আয়কর রিটার্ন জমার শেষ তারিখ পিছোল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদ্যুৎ বিভ্রাটের জের। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ পিছিয়ে দেওয়া হল ১ মাস। আয়কর দফতের নতুন নির্দেশিকা অনুযায়ী ২০১২-’১৩ অ্যাসেসমেন্ট বছরের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল মঙ্গলবারই। এখন তা নির্ধারিত হয়েছে ৩১ অগস্ট। চরম বিদ্যুৎ বিভ্রাটে আয়করদাতাদের অনেকেই অনলাইন ব্যবস্থায় রিটার্ন জমা দিতে পারেননি। অথচ হিন্দু অবিভক্ত পরিবার-সহ এক শ্রেণির করদাতাদের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থায় রির্টান জমা বাধ্যতামূলক। তা ছাড়া ট্রেন-সহ যান চলাচলও এ দিন ব্যাহত হয়। এর ফলে সাধারণ পদ্ধতিতে যাঁরা রিটার্ন জমা দিচ্ছেন, তাঁদের অনেকেও আয়কর দফতরে পৌঁছতে পারেননি। তবে অনাবাসী ভারতীয়দের এজেন্ট এবং ‘প্রাইভেট ডিসক্রিশনারি ট্রাস্ট’, যাদের বাৎসরিক আয় ১০ লক্ষ টাকার বেশি, তাদের রিটার্ন অনলাইন ব্যবস্থায় জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে না। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার নিদের্শ দিয়েছে বলে জানান অল ইন্ডিয়া ফেডারেশন অফ ট্যাক্স প্র্যাকটিশনার্স-এর সেক্রেটারি জেনারেল নারায়ণ জৈন।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মানেসরে মারুতি কারখানার হিংসাত্মক ঘটনা সারা বিশ্বের শিল্পমহলের সামনে ভারতের ভাবমূর্তিকে ভূলুন্ঠিত করেছে, মত গাড়ি শিল্পের সংগঠন সিয়াম-এর। এর পুনরাবৃত্তি রুখতে তারা এগ্জিকিউটিভ কমিটির বৈঠকে কেন্দ্র ও রাজ্যকে কিছু আর্জি জানিয়েছে। যেমন, শান্তিপূর্ণ আলোচনার বাইরে যে হিংসা প্রশ্রয় পাবে না, ইউনিয়ন-কর্মী-অফিসার -দের সেই বার্তা দেওয়া, মানেসর তদন্তে দোষীদের দ্রুত শাস্তি, আইন-শৃঙ্খলা রক্ষা করে কর্মী নিরাপত্তা নিশ্চিত করা। শ্রম আইনের আমূল সংস্কারও চায় তারা। |