প্রকল্প গড়েছে দক্ষিণ-পূর্ব রেল। এই দুই প্রকল্প থেকে যে পরিমাণ জল পাওয়া যাবে, তাতে প্রতিদিন উপকৃত হবেন রেল কলোনির কয়েকশো পরিবার এবং স্টেশনের প্রায় ১০ হাজার যাত্রী। বোকারোয় সারা বছরই জলের চাহিদা প্রবল। গ্রীষ্মে তো কথাই নেই। প্রতি বছরই মাটির তলায় জলের উচ্চতা তিন-চার মিলিমিটার করে কমে যাচ্ছে। সেখানে এমন প্রকল্প অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, বোকারো ডিজেল লোকো শেডের ছাদ অনেকখানি চওড়া। ওই ছাদে বিপুল পরিমাণ বৃষ্টির জল জমবে। সেই জল ধরে রেখে মাটির তলায় তৈরি করা বড় বড় চৌবাচ্চায় পাঠানো হবে। একই ভাবে বোকারো স্টেশন এলাকা থেকে সংগৃহীত বৃষ্টির জলও ধরে রাখা হবে ভূগর্ভস্থ চৌবাচ্চায়। ওই জল শোধন করে ব্যবহারের জন্য পাঠানো হবে। এই দুই প্রকল্পের জন্য রেল খরচ করেছে ৫৬ লক্ষ টাকা। গত ২১ জুলাই প্রকল্পটি চালু করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অজয়কুমার ভার্মা। পাশাপাশি, ওই সব এলাকায় মাটির তলা থেকে পাম্প ব্যবহার করে জল তোলাও প্রায় বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। |
অভাবে বাবা বেচতে চান ছেলেকে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
অভাবের তাড়নায় নিজের আড়াই বছরের ছোট ছেলে বাবুকে বেঁচে দিতে চাইছেন বাবা। ঘটনাটি ঝাড়খণ্ডের গিরিডি জেলার মফ্সিল থানার কোপা গ্রামের। একটি বেসরকারি টিভি চ্যানেলে ওই খবর সম্প্রচারিত হওয়ার পর আজ সকাল থেকে তুমুল হইচই শুরু হয়ে যায়। ঘটনাটি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে প্রশাসনও। টিভিতে দেখানো হয়েছে, শিশুটিকে কাঁধে বসিয়ে খালি গায়ে রাস্তায় ঘুরছেন বছর চল্লিশের এক যুবক। তাঁর নাম রঘু কোল। কথায় কথায় রঘু জানান, তিনি গবাদি পশু মাঠে চড়ানোর কাজ করেন। যা আয় হয় তাতে স্ত্রী এবং দুই ছেলে নিয়ে চার জনের সংসার চলছে না। ঘরে অভাব। তাই তিনি ঠিক করেছেন বড় ছেলেকে রেখে ছোট ছেলেকে বেচে দেবেন। বেচে যদি হাজার পঁচিশেক টাকা পাওয়া যায় তাতে অন্তত বড় ছেলেটা ভাল ভাবে বেড়ে উঠতে পারবে। পাশাপাশি ছোট ছেলে বাবুও ভাল মত খাওয়া দাওয়া পেয়ে বড় হয়ে উঠতে পারবে বলে মনে করছেন তিনি। |
কূটনীতিকের উপরে হামলায় চার্জশিট পেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইজরায়েলি কূটনীতিকের গাড়ির উপর হামলা চালানোর মামলায় ভারতীয় সাংবাদিক সৈয়দ কাজমির নামে চার্জশিট দিল দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি, বিদেশি সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে ওই কূটনীতিকের গাড়িতে বোমা রেখেছিলেন কাজমি। চার্জশিটে আরও চার ইরানি নাগরিকের নাম রয়েছে, যাঁদের খোঁজে তেহরানে যাচ্ছে দিল্লি পুলিশের একটি তদন্তকারী দল। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রথমে আপত্তি করলেও ইরান সরকার ভারতীয় গোয়েন্দাদের সে দেশে গিয়ে ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের জেরা করার অনুমতি দিয়েছে। পুলিশের দাবি, গত ১৩ ফেব্রুয়ারি ওই হামলার পরেই দেশ ছেড়ে পালিয়ে যান ষড়যন্ত্রে জড়িত ওই চার ইরানি নাগরিক। |
মেঘালয়ের নতুন জেলা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উত্তর গারো হিলের পরে পূর্ব জয়ন্তীয় হিল। এক সপ্তাহের মধ্যে দুটি নতুন জেলার উদ্বোধন করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। গত সপ্তাহে, রেসুবেলপাড়াকে জেলা সদর করে উত্তর গারো হিল জেলার সূচনা হয়। আজ, ক্লেরিয়েটকে সদর করে উদ্বোধন হল পূর্ব জয়ন্তীয়ার। এই নিয়ে মোট নয়টি জেলা হল মেঘালয়ে। নতুন জেলার আয়তন ২১১৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। সাংমা বলেন, “আশা করি নতুন জেলার বাসিন্দারা সব রকম ভাবে সরকারের পাশে থাকবেন। নতুন জেলার সার্বিক বিকাশে দায়বদ্ধ থাকবে সরকার।” কয়লাসমৃদ্ধ জয়ন্তীয়ায় পরিবেশের উপর জোর দেওয়ার আর্জি জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, আগামী মাসে মাওকিরহাটকে সদর করে দক্ষিণ-পূর্ব খাসি হিল ও আমপাতিকে কেন্দ্র করে দক্ষিণ- পশ্চিম গারো হিল জেলার উদ্বোধন করা হবে। |
সিলিন্ডার ফেটেই আগুন, রিপোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুনের ফুলকি কোনও ভাবে পড়েছিল গ্যাস সিলিন্ডারে। সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তামিলনাড়ু এক্সপ্রেসের এস-১১ কামরায়। গত কাল অন্ধ্রের নেল্লোরে দুর্ঘটনা এ ভাবেই হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন রেল ও পুলিশের তদন্তকারীরা। ওই কামরায় গ্যাস সিলিন্ডার ও প্রচুর কেরোসিন নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। রেলের নজর এড়িয়ে কী ভাবে এই দাহ্য পদার্থ ট্রেনে উঠল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, সবার চোখ এড়িয়ে কোনও যাত্রী দাহ্য পদার্থ নিয়ে ট্রেনে উঠেছিলেন। এ দিন সকালে রেলের ওই সার্কেলের চিফ সেফটি কমিশনার ডি কে সিংহ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। |
নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দু’দিন ধরে নিখোঁজ এক যুবকের মৃতদেহ আজ সকালে বোকারোর বেরমো থানার গাঁধীনগর থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহের গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাই খুনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃত যুবকের নাম অজয় কুমার (২৫)। বাড়ি গাঁধীনগরের বাড়িগ্রামে। প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। |
অনশনে অসুস্থ অরবিন্দ, গোপাল সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অণ্ণা শিবিরের অনশনরত দুই সদস্যকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এ দিন অনশনস্থলে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও গোপাল রাইয়ের স্বাস্থ্যপরীক্ষা করেন তাঁরা। জানান, ৭ দিন ধরে অনশনে গোপাল ও অরবিন্দের শরীরের অবস্থা ভাল নয়। যদিও চিকিৎসকদের পরামর্শ মানেননি তাঁরা। |
চিদম্বরমেরও ঘর অন্ধকার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কয়েক সেকেন্ডের জন্য আজ বিদ্যুৎ ছিল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরেও। স্বরাষ্ট্র ছেড়ে অর্থ মন্ত্রকে পি চিদম্বরমের ফেরার কথা ঘোষণা হয়নি তখনও। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে হঠাৎ বাদ সাধে বিদ্যুৎ। কথাবার্তার শেষে চিদম্বরম জানান, অন্য কোনও মন্ত্রকে সরার কথা তিনি আপাতত ভাবছেন না। |
দুর্নীতির উৎস বোঝেন না অণ্ণা: অর্মত্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
অণ্ণা হজারে ও তাঁর অনুগামীরা বুঝতেই পারেননি দুর্নীতির উৎস কোথায়। আজ এই মন্তব্য করেছেন অর্মত্য সেন। তাঁর মতে, যে উপায়ে অণ্ণা শিবির দুর্নীতির মোকাবিলা করতে চাইছে তা-ও ভুল। অনশন করে দুর্নীতি দূর করা সম্ভব নয়। অর্মত্যবাবুর বক্তব্য, এক জন মন্ত্রীকে সরিয়ে পুরো ব্যবস্থার পরিবর্তন করা যায় না। দেশের রাজনৈতিক ব্যবস্থায় কেন দুর্নীতিবাজরা আশকারা পায় তা বুঝতে হবে। অর্মত্যবাবুর মতে, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এক জন প্রথম সারির অর্থনীতিবিদ। কিন্তু, তিনি ভাল রাজনীতিক কি না তা নিয়ে প্রশ্ন আছে। |
|