এ বার থেকে কোথাও আগুন লাগলে দমকলের গাড়ি বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছনো পর্যন্ত কন্ট্রোল-রুমে বসেই গাড়িটির অবস্থান জানতে পারবেন মুখ্যমন্ত্রী, দমকলমন্ত্রী ও দমকলের কর্তারা। গাড়িটি কোথাও যানজটে আটকে পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত রাস্তা পরিষ্কারের ব্যবস্থাও করে ফেলতে পারবেন দমকল দফতরের কর্মীরাই। পুজোর আগেই কলকাতায় এই ব্যবস্থা চালু করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ আহমেদ খান।
মন্ত্রী বলেন, “দমকলের গাড়ির সঙ্গে যুক্ত করা হচ্ছে জিপিএস ব্যবস্থা। ধীরে ধীরে রাজ্যের সব ক’টি শহরেই দমকলের গাড়িতে এই ব্যবস্থা চালু করা হবে। তখন সারা রাজ্যের দমকলের গাড়ির গতিবিধি জানতে পারবে কন্ট্রোল-রুম। শুধু গাড়ির অবস্থানই নয়, কোনও গাড়ি ঘটনাস্থলে পৌঁছনোর পরে সেই সময়ে আগুনের বাস্তব অবস্থাও সরাসরি কন্ট্রোল-রুমকে জানানো যাবে ওই ব্যবস্থার সাহায্যে। ফলে, কাছাকাছি এলাকা থেকে প্রয়োজনীয় সংখ্যক দমকলের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়া যাবে।”
দমকলমন্ত্রী আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের মোকাবিলার পাশাপাশি আটকে পড়া মানুষকে উদ্ধার ও বিপর্যয় মোকাবিলার জন্য দমকলের প্রতিটি কেন্দ্রে ‘ইউনিফায়েড কমান্ড’-এর মাধ্যমে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের রাখা হবে। প্রতিটি দফতরের দক্ষ কর্মীরা থাকবেন, থাকবে প্রয়োজনীয় সরঞ্জামও। ফলে কোনও ঘটনা ঘটলে প্রাথমিক ভাবে পাওয়া খবরের ভিত্তিতে প্রয়োজনে একই সঙ্গে তিন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দিতে পারবেন।
এই ব্যবস্থা চালু হয়ে গেলে উদ্ধার ও আগুন নেভানোর কাজ একই সঙ্গে চালানো যাবে এবং প্রাণহানির সম্ভাবনা এবং মানুষের দুর্ভোগ কমবে। দমকলমন্ত্রী বলেন, “এই ব্যবস্থা চালু করতে আরও কিছু দিন সময় লাগবে। প্রতিটি জেলায় এর জন্য পরিকাঠামো গড়ে তোলার প্রস্তুতি চলছে।” |