ধানবাদের ঝরিয়া থানা এলাকায় নির্মাণ সংক্রান্ত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের তদন্তে গিয়ে কাল সন্ধ্যায় নিগৃহীত হলেন সিবিআই এবং ভিজিল্যান্সের আধিকারিকেরা। তাঁদের উদ্দেশে নানা কটূক্তি করা হয়। এমনকী তাঁদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে বলে সরকারি সূত্রের দাবি। তবে সন্ধ্যার অন্ধকারে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁরা।
সরকারি সূত্রের খবর, ধানবাদে অপরাধীদের বেপরোয়া হওয়ার বহু নজির আছে। ব্যাঙ্ক ডাকাতদের হাতে পুলিশ সুপার খুন হওয়ার ঘটনা এখনও কয়লা শহরে মুখে মুখে ফেরে। কিন্তু দুর্নীতি এবং অনিয়মের তদন্তে গিয়ে সিবিআই এবং ভিজিল্যান্স কর্তাদের আক্রান্ত হওয়ার ঘটনা এই প্রথম। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকদের নিগ্রহ এবং তাদের লক্ষ্য করে গুলি ছোড়ার পিছনে নির্মাণ কাজের বরাত পাওয়া এক ঠিকাদারের মদত থাকার অভিযোগ উঠেছে। এই মর্মে ঝরিয়া থানায় একটি এফআইআর-ও দায়ের করা হয়েছে সিবিআই-এর তরফে।
সরকারি সূত্রের খবর, কয়েক বছর আগে ঝরিয়া থানার সিমলাবাহাল থেকে বাহালগড়া পর্যন্ত রাস্তা তৈরির কাজে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। কাজ না করে রাস্তা তৈরি বাবদ সরকারি টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠায় সেই সময় প্রশাসনিক মহলে ব্যাপক হইচই হয়। যার জেরে তদন্তের ভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। রাস্তাটির বিভিন্ন জায়গা সরেজমিনে খতিয়ে দেখতেই কাল সন্ধ্যায় গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। সঙ্গে ছিলেন বিসিসিএল-এর কয়েক জন ভিজিল্যান্স অফিসারও। গত কালের হামলার ঘটনাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। |